ইউজিসিকে উদ্ধৃত করে আগামী দুই মাস বিশ্ববিদ্যালয় গুলোর শিক্ষা কার্যক্রম অনলাইনে পরিচালনার গুজব

সম্প্রতি, আগামী দুইমাস বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম অনলাইনে পরিচালনার প্রস্তুতি হিসেবে ২৯ অক্টোবর সকল বিশ্ববিদ্যালয়কে কার্যনির্বাহী সভা ডাকার জন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন(ইউজিসি) নির্দেশনা দিয়েছে দাবিতে একটি তথ্য ইন্টারনেটে প্রচার করা হচ্ছে।

শিক্ষা

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)। 

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানারের অনুসন্ধানে জানা যায়, আগামী দুইমাস সকল বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম অনলাইনে পরিচালনার বিষয়ে ইউজিসির নির্দেশনা দেওয়ার দাবিটি সঠিক নয় বরং কোনপ্রকার তথ্যসূত্র ছাড়াই উক্ত তথ্যটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে।

শুরুতেই জাতীয় মূলধারার সংবাদমাধ্যমগুলোতে আলোচিত তথ্যটির ব্যাপারে অনুসন্ধান চালায় রিউমর স্ক্যানার টিম। কিন্তু, সংবাদমাধ্যম কিংবা নির্ভরযোগ্য কোনো সূত্র হতে আলোচিত দাবির বিষয়ে সত্যতা খুঁজে পাওয়া যায়নি।

পরবর্তীতে, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন(ইউজিসি) এর ওয়েবসাইটে অনুসন্ধান চালায় রিউমর স্ক্যানার টিম। কিন্তু ইউজিসি’র ওয়েবসাইটে আলোচিত নির্দেশনার বিষয়ে কোনো নোটিশ খুঁজে পাওয়া যায়নি।

Source: UGC 

এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত পোস্টগুলোতে হ্যাশট্যাগ ব্যবহার করে বার্তা সংস্থা ইউএনবির নামও ব্যবহার করতে দেখা যায়। তবে অনুসন্ধানে ইউএনবিতে এমন কোনো প্রতিবেদন খুঁজে পাওয়া যায়নি। 

পরবর্তীতে অধিকতর সত্যতা নিশ্চিত করার উদ্দেশ্যে, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের(ইউজিসি) জনসংযোগ ও তথ্য অধিকার বিভাগের পরিচালক ড. এ কে এম শামসুল আরেফিনের সাথে যোগাযোগ করে রিউমর স্ক্যানার টিম। তিনি রিউমর স্ক্যানারকে নিশ্চিত করেছেন, আগমী দুইমাস বিশ্ববিদ্যালয়সমূহে অনলাইন কার্যক্রম পরিচালনার বিষয়ক তথ্যটি সঠিক নয়।

অর্থাৎ, ইউজিসি আগামী দুইমাস সকল বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম অনলাইনে পরিচালনার বিষয়ে কোনো নির্দেশনা দেয়নি।

মূলত, আগামী দুইমাস বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম অনলাইনে পরিচালনার প্রস্তুতি হিসেবে ২৯অক্টোবর সকল বিশ্ববিদ্যালয়কে কার্যনির্বাহী সভা ডাকার জন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন নির্দেশনা দিয়েছে দাবিতে একটি তথ্য ইন্টারনেটে প্রচার করা হচ্ছে। তবে অনুসন্ধানে জানা যায়, ইউজিসি এরূপ কোনো নির্দেশনা জারি করেনি। ইউজিসির জনসংযোগ ও তথ্য অধিকার বিভাগের পরিচালক  ড. এ কে এম শামসুল আরেফিন আলোচিত দাবিটি মিথ্যা বলে রিউমর স্ক্যানারকে জানিয়েছেন। 

সুতরাং, ইউজিসি দেশের সকল বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম অনলাইনে পরিচালনার প্রস্তুতির জন্য নির্দেশনা প্রদান করেছে দাবিতে একটি তথ্য ইন্টারনেটে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

  • বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন: নোটিশ বোর্ড
  • Statement of AKM Samshul Arefin, Director, Public Relations and Information Department, UGC

আরও পড়ুন

spot_img