ভারতে হাত প্রতিস্থাপনের এই ঘটনা দিল্লীতে প্রথম, পুরো ভারতে নয় 

গত ০৬ মার্চ , ভারতের নয়াদিল্লির একদল চিকিৎসক একটি দুর্ঘটনায় দুই হাত হারানো এক ব্যক্তির শরীরে নারীর হাত প্রতিস্থাপন করেন। হাত প্রতিস্থাপনের এই ঘটনা ভারতের ইতিহাসে প্রথম বলে দেশের কতিপয় গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়।

হাত প্রতিস্থাপনের

উক্ত দাবিতে প্রচারিত গণমাধ্যমের প্রতিবেদন দেখুন কালবেলা, জনকণ্ঠ, ভোরের কাগজ। 

একই দাবিতে ফেসবুকের কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, সম্প্রতি ভারতে যে হাত প্রতিস্থাপনের ঘটনা ঘটেছে তা দেশটির ইতিহাসে প্রথম নয় বরং পূর্বেও একাধিকবার ভারতে হাত প্রতিস্থাপনের ঘটনা ঘটেছে। তবে দিল্লীতে এটাই প্রথম ঘটনা। 

আলোচিত দাবিটি উল্লেখ করে দেশের যে সকল গণমাধ্যম সংবাদ প্রকাশ করেছে তার সবক’টির সূত্রই ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি। আমরা তাই শুরুতে এনডিটিভির এ সংক্রান্ত সংবাদটির খুঁজে বের করেছি। গত ০৬ মার্চ সংবাদমাধ্যমটি ‘Delhi Painter Gets Hands Back As Organ Donation Meets Surgical Excellence’ শিরোনামে এই সংবাদটি প্রকাশ করে। তবে এই সংবাদে স্পষ্ট করেই বলা আছে, এমন ঘটনা দিল্লীতে প্রথম। তাছাড়া, ভারতে এই ঘটনা প্রথম শীর্ষক কোনো তথ্য এই সংবাদে উল্লেখ পাওয়া যায়নি। 

আমাদের অনুসন্ধানে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল লাইব্রেরি অব মেডিসিনের ওয়েবসাইটে ২০১৭ সালে “First two bilateral hand transplantations in India (Part 1): From vision to reality” শীর্ষক শিরোনামের একটি গবেষণাপত্র খুঁজে পাওয়া যায়।

ইন্ডিয়ান জার্নাল অব প্লাস্টিক সার্জারি জার্নালে প্রকাশিত সে গবেষণাপত্র থেকে জানা যায়, ২০১৫ সালের জানুয়ারি মাসে ভারতের অমৃতা ইন্সটিটিউটে প্রথম হাত প্রতিস্থাপন করা হয়।

এই তথ্যের সূত্র ধরে ভারতের কোচির অমৃতা হাসপাতালের ওয়েবসাইটে  Composite Tissue Allotransplantation বিভাগের একটি ওয়েবপেজ খুঁজে পাওয়া যায়।

Source: Amrita Hospital 

উক্ত ওয়েবপেজ থেকে জানা যায় যে, ২০১৫ সালের ১৩ জানুয়ারি অমৃতা ইনস্টিটিউটের কম্পোজিট টিস্যু অ্যালোট্রান্সপ্লান্ট টিমের সদস্যরা ভারতে প্রথমবারের মতো হাত প্রতিস্থাপনের কাজ করেন। একই বছরের এপ্রিল মাসে দ্বিতীয়বার হাত প্রতিস্থাপন করে অমৃতা ইনস্টিটিউটের চিকিৎসকদল।

এরপর একাধিকবারই ভারতে হাত প্রতিস্থাপনে ঘটনা ঘটেছে। এর মধ্যে ২০২২ সালে পূর্ব ভারতে প্রথম হাত প্রতিস্থাপন করা হয় দেশটির কলকাতা শহরে। 

মূলত, সম্প্রতি ভারতের দিল্লিতে  প্রথম হাত প্রতিস্থাপনের কাজ সম্পন্ন করেন চিকিৎসকরা। এ ঘটনাকেই ভারতের প্রথম হাত প্রতিস্থাপনের ঘটনা দাবিতে ইন্টারনেটে প্রচার করা হয়েছে। তবে রিউমর স্ক্যানারের অনুসন্ধানে জানা যাচ্ছে, ভারতের প্রথম হাত প্রতিস্থাপন করা হয় দেশটির কোচিতে, ২০১৫ সালে। এরপর একাধিকবারই দেশটিতে হাত প্রতিস্থাপনের ঘটনা ঘটেছে।  

সুতরাং, সম্প্রতি দিল্লিতে প্রথম হাত প্রতিস্থাপনের ঘটনাকে ভারতের প্রথম হাত প্রতিস্থাপনের ঘটনা দাবিতে ইন্টারনেটে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর। 

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img