বৃহস্পতিবার, মে 22, 2025

টিউলিপ সিদ্দিকের ‘আমি বাংলাদেশি নই’ শীর্ষক মন্তব্যটি ২০১৭ সালের

সম্প্রতি, অবৈধ সুবিধা নিয়ে ঢাকার গুলশানে ইস্টার্ন হাউজিং লিমিটেডের ফ্ল্যাট নেওয়ার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগনি ও যুক্তরাজ্যের সাবেক ‘সিটি মিনিস্টার’ টিউলিপ সিদ্দিকসহ তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

এদিকে টিউলিপ সিদ্দিকের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে যেখানে দেখা যাচ্ছে টিউলিপ বলছেন, “..আমি বাংলাদেশি নই।..” উক্ত ভিডিওটি প্রচার করে ক্যাপশনে লেখা হয়েছে, “..দেশের টাকা পয়সা সব লুটে খেয়ে এখন দেশকে অস্বীকার করছে।

টিউলিপ সিদ্দিকী!..” অর্থাৎ, দাবি করা হয়েছে প্রচারিত টিউলিপ সিদ্দিকের ভিডিওটি সাম্প্রতিক সময়ের।

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

এছাড়াও, আলোচিত ভিডিওটি সাম্প্রতিক সময়ের মর্মে গণমাধ্যমেও সংবাদ প্রতিবেদন প্রচার করা হয়েছে। গণমাধ্যমে প্রচারিত এরূপ সংবাদ প্রতিবেদন: একুশে টিভি, নয়া দিগন্ত, ইনকিলাব

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, টিউলিপ সিদ্দিকের করা ‘আমি বাংলাদেশি নই’ শীর্ষক মন্তব্যটি সাম্প্রতিক সময়ের নয়। বরং, ২০১৭ সালে ব্যারিস্টার আহমেদ বিন কাসেম সম্পর্কে সাংবাদিকের করা প্রশ্নে চড়াও হয়ে তিনি ওই আলোচিত মন্তব্য করেন, যা সাম্প্রতিক দাবিতে প্রচার করা হচ্ছে।

এই বিষয়ে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এতে টিউলিপ সিদ্দিককে বাকবিতণ্ডা করছেন ভঙ্গিতে কারো সাথে কথা বলতে দেখা যায় এবং তাকে বলতে শোনা যায় আপনি কি আমাকে বাংলাদেশি বলছেন? আপনি কী বলছেন সে বিষয়ে সতর্ক থাকুন, আমি একজন ব্রিটিশ এমপি। আমি বাংলাদেশি নই এবং আপনি যে ব্যক্তির কথা বলছেন, তার মামলা সম্পর্কে আমার কোনো ধারণা নেই।

অন্যদিকে ভিডিওটিতে একজনকে বলতে শোনা যায়, আমি বলছি এক ফোন কলেই আপনি পার্থক্য গড়তে পারেন।

তাছাড়া, ভিডিওটিতে ‘4 News’ নামের একটি লোগো দেখতে পাওয়া যায়।

পরবর্তীতে ভিডিওতে থাকা লোগোর সূত্র ধরে যুক্তরাজ্যের সংবাদ মাধ্যম ‘Channel 4 News’ এর ইউটিউব চ্যানেলে ২০১৭ সালের ২৯ নভেম্বর ‘Tulip Siddiq: MP quizzed over abducted man in Bangladesh’ শীর্ষক ক্যাপশনে প্রচারিত সংবাদ প্রতিবেদনে ভিডিওটি খুঁজে পাওয়া যায়।

Comparison: Rumor Scanner

প্রতিবেদনটি পর্যবেক্ষণ করে জানা যায়, সেই সময় ইরানে কারাবন্দি নাজানিন জাঘারি-র‌্যাটক্লিফের মুক্তির জন্য একটি সমাবেশে থাকা টিউলিপ সিদ্দিককে বাংলাদেশের ব্যরিষ্টার আহমেদ বিন কাসেম সম্পর্কে অবহিত করে প্রশ্ন করা হলে তখন তিনি প্রশ্নকারী সাংবাদিকে ওপর চড়াও হয়ে মন্তব্য করেন, আমি বাংলাদেশি নই এবং আপনি যে ব্যক্তির কথা বলছেন, তার মামলা সম্পর্কে আমার কোনো ধারণা নেই। আমার বিবৃতির এখানেই শেষ।

ভিডিওটির এই জায়গায় বলতে শোনা যায়, এরপর তিনি আমাদের গর্ভবতী প্রযোজককে আপাতদৃষ্টিতে হুমকিমূলক একটি মন্তব্য করেন বলার সাথে সাথে টিউলিপকে বলতে শোনা যায় “আসার জন্য ধন্যবাদ। আশা করি আপনার প্রসব খুব ভালো হবে, কারণ সন্তান জন্মদান কঠিন।”

এছাড়াও, সেদিনের ঘটনা নিয়ে পরবর্তীতে যুক্তরাজ্যের আরেক সংবাদ মাধ্যম দ্যা গার্ডিয়ান এর ওয়েবসাইটে ‘Tulip Siddiq apologises for remark to pregnant Channel 4 producer’ শীর্ষক শিরোনামে একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।

প্রতিবেদনটি থেকে জানা যায়, টিউলিপ সিদ্দিককে সেদিন ব্যারিস্টার আহমেদ বিন কাসেম সম্পর্কে চ্যানেল ৪ নিউজের রিপোর্টার অ্যালেক্স থমসন প্রশ্ন করেছিলেন এবং থমসনের সঙ্গে উত্তপ্ত বিতর্কের পর টিউলিপ সিদ্দিক গর্ভবতী চ্যানেল ৪-এর প্রযোজক ডেইজি এইলিফের উদ্দেশ্যে সন্তান জন্মদান সম্পর্কে মন্তব্য করেন।

জানা যায়, উক্ত ঘটনার জন্য টুইটারে এক বিবৃতিতে টিউলিপ সিদ্দিক চ্যানেল ৪-এর প্রযোজকের কাছে নিঃশর্ত ক্ষমা চান।

সুতরাং, ২০১৭ সালের ভিন্ন ইস্যুুতে টিউলিপ সিদ্দিকের করা ‘আমি বাংলাদেশি নই’ মন্তব্য সাম্প্রতিক দাবিতে প্রচার করা হচ্ছে; যা বিভ্রান্তিকর।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img