সম্প্রতি, জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি-১ শাখার নভেম্বর ৭, ২০২৪ তারিখে ১৪১ নং স্মারকে বিভিন্ন সংস্থার চাকুরীতে মাস্টার রোলের কর্মচারীদের চাকুরী/কর্মে সাময়িকভাবে অব্যহতির একটি প্রজ্ঞাপনের ছবি সামাজিক মাধ্যমে প্রচার হতে দেখেছে রিউমর স্ক্যানার।
উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত প্রজ্ঞাপনদেখুন- , এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), দেখুন (আর্কাইভ)।
উক্ত দাবিতে সমজাতীয় ফেসবুক পোস্ট দেখুন- এখানে (আর্কাইভ)
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের চাকুরীতে মাস্টার রোলের কর্মচারীদের চাকুরি/কর্মে সাময়িকভাবে অব্যহতি দাবিতে প্রচারিত প্রজ্ঞাপনটি বানোয়াট। বরং, জনপ্রশাসন মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিজ্ঞপ্তিকে ভুয়া হিসেবে চিহ্নিত করা হয়েছে।।
দাবিটির বিষয়ে অনুসন্ধানে মূলধারার কোনো গণমাধ্যম বা বিশ্বস্ত কোনো সূত্রে আলোচিত দাবির সপক্ষে কোনো তথ্য পাওয়া যায়নি।
তবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওয়েবসাইট পর্যবেক্ষণ করে আলোচিত দাবির বিষয়ে একটি সংবাদ বিজ্ঞপ্তি পাওয়া যায়।
সংবাদ বিজ্ঞপ্তিটিতে বলা হয়, ‘বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি-১ শাখার নভেম্বর ৭, ২০২৪ তারিখে ১৪১ নং স্মারকে বিভিন্ন সংস্থার চাকুরীতে মাস্টার রোলের কর্মচারীদের চাকুরী/কর্মে সাময়িকভাবে অব্যহতির প্রজ্ঞাপনটি ভুয়া। সুতরাং, এ বিষয়ে বিভ্রান্ত না হওয়ার পরামর্শ দেওয়া হলো।’
সুতরাং, বিভিন্ন সংস্থার চাকুরীতে মাস্টার রোলের কর্মচারীদের চাকুরী/কর্মে সাময়িকভাবে অব্যহতি দেওয়া হয়েছে দাবিতে একটি প্রজ্ঞাপনের ছবি সামাজিক মাধ্যমে প্রচার করা হয়েছে; যা সম্পূর্ণ ভুয়া ও বানোয়াট।
তথ্যসূত্র
- জনপ্রশাসন মন্ত্রণালয়: নোটিশ
- Rumor Scanner’s Own Analysis