সম্প্রতি, ‘সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে “বাগেরহাটে ৬০০ বস্তা সরকারি চাল জব্দ যুবদলের ২ নেতা গ্রেফতার” শীর্ষক লেখা সম্বলিত একটি ফটোকার্ড প্রচার করা হয়।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, বাগেরহাটের ফকিরহাটে গুদাম থেকে ৬০০ বস্তা সরকারি চাল জব্দ করার ঘটনায় পুলিশের হাতে গ্রেফতার হওয়া দুই ব্যক্তি যুবদল নেতা নয় বরং, গ্রেফতারকৃত একজন ঐ চালের গুদামের মালিকের ছেলে এবং একজন সেখানকার কর্মচারী। তাদের যুবদলের সাথে সংশ্লিষ্টতা নেই বলে নিশ্চিত করেছে পুলিশ।
এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত দাবিতে প্রচারিত পোস্টগুলো পর্যবেক্ষণ করলে সেগুলোতে প্রচারিত দাবিটির সপক্ষে কোনো নির্ভরযোগ্য তথ্যপ্রমাণের উল্লেখ পাওয়া যায়নি। এ বিষয়ে আলোচ্য ছবিটি রিভার্স ইমেজ সার্চ এর মাধ্যমে সংবাদ মাধ্যম ‘খবর প্রতিদিন’-এর ওয়েবসাইটে গত ২৩ জানুয়ারি “বাগেরহাটে ওএমএসের ৬০০ বস্তা সরকারি চাল জব্দ, গ্রেপ্তার-২” শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। উক্ত প্রতিবেদনের ফিচারে ব্যবহৃত ছবিটির সাথে আলোচিত দাবিতে প্রচারিত ছবিটির হুবুহু মিল খুঁজে পাওয়া যায়।

উক্ত প্রতিবেদনটি থেকে জানা যায়, বাগেরহাটের ফকিরহাট বাজারের একটি গুদামে অভিযান চালিয়ে পুলিশ খোলা বাজারের বিক্রির (ওএমএস) ৬০০ বস্তা সরকারি চাল জব্দ করেছে। এসময় পুলিশ দুইজনকে গ্রেপ্তার করে। বুধবার (২২ জানুয়ারি) রাতে ফকিরহাট বাজারের মেসার্স মজুমদার ভান্ডারের সুপারিপট্টি এলাকার চালের গুদাম থেকে এসব চাল জব্দ করে পুলিশ। এসব চাল বগুড়ার একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানের কাছ থেকে কিনেছেন বলে চাল ব্যবসায়ি প্রফুল্ল মজুমদার দাবি করেছেন। পরদিন সকালে ফকিরহাট থানার এসআই আব্দুল আলিম বাদী হয়ে পাঁচজনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা করেছেন। তারা হলেন, ফকিরহাট বাজারের মেসার্স মজুমদার ভান্ডারের মালিক প্রফুল্ল মজুমদারের ছেলে আশাতীত মজুমদার (২১) ও কর্মচারি আব্দুর রসূল (৪৫)।
এছাড়া, একই ঘটনায় মূলধারার অনলাইন সংবাদ মাধ্যম ঢাকা পোস্টের ওয়েবসাইটে গত ২৩ জানুয়ারি ২০২৫ ‘বাগেরহাটে ৬০০ বস্তা সরকারি চাল জব্দ, গ্রেপ্তার ২’ শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি সংবাদ প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। উক্ত প্রতিবেদনেও ভিন্ন এ্যঙ্গেল থেকে তোলা আলোচিত গ্রেফতারকৃত ব্যক্তিদের একটি ছবি পাওয়া যায়।
তবে উপরোক্ত দুইটি প্রতিবেদনের কোথাও গ্রেপ্তারকৃত এই দুই ব্যক্তির কোন রাজনৈতিক পরিচয় উল্লেখ করা হয়নি। একই বিষয়ে অন্যান্য মূলধারার গণমাধ্যমগুলোতে প্রকাশিত প্রতিবেদনেও (১,২) তাদের কোনো রাজনৈতিক পরিচয় পাওয়া যায়নি।
পরবর্তীতে গ্রেফতারকৃত দুই ব্যক্তির রাজনৈতিক পরিচয়ের বিষয়ে অধিকতর নিশ্চিত হতে বাগেরহাটের ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আলমগীর কবীরের সাথে যোগযোগ করে রিউমার স্ক্যানার টিম। তিনি জানান এই দুই ব্যক্তির যুবদলের সাথে কোনো সংশ্লিষ্টতা নেই।
সুতরাং, বাগেরহাটের ফকিরহাটে সরকারি চাল জব্দ করার ঘটনায় গ্রেপ্তারকৃত দুই ব্যক্তি যুবদল নেতা শীর্ষক দাবিটি মিথ্যা।
তথ্যসূত্র
- Khobor Protidin – বাগেরহাটে ওএমএসের ৬০০ বস্তা সরকারি চাল জব্দ, গ্রেপ্তার-২
- Dhaka Post – বাগেরহাটে ৬০০ বস্তা সরকারি চাল জব্দ, গ্রেপ্তার
- Kaler kantho – বাগেরহাটে ৬০০ বস্তা ওএমএসের সরকারি চাল জব্দ, আটক ২
- Jugantor – বাগেরহাটে ওএমএসের ৬০০ বস্তা চাল জব্দ, গ্রেফতার ২
- Rumor Scanner’s Own Analysis