সম্প্রতি “Nothing গাড়ী coming soon” শীর্ষক শিরোনামে একটি তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হচ্ছে।

ফেসবুকে ছড়িয়ে পড়া এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে।
পোস্টগুলোর আর্কাইভ ভার্সন দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, নাথিং বা অন্য কোম্পানির এমন গাড়ি বাজারে আসার দাবিটি সত্য নয় বরং এটি প্রদর্শনীতে দেখানো একটি মকআপ গাড়ি।
কিওয়ার্ড সার্চের মাধ্যমে লন্ডনভিত্তিক প্রযুক্তি কোম্পানি Nothing এর ওয়েবসাইটে গিয়ে দেখা যায়, প্রতিষ্ঠানটি মোবাইল, এয়ারফোন ও আনুষঙ্গিক যন্ত্রাংশ উৎপাদন ও বিক্রি করে থাকে। ওয়েবসাইটটি ঘুরে গাড়ি নির্মাণ বা বাজারজাতকরণ সম্পর্কিত কোনো তথ্য পাওয়া যায়নি। তাছাড়া আন্তর্জাতিক কোনো সংবাদমাধ্যমেও এ সংক্রান্ত কোনো খবর খুঁজে পাওয়া যায়নি। Nothing কোম্পানি চলতি বছরই তাদের প্রথম শোরুম উদ্বোধন করতে যাচ্ছে বলে জানানো হয়েছে তাদের সর্বশেষ সংবাদ বিজ্ঞপ্তিতে।

পরবর্তীতে, রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে যুক্তরাষ্ট্রভিত্তিক ইমেজ শেয়ারিং ওয়েবসাইট ‘Getty Images’ এ “The IAA Frankfurt Motor Show Preview Day 2” শিরোনামে প্রকাশিত ২০১৫ সালের ১৬ সেপ্টেম্বর তোলা একটি গাড়ির কিছু ছবি খুঁজে পাওয়া যায়। আলোচিত গাড়িটির সাথে উক্ত গাড়ির ছবিগুলোর মিল খুঁজে পাওয়া যায়।

ছবিগুলোর ক্যাপশনে লেখা রয়েছে, ” জার্মানির ফ্রাঙ্কফুর্টে IAA Frankfurt Motor Show-তে ZF Friedrichshafen AG কোম্পানী প্রদর্শনী স্ট্যান্ডে একটি স্বচ্ছ নিরাপত্তা প্রদর্শন গাড়ি প্রদর্শন করে। ১৫ সেপ্টেম্বর শুরু হওয়া ফ্রাঙ্কফুর্ট ইন্টারন্যাশনাল মোটর শোতে প্রায় এক মিলিয়ন দর্শক ৩৩টি ফুটবল মাঠের সমতুল্য স্থানটিতে ১০০০ টিরও বেশি প্রদর্শকদের কাছ থেকে সর্বশেষ যানবাহন এবং মোটরিং প্রযুক্তি দেখার আশা করা হচ্ছে৷”
অর্থাৎ, গেটি ইমেজ গাড়িটিকে ‘স্বচ্ছ নিরাপত্তা প্রদর্শন গাড়ি’ হিসেবে উল্লেখ করেছে।
গেটি ইমেজের দেওয়া তথ্যের সূত্র ধরে জার্মানভিত্তিক বৈশ্বিক প্রযুক্তি পণ্য উৎপাদন ও সরবারহকারী প্রতিষ্ঠান ‘ZF’ এর ওয়েবসাইটে গিয়ে জানা যায়, প্রতিষ্ঠানটি গাড়ি উৎপাদন করে না। বরং প্রতিষ্ঠিত ও নতুন গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানের জন্য যাত্রীবাহী গাড়ি, বাণিজ্যিক যানবাহন এবং শিল্প প্রযুক্তির জন্য প্রযুক্তি পণ্য এবং সফটওয়্যার সমাধান সরবরাহ করে।

পরবর্তীতে পাকিস্তানভিত্তিক ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠান ‘Soch Fact Check’ এর ওয়েবসাইটে “Posts falsely claim photo shows world’s first transparent car made by Germany” শিরোনামে গত ১৭ জানুয়ারী প্রকাশিত একটি ফ্যাক্টচেক প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।
পাকিস্তানে ‘জার্মানীতে বিশ্বের প্রথম ট্রান্সপারেন্ট কার উৎপাদন করা হয়েছে’ দাবিতে আলোচিত ছবিটি ব্যবহার করে অসংখ্য পোস্ট ছড়িয়ে পড়ার প্রেক্ষিতে Soch Fact Check কর্তৃপক্ষ ZF এর করপোরেট নিউজ রিলেশন কর্মকর্তা ড. জোসেন মায়ারের সাথে যোগাযোগ করে। তিনি জানান, “এটি শুধুমাত্র একটি মক-আপ যা ZF-এর পোর্টফোলিওর বাইরে গাড়ির বিভিন্ন উপাদান দেখায় কারণ এই অংশগুলো সাধারণত অদৃশ্য, অটোবডি দ্বারা লুকানো থাকে। এই মক-আপ আমাদের তাদের জনসাধারণের সামনে উপস্থাপন করার সুযোগ দেয়। একটি সরবরাহকারী সংস্থা হিসাবে, আমরা গাড়ি তৈরি বা বিক্রি করি না (এবং আমরা আমাদের অতীতেও করিনি)।”

এ বিষয়ে জানতে ড. জোসেন মায়ারের সাথে যোগাযোগের চেষ্টা করে রিউমর স্ক্যানার টিম। তবে তিনি ছুটিতে থাকায় তার মন্তব্য পাওয়া যায়নি।
মূলত, ২০১৫ সালে জার্মানীতে IAA Frankfurt Motor Show-তে বৈশ্বিক প্রযুক্তি পণ্য উৎপাদন ও সরবারহকারী প্রতিষ্ঠান ZF Friedrichshafen AG একটি মকআপ গাড়ি প্রদর্শন করে। ZF কর্তৃপক্ষ বলেছে, “এই মক-আপটি গাড়ির বিভিন্ন উপাদান দেখায় কারণ এই অংশগুলো সাধারণত অদৃশ্য, অটোবডি দ্বারা লুকানো থাকে। এই মক-আপ আমাদের তাদের জনসাধারণের সামনে উপস্থাপন করার সুযোগ দেয়। একটি সরবরাহকারী সংস্থা হিসাবে, আমরা গাড়ি তৈরি বা বিক্রি করি না।” অর্থাৎ, এটি কোনো আসল গাড়ি নয় এবং কোনো গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানও তৈরি করেনি। কিন্তু সম্প্রতি ফেসবুকে মকআপ গাড়ির এই ছবিকে nothing এর গাড়ি আসছে দাবি করে প্রচার করা হচ্ছে। ‘নাথিং’ মূলত মোবাইল ও আনুষঙ্গিক যন্ত্রাংশ নির্মাণকারী প্রতিষ্ঠান। সাম্প্রতিক সময়ে তাদের পক্ষ থেকে কোনো গাড়ি বাজারে আনার ঘোষণা আসেনি।
প্রসঙ্গত, গত জুলাইয়ে বাজারে নাথিং কোম্পানীর প্রথম মোবাইল ফোন। নাথিং ফোনের ব্যাক প্যানেলে ট্রান্সপারেন্ট এলইডি লাইটিংয়ের ডিজাইন দিয়েই আকর্ষণ তৈরি করেছে প্রতিষ্ঠানটি। ফোনটির বক্সে অন্যান্য ফোনের মতো চার্জিং ক্যাবল, সিম ট্রে ইজেক্টর, ইউজার ম্যানুয়ালের মতো আনুষঙ্গিক জিনিস দেওয়া হলেও নাথিং দেয়নি কোনো চার্জার।
সুতরাং, প্রদর্শনীতে দেখানো একটি মকআপ গাড়িকে বাজারে আসার দাবিতে প্রচার করা হচ্ছে যা বিভ্রান্তিকর।
তথ্যসূত্র
- Nothing: ওয়েবসাইট
- Getty Images: The IAA Frankfurt Motor Show Preview Day 2
- Soch Fact Check: Posts falsely claim photo shows world’s first transparent car made by Germany