সম্প্রতি “বাংলাদেশ ও পারে যদি ইচ্ছে করে, লোকেশনঃ রংপুর হারাগাছ” শীর্ষক শিরোনামে একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
ভাইরাল কিছু ফেসবুক পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, আলোচ্য ছবিটি বাংলাদেশের রংপুর বিভাগের হারাগাছ নামক স্থানের নয় বরং ছবিটি ইন্দোনেশিয়ার বালি দ্বীপের একটি রিসোর্টের।
রিভার্স ইমেজ সার্চ পদ্ধতি ব্যবহার করে একাধিক ওয়েবসাইটে ছবিটি খুঁজে পাওয়া যায় এবং ওয়েবসাইট গুলোতে ছবিটির স্থান Bamboo Tunnel, Bali উল্লেখ করা রয়েছে।
মূলত, আলোচ্য ছবিটি W Bali নামক একটি রিসোর্টের প্রবেশপথের এবং রিসোর্টটি ইন্দোনেশিয়ার বালি দ্বীপের Seminyak সৈকতে অবস্থিত।


এছাড়া, Google Map এবং রিসোর্টটির ওয়েবসাইটের সহায়তায় আলোচ্য ছবিটি যে W Bali রিসোর্টের প্রবেশপথের সে বিষয়ে নিশ্চিত হয়েছে রিউমর স্ক্যানার টিম।
অর্থাৎ, ইন্দোনেশিয়ার বালি দ্বীপে অবস্থিত একটি রিসোর্টের প্রবেশপথের ছবিকে বাংলাদেশের রংপুর বিভাগের ছবি দাবিতে সামাজিক মাধ্যমে প্রচার করা হচ্ছে যা সম্পূর্ণ মিথ্যা এবং গুজব।
[su_box title=”True or False” box_color=”#f30404″ radius=”0″]
- Claim Review: বাংলাদেশ ও পারে যদি ইচ্ছে করে লোকেশন রংপুর হারাগাছ
- Claimed By: Facebook Posts
- Fact Check: False
[/su_box]