সম্প্রতি, গাজায় চলমান ইসরায়েলের অবৈধ অবরোধের প্রতিবাদে গত ৩১ আগস্ট স্পেনের বার্সেলোনা থেকে যাত্রা শুরু করে আন্তর্জাতিক মানবাধিকার কর্মীদের ত্রাণ নিয়ে যাওয়ার নৌ উদ্যোগ গ্লোবাল সুমুদ ফ্লোটিলা। পরবর্তীতে ১৩ থেকে ১৫ সেপ্টেম্বর তিউনিসিয়া, ইতালির সিসিলি দ্বীপ ও গ্রিসের সাইরাস দ্বীপ থেকে আরও কিছু নৌযান ত্রাণ নিয়ে বহরে যুক্ত হয়। এর প্রেক্ষিতে সম্প্রতি, উক্ত নৌবহরটি ফিলিস্তিনের গাজা উপত্যকার জনসাধারণ স্বাগত জানাতে সমুদ্র তীরে জড়ো হয়েছে দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসুবকে প্রচার করা হয়েছে।

ফেসবুকে প্রচারিত এমন ভিডিও দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, আলোচিত ভিডিওটি গাজার নয়। প্রকৃতপক্ষে, ভিডিওটি তিউনিসিয়ার সিদি বু সাইদ বন্দরে তিউনিসিয়াবাসীর গ্লোবাল সুমুদ ফ্লোটিলা নৌবহরকে স্বাগত জানানোর। তিউনিসিয়া থেকে পুনরায় ফ্লোটিলা নৌবহর যাত্রা শুরু করলে সেখান থেকেও বেশ কয়েকটি নৌযান উক্ত নৌবহরে যুক্ত হয়।
আলোচিত ভিডিওটির বিষয়ে অনুসন্ধানে কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে তিউনিসিয়ার গণমাধ্যম Médina FM LIVE এর ফেসবুক পেজে গত ১০ সেপ্টেম্বর প্রচারিত কয়েকটি ছবি সম্বলিত একটি ফটো অ্যালবাম পোস্টের সন্ধান পাওয়া যায়।

পোস্টটির ছবিগুলো পর্যালোচনা করে দেখা যায়, গাজার সমুদ্র তীরে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা নৌবহরকে স্বাগত জানানোর ভিডিও দাবিতে প্রচারিত ভিডিওর জনসমাগমের সাথে উক্ত পোস্টের ছবির স্থান ও জনসমাগমের মিল পাওয়া যায়। উভয় স্থানেই উপস্থিত জনগনের হাতে ফিলিস্তিনের ও তিউনিসিয়ার পতাকা দেখতে পাওয়া যায়। এছাড়াও পোস্টটির শিরোনাম থেকে জানা যায়, ছবিগুলো তিউনিসিয়ার বিভিন্ন অঞ্চল থেকে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা নৌবহরকে বিদায় জানাতে তিউনিসিয়ার সিদি বু সাইদ বন্দরে আসা জনসমাগমের।
পরবর্তীতে প্রাপ্ত তথ্যের সূত্র ধরে কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে আন্তর্জাতিক গণমাধ্যম Reuters এর ইউটিউব চ্যানেলে সেদিন সিদি বু সাইদ বন্দরে তিউনিসিয়াবাসীর গ্লোবাল সুমুদ ফ্লোটিলা নৌবহরকে স্বাগত জানানোর ভিডিও খুঁজে পাওয়া যায়।
এছাড়াও Médina FM LIVE নামের তিউনিসিয়ার গণমাধ্যমের পেজে প্রচারিত আরেকটি পোস্ট থেকে জানা যায়, গত ৭ সেপ্টেম্বর গ্লোবাল সুমুদ ফ্লোটিলা নৌবহর তিউনিসিয়ার সিদি বু সাইদ বন্দরে পৌঁছায়। একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমেও সেদিনের ভিডিওর সন্ধান পাওয়া যায়। এমন কিছু ভিডিও দেখুন এখানে, এখানে এবং এখানে।
উল্লেখ্য, গ্লোবাল সুমুদ ফ্লোটিলা নৌবহরের মাত্র একটি জাহাজ গাজার জলসীমায় পৌঁছাতে সক্ষম হয়েছিল কিন্তু সেটি তীরে পৌঁছানো পূর্বেই ইসরায়েলি বাহিনী জাহাজটি আটক করে। পরবর্তীতে গত ৩ অক্টোবর গাজাগামী ত্রাণবাহী সর্বশেষ জাহাজ দ্য ম্যারিনেটকেও ফিলিস্তিনি উপকূলের কাছে আটক করে ইসরাইলি বাহিনী। তবে নতুন করে আরও ১১ টি জাহাজ ত্রাণ সহায়তা নিয়ে যাত্রা শুরু করে বলেও জানা যায়। কিন্তু উক্ত প্রতিবেদন প্রকাশ হওয়া অব্দি কোনো জাহাজ গাজার তীরে পৌঁছায়নি।
সুতরাং, তিউনিসিয়ার সিদি বু সাইদ বন্দরে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা নৌবহরকে তিউনিসিয়াবাসীর স্বাগত জানানোর ভিডিওকে গাজাবাসীর ফ্লোটিলা নৌবহরকে স্বাগত জানানোর ভিডিও দাবিতে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।
তথ্যসূত্র
- Médina FM LIVE Facebook Post
- Reuters Youtube Channel: Flotilla of pro-Palestinian activists welcomed in Tunisia
- Médina FM LIVE Facebook Post
- Rumor Scanner’s Analysis