সম্প্রতি ‘রাজধানীর মিন্টু রোডে আওয়ামী অবৈধ মন্ত্রীর গাড়ির ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নি’হ’ত হয়েছে বলে খবর পাওয়া গেছে। মূলধারার গণমাধ্যমে এই খবর প্রচার করতে বাঁধা দেওয়া হচ্ছে।’ শীর্ষক দাবিতে একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হচ্ছে।

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন পোস্ট (আর্কাইভ), পোস্ট (আর্কাইভ), পোস্ট (আর্কাইভ), পোস্ট (আর্কাইভ), পোস্ট (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, রাজধানীর মিন্টু রোডে মন্ত্রীর গাড়ির ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হওয়ার দাবিটি সঠিক নয়। প্রকৃতপক্ষে এই দুর্ঘটনায় ঐ দুই শিক্ষার্থী আহত হন এবং তারা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে বর্তমানে তাদের বাসায় অবস্থান করছেন।
দাবিটির সত্যতা যাচাইয়ে কি-ওয়ার্ড অনুসন্ধানের মাধ্যমে জাতীয় দৈনিক আজকের পত্রিকার ওয়েবসাইটে ২৯ আগস্ট ‘প্রতিমন্ত্রীর গাড়ির সঙ্গে সংঘর্ষে ২ বাইক আরোহী আহত, সেই গাড়িতেই নেওয়া হলো হাসপাতালে’ শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।

প্রতিবেদনটিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়ার বরাতে জানানো হয়, মন্ত্রিপাড়ায় একটি দুর্ঘটনায় আহত অবস্থায় দুজনকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে আনা হয়েছে। তাঁদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

পাশাপাশি বেসরকারি টিভি চ্যানেল যমুনা টিভির ইউটিউব চ্যানেলে ২৮ আগস্ট ‘সংস্কৃতি প্রতিমন্ত্রীর গাড়িতে মোটর সাইকেলের ধাক্কা, আহত ২’ শীর্ষক শিরোনামে প্রচারিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, ‘রাজধানীর হেয়ার রোডে সড়ক দুর্ঘটনায় দু’জন আহত হয়েছেন। রাত পৌনে ১১টার দিকে মিন্টু রোডের মন্ত্রী পাড়ায় ঢোকার রাস্তায় একটি মোটর সাইকেল সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদের গাড়িতে আঘাত করে। এসময় বাইক আরোহী দুইজন আহত হন।

প্রতিবেদনটি আরও জানা যায়, দুর্ঘটনার সময় প্রতিমন্ত্রী গাড়িতেই ছিলেন। পরে প্রতিমন্ত্রীর গাড়িতে করেই তাদেরকে ঢাকা মেডিকেলে নেয়া হয়। আহত দু’জনকে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর বাসায় নিয়ে যায় পরিবার। আহতদের নাম আবিরুজ্জামান অভি ও মো. তাফসির। তারা দু’জনই এইচএসসি পরীক্ষার্থী।
এছাড়া আরেকটি বেসরকারি টিভি চ্যানেল নিউজ২৪ এর ওয়েবসাইটে ২৯ আগস্ট সকাল ৭ টা ১৭ মিনিটে ‘প্রতিমন্ত্রীর গাড়ির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, ২ শিক্ষার্থী আহত’ শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন থেকেও জানা যায়, এই দুর্ঘটনায় কোনো নিহতের ঘটনা ঘটেনি বরং আহতদের প্রাথমিক চিকিৎসা শেষে তাদের পরিবার বাসায় নিয়ে যায়।

অনুসন্ধানে এসব তথ্যের বাইরে তাদের নিহত বা মারা যাওয়ার ব্যাপারে নির্ভরযোগ্য সূত্রে কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি।
উল্লেখ্য, বাঁশের কেল্লা নামের একটি ফেসবুক পেজ থেকে এই তথ্যটি প্রচারের সময় পরবর্তীতে হালনাগাদ করা হবে বলে জানানো হলেও এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৭ ঘন্টা অতিবাহিত হলেও তাদের ফেসবুক পোস্টটি (আর্কাইভ) হালনাগাদ করা হয়নি।

মূলত, গত ২৮ আগস্ট রাত ১১ টার দিকে রাজধানীর হেয়ার রোডে সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদের গাড়ির সাথে সংঘর্ষে ২ বাইক আরোহীর আহত হওয়ার ঘটনা ঘটে। এরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে যে, এই দুর্ঘটনায় আহত ঐ দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তবে অনুসন্ধানে দেখা যায়, সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদের গাড়ির সাথে সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহীর নিহত হওয়ার দাবিটি সঠিক নয় বরং তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়িতে নিয়ে যাওয়া হয়।
সুতরাং, সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদের গাড়ির সাথে সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহীর নিহত হওয়ার দাবিটি সম্পূর্ণ মিথ্যা।