আজকের লং মার্চ স্থগিত হয়নি, গণমাধ্যমের নামে ভুয়া ফটোকার্ড 

সরকার পতনের এক দফা দাবিতে  বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আজ ০৫ আগস্ট ‘লং মার্চ টু ঢাকা’ কর্মসূচির ঘোষণা দিয়েছে। কর্মসূচী শুরুর পূর্বে সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি করা হচ্ছে লং মার্চ কর্মসূচী স্থগিত করা হয়েছে এবং আন্দোলনকারীরা সরকারের সাথে আলোচনায় বসতে রাজি হয়েছেন। এই দাবির পক্ষে ফেস দ্যা পিপল এবং দ্য ডেইলি ক্যাম্পাস এর আদলে তৈরি ফটোকার্ডও ব্যবহার করে প্রচার করা হচ্ছে।

উপদাবি ১: ফেস দ্য পিপলের নাম ও লোগো ব্যবহার করে ফেসবুক পোস্ট এখানে (আর্কাইভ)।

উপদাবি ২: দ্য ডেইলি ক্যাম্পাসের আদলে ফটোকার্ড তৈরি করে ফেসবুক পোস্ট এখানে (আর্কাইভ)।

ফ্যাক্ট

রিউমর স্ক্যানারের অনুসন্ধানে জানা যায়,  আজকের লং মার্চ কর্মসূচী স্থগিত করা হয়নি এবং দ্য ডেইলি ক্যাম্পাস ও ফেস দ্য পিপল এমন কোনো ফটোকার্ড বা সংবাদও প্রকাশ করেনি। এ বিষয়ে দ্য ডেইলি ক্যাম্পাসের ফেসবুক পেজ এবং ওয়েবসাইটে এমন কোনো তথ্য প্রকাশের প্রমাণ মেলেনি। গণমাধ্যমটি সকালে এক ফেসবুক পোস্টে জানিয়েছে, “আন্দোলন স্থগিত হয়নি, ফেসবুকে দ্যা ডেইলি ক্যাম্পাসের ছড়ানো ফটোকার্ডটি ভুয়া।” তাছাড়া, ফেস দ্য পিপলের উক্ত লোগো সম্বলিত ফেসবুক পেজে এমন কোনো ফটোকার্ড পাওয়া যায়নি। পরবর্তীতে ফেস দ্যা পিপলের প্রকাশক ও সম্পাদক সাইফুর সাগরের সাথে যোগাযোগ করলে তিনি রিউমর স্ক্যানার জানান, তারা এমন কোনো ফটোকার্ড প্রকাশ করেননি। এছাড়া উক্ত দাবিতে অন্য কোনো সংবাদমাধ্যম বা বিশ্বস্ত সূত্রেও খবর বা তথ্য পাওয়া যায়নি। আন্দোলনের সমন্বয়করাও আজকের কর্মসূচী বাস্তবায়নে ফেসবুকে সক্রিয় রয়েছেন। 

সুতরাং, আজকের লং মার্চ স্থগিত হয়েছে দাবিতে দুই গণমাধ্যমের আদলে তৈরি ফটোকার্ড ইন্টারনেটে প্রচার করা হয়েছে; যা সম্পূর্ণ মিথ্যা। 

বিঃদ্রঃ দেশের চলমান উদ্ভূত পরিস্থিতি বিবেচনায় প্রথাগত পদ্ধতির পরিবর্তে দ্রুততম সময়ে সংক্ষিপ্ত আকারে ফ্যাক্টচেক প্রকাশের উদ্যোগ হিসেবে এই ফ্যাক্টচেকটি প্রকাশিত হলো। 

তথ্যসূত্র

  • Statement from Face the People 
  • The Daily Campus: Facebook Post  
  • Rumor Scanner’s own analysis 
RS Team
Rumor Scanner Fact-Check Team
- Advertisment -spot_img
spot_img
spot_img