ইউক্রেন-রাশিয়া সংঘাতের দৃশ্য দাবিতে পুরোনো শর্টফিল্মের ভিডিও প্রচার

সম্প্রতি, “ইউক্রেন রাশিয়া কে দুই দিকে পাল্টা আক্রমন করার জন্য প্রস্তত হচ্ছে জঙ্গল থেকে আর আকাশ পথে হে আল্লাহ রাশিয়ার সকল মুসলমানদের হেপাজত কর” শীর্ষক শিরোনামে একটি ভিডিও সামাজিক মাধ্যম টিকটকে ছড়িয়ে পড়েছে।

রাশিয়া

টিকটকে প্রচারিত এমন একটি ভিডিও দেখুন এখানে। আর্কাইভ ভার্সন দেখুন এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আলোচিত ভিডিওটি সম্প্রতি ইউক্রেন-রাশিয়া সংঘাতকালীন সময়ের নয় বরং এটি ২০১৯ সালে রাশিয়ার সশস্ত্র বাহিনীর সামরিক সক্ষমতা নিয়ে তৈরি একটি শর্ট ফিল্মের ভিডিও।

ভিডিওটির নিচে বাম পাশে কোণায় থাকা জলছাপের সূত্র ধরে, ‘Rumoaohepta7’ নামের একটি ভেরিফাইড ইউটিউব চ্যানেলে ২০১৯ সালের ২০ অক্টোবরে “Russia’s Military Capability: Six Days (Short Film) – Russian Armed Forces – Вооруженные силы России” শীর্ষক শিরোনামে প্রকাশিত ভিডিওর ১ মিনিট ৪৫ সেকেন্ড হতে ২ মিনিট ১৫ সেকেন্ড পর্যন্ত টিকটকের আলোচিত ভিডিওটির সঙ্গে মিল খুঁজে পাওয়া যায়।

মূলত, Rumoaohepta7 নামের ইউটিউব চ্যানেলটি বিভিন্ন দেশের সশস্ত্র বাহিনীর সামরিক সক্ষমতা নিয়ে ভিডিও তৈরি করে থাকে। তাদের চ্যানেলটিতে এমন একাধিক সশস্ত্র বাহিনীর সামরিক সক্ষমতা নিয়ে তৈরি ভিডিও পাওয়া যায়। উক্ত চ্যানেলে প্রকাশিত রাশিয়ান সামরিক বাহিনী নিয়ে নির্মিত Six Days শর্ট ফিল্মের ভিডিওকেই সাম্প্রতিক সময়ে রাশিয়া-ইউক্রেন সংঘাতের দৃশ্য দাবিতে সামাজিক মাধ্যম টিকটকে প্রচার করা হচ্ছে।

প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে ইউক্রেন-রাশিয়া যুদ্ধের দৃশ্য দাবিতে পুরোনো ও ভিন্ন ঘটনার বেশ কিছু ভিডিও এবং ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এরকম বেশ কয়েকটি ভিডিও এবং ছবি ভুয়া শনাক্ত করে ইতিমধ্যে একাধিক ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে রিউমর স্ক্যানার।

অর্থাৎ, রাশিয়ার সশস্ত্র বাহিনীর সামরিক সক্ষমতা নিয়ে তৈরি একটি পুরোনো শর্ট ফিল্ম ভিডিও ক্লিপকে সাম্প্রতিক সময়ে ইউক্রেন-রাশিয়ার সংঘাতের দৃশ্য দাবি করে সামাজিক মাধ্যম টিকটকে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ মিথ্যা।
[su_box title=”True or False” box_color=”#f30404″ radius=”0″]

  • Claim Review: বড় ভাইয়ের সকল মিথ্যাচার ফাঁস করলেন মামুনুল হকের দ্বিতীয় স্ত্রীর ছোট ছেলে!
  • Claimed By: Facebook Post, YouTube
  • Fact Check: False

[/su_box]

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img