সম্প্রতি ‘Tamanna Akhter Yesman’ নামক একটি ফেসবুক প্রোফাইল থেকে ‘বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের প্রশংসা করে এবার বৈধ প্রধানমন্ত্রী হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম ঘোষণা করলো আমেরিকার স্টেট ডিপার্টমেন্ট।’

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)৷
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব স্টেটের পক্ষ থেকে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বৈধ প্রধানমন্ত্রী ঘোষণা করার মতো কোনো ঘটনা ঘটেনি। প্রকৃতপক্ষে, ২০১৫ সালে সংযুক্ত আরব আমিরাতের আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক প্রতিমন্ত্রী রিম ইব্রাহিম আল-হাশিমির রুয়ান্ডায় অফিসিয়াল সফরকালে ধারণকৃত তার ও রুয়ান্ডার তৎকালীন পররাষ্ট্র ও সহযোগিতা মন্ত্রী লুইস মুশিকিয়াবোর একটি ছবিকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে রুয়ান্ডার পররাষ্ট্র ও আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক মন্ত্রণালয়ে এক্স হ্যান্ডেলে ২০১৫ সালের ১৯ ফেব্রুয়ারি প্রকাশিত একটি পোস্ট খুঁজে পাওয়া যায়। উক্ত পোস্টে যুক্ত একটি ছবির সাথে আলোচিত দাবিতে প্রচারিত ছবিটির সাদৃশ্য লক্ষ্য করা যায়।

পোস্টটির বিবরণী থেকে জানা যায়, সংযুক্ত ছবিগুলো ২০১৫ সালের ১৬-১৭ ফেব্রুয়ারিতে সংযুক্ত আরব আমিরাতের আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক প্রতিমন্ত্রী রিম ইব্রাহিম আল-হাশিমির রুয়ান্ডা সফরকালে ধারণকৃত।
পরবর্তীতে, অনলাইনে ছবি ও ভিডিও সংরক্ষণের প্লাটফর্ম Flickr এর ওয়েবসাইটে রুয়ান্ডার পররাষ্ট্র ও আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক মন্ত্রণালয়ে পক্ষ থেকে ‘UAE visiting delegation/16 – 17’ শিরোনামে প্রকাশিত একটি অ্যালবামেও আলোচিত ছবিটি খুঁজে পাওয়া যায়।
উক্ত অ্যালবামের বিবরণী থেকে জানা যায়, রুয়ান্ডার পররাষ্ট্র ও সহযোগিতা মন্ত্রী লুইস মুশিকিয়াবো, সংযুক্ত আরব আমিরাতের প্রতিমন্ত্রী, রিম ইব্রাহিম আল-হাশিমি এবং তার প্রতিনিধিদলকে ২০১৫ সালের ১৬-১৭ ফেব্রুয়ারিতে দুই দিনের সরকারি সফরে স্বাগত জানান। সংযুক্ত ছবিগুলো উক্ত সফরকালের চিত্র।
এছাড়া, যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব স্টেটের ওয়েবসাইটে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে আলোচিত দাবির সপক্ষে কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি।
উল্লেখ্য, Tamanna Akhter Yesman নামে পরিচালিত এই ফেসবুক অ্যাকাউন্টটি ভুয়া। সংযুক্ত আরব আমিরাতের প্রতিমন্ত্রী রিম আল হাশিমিরর ছবি ব্যবহার করে এই ভুয়া অ্যাকাউন্ট থেকে আওয়ামী লীগের পক্ষে রাজনৈতিক প্রভাব তৈরির চেষ্টা নিয়ে গত ১৯ জুন বিস্তারিত ফ্যাক্টস্টোরি প্রতিবেদন প্রকাশ করেছে রিউমর স্ক্যানার।
সুতরাং, যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব স্টেট বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বৈধ প্রধানমন্ত্রী ঘোষণা করেছে শীর্ষক দাবিটি মিথ্যা।
তথ্যসূত্র
- Ministry of Foreign Affairs & Int’l Cooperation – X Post
- Flickr – UAE visiting delegation/16 – 17
- U. S. Department of State – Website