ট্রেনে কাটা পড়ে মৃত তরুণীর ছবিকে হিন্দু তরুণীকে ধর্ষণের ঘটনা দাবিতে প্রচার 

সম্প্রতি, “এই হিন্দু মেয়েটি স্বরসতী পূজা থেকে ফেরার সময় তাঁকে তুলে নিয়ে ধর্ষন করে ঢাকা এয়ারপোর্ট সংলগ্ন এলাকায় ফেলে রেখে যায়। তাঁর সঙ্গে থাকা জাতীয় পরিচয় পত্রের তথ্য অনুযায়ী মেয়েটির বাড়ী কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর উপজেলার উছমানপুর ইউনিয়নে। মেয়েটির নাম “অংকিতা মজুমদার তৃষা’। ” শীর্ষক দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি নারীর ছবি প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)৷

উক্ত দাবিতে এক্সে (সাবেক টুইটার) প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ভাইরাল ছবিটি তরুণীকে ধর্ষণ করে ফেলে রেখে যাওয়ার কোনো ঘটনার নয়, বরং ১৯ জানুয়ারি রাজধানীর কাওলা রেলগেটে ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে এই তরুণীর মৃত্যু হয়। তার নাম অংকিতা মজুমদার তৃষা। 

অনুসন্ধানের শুরুতে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে ‘Noyon Chatterjee’ ফেসবুক অ্যাকাউন্টে  গত ১৯ জানুয়ারি ‘ঘন্টাখানেক পূর্বে এয়ারপোর্ট সংলগ্ন কাওলা রেলগেট এলাকায় একজন বোন রেললাইন পারাপারের সময় ট্রেনের ধাক্কায়  মৃত্যুবরণ করেছেন। মেয়েটির বাড়ী কুলিয়ারচর উসমানপুর ইউনিয়নে। মেয়েটির ভোটার আইডি কার্ড নাম অনুযায়ী অংকিতা মজুমদার তৃষা। আপনাদের কারো পরিচিত হলে দ্রুত যোগাযোগ করার অনুরোধ রইলো স্পটের স্থানে।’ শীর্ষক ক্যাপশনে প্রকাশিত একটি পোস্ট খুঁজে পাওয়া যায়। উক্ত পোস্টের ছবির সাথে আলোচিত ছবির মিল রয়েছে। 

Comparison: Rumor Scanner

এছাড়া, একই দিনে একই তথ্য ও ছবি সম্বলিত আরও কয়েকটি ফেসবুক পোস্ট (,) খুঁজে পাওয়া যায়। 

উপরোক্ত পোস্টগুলো থেকে প্রাপ্ত তথ্যের সূত্র ধরে প্রাসঙ্গিক কি ওয়ার্ড সার্চের মাধ্যমে মূলধারার গণমাধ্যম বাংলা ট্রিবিউনের ওয়েবসাইটে গত ১৯ জানুয়ারি ‘রাজধানীতে ট্রেনে কাটা পড়ে দুই নারীর মৃত্যু’ শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।  

উক্ত প্রতিবেদনে ঢাকা রেলওয়ে থানার বিমানবন্দর ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. বজলুর রশিদকে উদ্ধৃত করে বলা হয়, ১৯ জানুয়ারি (রবিবার) সকালে কাওলা রেলগেট এলাকায় ঢাকা থেকে ছেড়ে যাওয়া সোনার বাংলা এক্সপ্রেসের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলে প্রাণ হারান অংকিতা মজুমদার। তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। তিনি আরও বলেন, অংকিতা ৬ বছর আগে হিন্দু থেকে ইসলাম ধর্ম গ্রহণ করে নয়ন ইসলামকে বিয়ে করেন। চাকরির সুবাদে তার স্বামী বিভিন্ন স্থানে অবস্থান করেন। কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার উসমানপুর গ্রামের মো. উজ্জ্বল মজুমদারের মেয়ে অংকিতা। স্বামী নয়ন ইসলাম। বর্তমানে উত্তরার ১৩ নম্বর সেক্টর ১৮ নম্বর রোডে ভাড়া বাসায় থাকতেন।

এছাড়া, একই ঘটনায় মূলধারার গণমাধ্যম ‘প্রথম আলো’ ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন থেকেও এই তরুণীর বিষয়ে একই তথ্য জানা যায়। 

তবে, গণমাধ্যমের প্রতিবেদনগুলোতে উক্ত তরুণীকে ধর্ষণ করা হয়েছে মর্মে কোনো তথ্যের উল্লেখ পাওয়া যায়নি।

সুতরাং, রাজধানীর কাওলা রেলগেটে ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে তরুণীর মৃত্যুর ঘটনায় তার মৃত দেহের ছবিকেহিন্দু তরুণীকে ধর্ষণ করে ফেলে রাখা হয়েছে দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা। 

তথ্যসূত্র 

আরও পড়ুন

spot_img