পুলিশের সামনে নৃশংস হত্যার এই ভিডিওটি ২০২২ সালের 

সম্প্রতি, #StepDownYounus #OnceAgainSheikhHasina হ্যাশট্যাগ ব্যবহার করে ময়মনসিংহে গত ১০ মার্চ পুলিশের সামনে একজনকে হত্য করা হয়েছে দাবিতে একটি ভিডিও ইন্টারনেটে প্রচার করা হয়েছে।

ভিডিওটিতে দেখা যায়, পুলিশ ও অনেক মানুষের উপস্থিতিতে একজন ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করছে কয়েকজন।

উক্ত দাবিতে এক্সে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

এছাড়াও, পুলিশের সামনে ১০ মার্চ ২০২৫ এর দৃশ্য দাবিতে ফেসবুকেও আলোচিত ভিডিওটি প্রচার করা হয়েছে। এরূপ দাবিতে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয় । প্রকৃতপক্ষে, শেরপুর জেলার শ্রীবরদী উপজেলায় ২০২২ সালের মার্চে পুলিশ ও অনেক মানুষের উপস্থিতিতে ধারালো অস্ত্র দিয়ে শেখবর আলী না‌মে ব্যক্তিকে কুপিয়ে হত্যার ঘটনার ভিডিও এটি। বর্তমানে ভিডিওটি সাম্প্রতিক ঘটনা দাবিতে প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে ডেইলি সোনারগাঁ নামের একটি ফেসবুক পেজে ২০২২ সালের ১১ এপ্রিল উক্ত ঘটনার একটি দীর্ঘ ভিডিও খুঁজে পাওয়া যায়। ভিডিওটির ঘটনার সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর মিল খুঁজে পাওয়া যায়।

Comparison: Rumor Scanner

ভিডিওটির ক্যাপশন থেকে জানা যায়, শেরপুরের শ্রীবরদী উপজেলার রানিশিমুল ইউনিয়নের হালুয়াহাটি এলাকায় জমিসংক্রান্ত বিরোধের জেরে শেখবর আলী (৪৫) নামের এক কাঠমিস্ত্রিকে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষ। হত্যাকাণ্ডটি ঘটে ২০২২ সালের ২৩ মার্চ। ঘটনাটি ঘটে পুলিশের সামনেই।

মূল ধারার সংবাদমাধ্যম বাংলা ট্রিবিউন এর ওয়েবসাইটে ২০২২ সালের ১১ এপ্রিল প্রকাশিত ‘পুলিশের উপস্থিতিতে ‘হত্যা’, ভাইরাল ভিডিও নিয়ে তোলপাড়’ শীর্ষক শিরোনামে একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।

প্রতিবেদন থেকে জানা যায়, শেরপুরের শ্রীবরদী উপজেলার প‌শ্চিম হালুয়াহা‌টি এলাকায় ২০২২ সালের ২৩ মার্চ জমি সংক্রান্ত বিরোধের জেরে পুলিশের উপস্থিতিতে ধারালো অস্ত্রের আঘাতে শেখবর আলী না‌মে এক ব্যক্তিকে হত্যার ঘটনার ভিডিও এটি।

প্রতিবেদনটিতে জানানো হয়,  শনিবার ( ২০২২ সালের ৯ এপ্রিল) সিরাজুল নামে এক ফেসবুক আইডি থেকে ওই ঘটনার ভিডিও পোস্ট করা হয়। মুহূর্তের মধ্যেই তা ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, একজন পুলিশ কর্মকর্তাসহ তিন জন পুলিশ সদস্য ও প্রায় অর্ধশত মানুষের উপস্থিতিতে কয়েকজন নারী-পুরুষ লাঠি ও ধারালো অস্ত্র নিয়ে শেখবর আলীর ওপর হামলা চালায়। আঘাতে মুহূর্তেই তিনি মাটিতে লুটিয়ে পড়েন। ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি। 

এছাড়াও, যুগান্তর, চ্যানেল২৪ এবং বিবিসি নিউজ বাংলায় সেই সময় প্রকাশিত সংবাদ থেকেও জানা যায় ঘটনাটি ২০২২ সালের। 

অর্থাৎ, অন্তর্বর্তী সরকারের সময়ের দৃশ্য দাবি করে সরকারের প্রধান ড. ইউনূসের পদত্যাগ চেয়ে যে ভিডিও প্রচার হচ্ছে তা আদতে বিগত আওয়ামী লীগ সরকারের সময়ের।

সুতরাং, শেরপুরে পুলিশের সামনেই এক ব্যক্তিকে হত্যার ২০২২ সালের ভিডিওকে ময়মনসিংহের সাম্প্রতিক ঘটনা দাবিতে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img