বুধবার, সেপ্টেম্বর 27, 2023
spot_img

‘র‍্যাগ ডে’ বন্ধের নির্দেশ দাবিতে গণমাধ্যমে প্রচারিত শিরোনামটি বিভ্রান্তিকর 

সম্প্রতি, বিশ্ববিদ্যালয়ে ‘র‍্যাগ ডে’ বন্ধের নির্দেশ দিয়েছে ইউজিসি শীর্ষক দাবিতে একটি তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে। পোস্টগুলোর আর্কাইভ ভার্সন দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, সকল বেসরকারি বিশ্ববিদ্যালয়কে ‘র‍্যাগ ডে’ বন্ধের নির্দেশ দেয় নি ইউজিসি বরং ‘র‍্যাগ ডে’ উদযাপনের নামে করা কিছু নির্দিষ্ট কর্মকাণ্ড বন্ধের নির্দেশনা দিয়েছে ইউজিসি।

বিভ্রান্তির সূত্রপাত

হাইকোর্টের এক নির্দেশনার আলোকে গত ০৩ জুলাই বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) বেসরকারি বিশ্ববিদ্যালয় বিভাগের পরিচালক মো. ওমর ফারুখ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে দেশের সকল বেসরকারি বিশ্ববিদ্যালয়কে ‘র‍্যাগ ডে’ উদযাপনের নামে সব ধরণের অশ্লীলতা, নগ্নতা, ডিজে পার্টি, নিষ্ঠুর ও নিষিদ্ধ কর্মকান্ড ও বুলিং বন্ধ করার জন্য ইউজিসি কর্তৃক নির্দেশনা প্রদান করা হয়।

বিজ্ঞপ্তিটি ইন্টারনেট হতে সংগ্রহীত

উক্ত তথ্যটি প্রচার করতে গিয়ে অধিকাংশ গণমাধ্যম তাদের প্রতিবেদনের শিরোনামে বিশ্ববিদ্যালয়ে ‘র‍্যাগ ডে’ বন্ধের নির্দেশনা দেওয়া হয়েছে বলে দাবি করে।

উক্ত গণমাধ্যমগুলো হলো যুগান্তর, বিডিনিউজ২৪, জাগোনিউজ২৪, নিউজবাংলা২৪, চ্যানেল২৪, সময় টিভি, আরটিভি, জনকণ্ঠ, যায়যায়দিন, বাংলানিউজ২৪, দেশ রুপান্তর, ডেইলি ক্যাম্পাস, বাংলাদেশ জার্নাল, বাংলাদেশ টুডে, আমাদের সময়, বি বার্তা২৪, পূর্ব পশ্চিম, বিডি২৪লাইভ, এবিনিউজ২৪, রাইডিং বিডি, ডেইলি বাংলাদেশ, সময়ের কণ্ঠস্বর, ঢাকা মেইল, ভোরের ডাক, শেয়ার বিজ, আমার সংবাদ, ক্যাম্পাস টাইমস, বিডি২৪রিপোর্ট, দৈনিক শিক্ষা, বাংলা ইনসাইডার, অধিকার, বিবিএস বাংলা, ২৪ লাইভ নিউজপোপারক্যাম্পাস লাইভ২৪

গণমাধ্যমে প্রচারিত বিভ্রান্তিকর শিরোনামের ফলশ্রুতিতে অনেক ফেসবুক ব্যবহারকারী শিরোনামটি কপি-পেস্ট করে ফেসবুকে প্রচার করেন। ফলে ইউজিসির পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ে র‍্যাগ ডে উৎযাপনের নামে কিছু নির্দিষ্ট কর্মকাণ্ড বন্ধের নির্দেশের কথা বলা হলেও ওই নির্দিষ্ট কর্মকাণ্ডের কথা উল্লেখ না করে সরাসরি ‘র‍্যাগ ডে’ বন্ধের নির্দেশ তথ্যটি প্রচার করায় নেটিজেনদের মাঝে বিভ্রান্তির সৃষ্টি হয়।

র‍্যাগ

উক্ত প্রসঙ্গে ইউজিসির ভারপ্রাপ্ত চেয়ারম্যান অধ্যাপক দিল আফরোজা বেগম দ্য ডেইলি স্টারকে বলেন, ‘ইউজিসি র‍্যাগ ডে উদযাপন নিষিদ্ধ করছে না। আমরা হাইকোর্টের আদেশ অনুযায়ী র‌্যাগ ডে উদযাপনে বিধিনিষেধ আরোপ করেছি।’

প্রসঙ্গত, গত ৭ এপ্রিল সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ কামরুল হাসান দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে র‌্যাগ ডে’র নামে ডিজে পার্টি, উদ্দাম নৃত্য, বুলিং, অশ্লীলতা ও নগ্নতা বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় একটি রিট দায়ের করেন। উক্ত রিট আবেদনের পরিপ্রেক্ষিতে গত ১৭ এপ্রিল বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে র‌্যাগ-ডে উদযাপনের নামে ডিজে পার্টিসহ নগ্ন, অশ্লীল, উন্মত্ত, কুরুচিপূর্ণ ও আপত্তিকর কর্মকাণ্ড আগামী (১৭ এপ্রিল পরবর্তী) ৩০ দিনের মধ্যে বন্ধের নির্দেশ দেন

উল্লেখ্য, গত ২৯ জুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেটে শিক্ষার্থীদের শিক্ষাজীবনের শেষ দিনটি উৎযাপনের জন্য কিছু নীতিমালা অনুমোদিত হয়েছে। নতুন এই নীতিমালা অনুযায়ী, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘র‍্যাগ ডে’র নতুন নাম হবে ‘শিক্ষা সমাপনী উৎসব’।

সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী, শিক্ষা সমাপনী উৎসব উদযাপনে শিক্ষার্থীদের যেসকল নিয়ম মানতে হবে সেগুলো হচ্ছে-

সংশ্লিষ্ট বিভাগের চেয়ারম্যান বা ইনস্টিটিউটের পরিচালক এবং ছাত্র উপদেষ্টা শিক্ষার্থীদের সঙ্গে সভা করে অনুষ্ঠানের সূচি চূড়ান্ত করবেন; নিজ নিজ বিভাগ-ইনস্টিটিউটের ভবন চত্বরে উদ্বোধনী অনুষ্ঠান করা যাবে; ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) সমবেত হয়ে পথচারীদের চলাচল স্বাভাবিক রেখে শোভাযাত্রা করা যাবে; বিশ্ববিদ্যালয়ের শ্রেণি কার্যক্রম চলাকালে উচ্চ স্বরে বাদ্য-বাজনা পরিহার করতে হবে; বিভাগ-ইনস্টিটিউটের সংশ্লিষ্টতায় দুপুরে কিংবা রাতে আপ্যায়নের ব্যবস্থা করা যাবে; শিক্ষা সমাপনী উৎসবের সাংস্কৃতিক অনুষ্ঠান রাত দশটার মধ্যে শেষ করতে হবে এবং বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়, এমন কাজ করা থেকে বিরত থাকতে হবে।

এছাড়া, গত ২১ মে ইডেন মহিলা কলেজ অধ্যক্ষ অধ্যাপক সুপ্রিয়া ভট্টাচার্য স্বাক্ষরিত এক নোটিশে ইডেন মহিলা কলেজে র‌্যাগ ডে’র নামে বুলিয়িং ও অপসংস্কৃতি বন্ধের নির্দেশ দেয় কলেজ প্রশাসন।

আরো পড়ুনঃ পাতাবাহার গাছ স্পর্শ করলে দ্রুততম সময়ে মৃত্যু ঘটার দাবিটি বিভ্রান্তিকর

মূলত, ইউজিসি কর্তৃক দেশের সকল বেসরকারি বিশ্ববিদ্যালয়কে ‘র‍্যাগ ডে’ উদযাপনের নামে কিছু নির্দিষ্ট আপত্তিকর (ইউজিসির ভাষ্যমতে) কর্মকাণ্ড বন্ধ করার জন্য নির্দেশনা প্রদানের তথ্যটিকে প্রচার করতে গিয়ে অধিকাংশ গণমাধ্যম ‘বিশ্ববিদ্যালয়ে ‘র‍্যাগ ডে’ বন্ধের নির্দেশ’ শীর্ষক শিরোনাম ব্যবহার করায় বিষয়টি নিয়ে ফেসবুক ব্যবহারকারীদের মাঝে বিভ্রান্তি ছড়িয়ে পড়ে এবং বিভ্রান্তিকর তথ্যটি ফেসবুক ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।

সুতরাং, সকল বেসরকারি বিশ্ববিদ্যালয়কে ‘র‍্যাগ ডে’ বন্ধের নির্দেশ দিয়েছে ইউজিসি শীর্ষক দাবিতে গণমাধ্যমে প্রচারিত শিরোনাম এবং ফেসবুকে প্রচারিত তথ্যটি সম্পূর্ণ বিভ্রান্তিকর।

তথ্যসূত্র

ডেইলি স্টার- র‌্যাগ ডে নিষিদ্ধ নয়, উদযাপনে বিধিনিষেধ: ইউজিসি

বাংলা ট্রিবিউন- শিক্ষা প্রতিষ্ঠানে র‌্যাগ ডে’র নামে বুলিং বন্ধ চেয়ে রিট

প্রথমআলো- শিক্ষাপ্রতিষ্ঠানে ‘র‌্যাগ ডে’ পালনের নামে অশ্লীলতা বন্ধে ব্যবস্থা নিতে নির্দেশ

প্রথমআলো- র‍্যাগ ডে-র পরিবর্তে ‘শিক্ষা সমাপনী উৎসব’ করতে পারবেন ঢাবি শিক্ষার্থীরা
এনটিভি- ইডেন মহিলা কলেজে ‘র‌্যাগ ডে’ বন্ধের নির্দেশ

RS Team
RS Team
Rumor Scanner Fact-Check Team
- Advertisment -spot_img
spot_img
spot_img