ট্রলার ডুবির পুরোনো ভিডিওকে সাম্প্রতিক ঘটনা দাবিতে প্রচার

সম্প্রতি, বঙ্গোপসাগরে ঝড়ের কবলে ট্রলার ডুবির মর্মান্তিক দৃশ্য দাবিতে একটি ভিডিও ইন্টারনেটে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, বঙ্গোপসাগরে ঝড়ের কবলে ট্রলার ডুবির মর্মান্তিক দৃশ্য দাবিতে প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক কোনো ঘটনার নয় বরং, ভিডিওটি অন্তত ২০২২ সালের আগস্ট থেকে ইন্টারনেটে পাওয়া যাচ্ছে।

এ বিষয়ে অনুসন্ধানে ‘Fish Market in Kuakata’ নামক ইউটিউব চ্যানেলে ২০২২ সালের ৩০ আগস্ট প্রকাশিত ‘বঙ্গোপসাগরে হারিয়ে গেলো কোটি টাকার সম্পদ|| ডুবে গেলো জয়দেব বাবুর ট্রলার|| ‪@fishmarketinkuakata4172‬’ শীর্ষক ক্যাপশনে একটি ভিডিও খুঁজে পাওয়া যায়।

ভিডিওটির ৭ মিনিট ১৩ সেকেন্ড অংশের ফ্রেমের সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর একটি ফ্রেমের সাদৃশ্য লক্ষ্য করা যায়।

এছাড়াও, ‘mahathe hasan’ নামের ইউটিউব চ্যানেলে ২০২২ সালের ৭ সেপ্টেম্বর আপলোডকৃত ‘জয়দেব বাবুর ট্রলার যে ভাবে সাগরে ডুবে যায়।’ শীর্ষক ক্যাপশনে উক্ত ঘটনার আরও একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। তবে, এই ভিডিওটি পূর্বের ভিডিও অনুযায়ী রিভার্স।

ভিডিওর বর্ণনায় উল্লেখ করা হয়, দুর্ঘটনার কবলে পড়া ট্রলারের মালিক হাতিয়ার জাহাজমারা আমতলি গ্রামের বাসিন্ধা লুৎফুল্লাহিল মজিব নিশান জানান, মঙ্গলবার ভোরে ট্রলারটি ঝড়ের কবলে পড়ে পটুয়াখালীর জেলার দক্ষিনে বঙ্গোপসাগরে ডুবে যায়। পরে পাশে থাকা একটি ট্রলার চার জেলেকে উদ্ধার করে পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার মহিপুর নিয়ে আসে। উদ্ধার হওয়া জেলেরা মঙ্গলবার বিকেলে মোবাইলে এই সংবাদ জানান তাকে।

দূর্যোগপূর্ণ আবহাওয়ায় সাগর উত্তাল থাকায় ট্রলার ও নিখোঁজ জেলেদের উদ্ধারে চেষ্টা করা যাচ্ছে না।

তিনি আরও জানান, ট্রলারটি জাহাজমারা আমতলী ঘাট থেকে গত এক সপ্তাহ আগে ১৭ মাঝি মাল্লা নিয়ে সাগরে মাছ শিকারে যায়। ট্রলারে থাকা সকল মাঝি মাল্লার বাড়ি হাতিয়ার উপজেলার বিভিন্ন ইউনিয়নে। নিখোঁজ জেলেদের মধ্যে একজন মো. সোহেল (২২) উপজেলার জাহাজমারা আমতলী গ্রামের এনায়েত মাঝির ছেলে।

জাতীয় দৈনিক ইত্তেফাক এর ওয়েবসাইটে ২০২২ সালের ৯ আগস্ট প্রকাশিত ‘বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলার ডুবি, ১৩ জেলে নিখোঁজ’ শীর্ষক শিরোনামে একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।

প্রতিবেনেও বলা হয়, নোয়াখালী হাতিয়ায় বঙ্গোপসাগরে মাছধরার ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এতে চার জেলে জীবিত উদ্ধার হলেও নিখোঁজ রয়েছে ১৩ জন। মঙ্গলবার (৯ আগস্ট) ভোরে ট্রলারটি ঝড়ের কবলে পড়ে পটুয়াখালী জেলার দক্ষিণে বঙ্গোপসাগরে ডুবে যায়। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন, হাতিয়া থানার ওসি (তদন্ত) কাঞ্চন কান্তি দাস।

এছাড়া, আরেক গণমাধ্যম ঢাকা প্রকাশ এর ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনেও উল্লেখ করা হয়, নোয়াখালী হাতিয়ার বঙ্গোপসাগরে মাছধরা ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এতে চার জেলে জীবিত উদ্ধার হলেও এখনও নিখোঁজ রয়েছেন ১১ জন। মঙ্গলবার (৯ আগস্ট) দুপুরে জীবিত উদ্ধার হওয়া জেলেরা এ তথ্য নিশ্চিত করেন।

দুর্ঘটনার কবলে পড়া ট্রলারের মালিক হাতিয়ার জাহাজমারা আমতলি গ্রামের বাসিন্দা লুৎফুল্লাহিল মজিব নিশান জানান, মঙ্গলবার ভোরে ট্রলারটি ঝড়ের কবলে পড়ে পটুয়াখালীর জেলার দক্ষিণে বঙ্গোপসাগরে ডুবে যায়। পরে পাশে থাকা একটি ট্রলার চার জেলেকে উদ্ধার করে পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার মহিপুরে নিয়ে আসে।

তবে, ভিডিওটি প্রতিবেদনে উল্লিখিত ট্রলার ডুবে যাওয়ার ঘটনা কিনা নিশ্চিত হওয়া না গেলেও এটা নিশ্চিত যে এটি সাম্প্রতিক কোনো ঘটনার নয়।

সুতরাং, ট্রলার ডুবে যাওয়ার পুরোনো ভিডিও সাম্প্রতিক দাবিতে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img