সিরাজগঞ্জের হাটিকুমরুল থেকে রংপুরের বুড়িমারী পর্যন্ত ১৯০.৪০ কিলোমিটার সড়ক চার লেনে উন্নীতকরণ প্রকল্পের একটি অংশ হচ্ছে সিরাজগঞ্জ ইন্টারচেঞ্জ বা হাটিকুমরুল ইন্টারচেঞ্জ। চলমান এই প্রকল্পের সিরাজগঞ্জ ইন্টারচেঞ্জের ডিজাইনের ছবি দাবিতে সম্প্রতি একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।
উক্ত দাবিতে ফেসবুকের কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আলোচিত ছবিটি সিরাজগঞ্জ ইন্টারচেঞ্জের ডিজাইন নয় বরং চীনের বিনহাই ইন্টারচেঞ্জ নামের একটি এক্সপ্রেসওয়ের ছবিকে উক্ত দাবিতে প্রচার করা হয়েছে।
ছবিটির বিষয়ে অনুসন্ধানে শুরুতে রিভার্স ইমেজ সার্চ করে ছবি শেয়ারিং এবং স্টোরেজ সংক্রান্ত আন্তর্জাতিক প্রতিষ্ঠান গেটি ইমেজেসের ওয়েবসাইটে একই ছবি খুঁজে পাওয়া যায়।
চলতি বছরের ৩১ জানুয়ারি তোলা এই ছবিটির বিষয়ে গেটি ইমেজেস জানাচ্ছে, চীনের ঝেজিয়াং প্রদেশে অবস্থিত এশিয়ার বৃহত্তম মেরিটাইম এক্সপ্রেসওয়ে ইন্টারচেঞ্জের দৃশ্য এটি।
চায়না রেলওয়ে কনস্ট্রাকশন কর্পোরেশন সূত্রে জানা যায়, গত ১৯ জানুয়ারি বিনহাই ইন্টারচেঞ্জ নামের এই এক্সপ্রেসওয়েটির নিংবো সেকশনটি চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।
অর্থাৎ, আলোচিত ছবিটি বাংলাদেশের নয়, চীনের।
অনুসন্ধানে জানা যায়, সিরাজগঞ্জ ইন্টারচেঞ্জ বা হাটিকুমরুল ইন্টারচেঞ্জ প্রকল্পের মূল অর্থায়নে রয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। ব্যাংকের ওয়েবসাইটে পাওয়া এ সংক্রান্ত এক রিপোর্টে আলোচিত ইন্টারচেঞ্জটির একটি ডিজাইন পাওয়া যায় যার সাথে প্রচারিত ছবিটির কোনো মিল পরিলক্ষিত হয়নি।
মূলত, চলমান সিরাজগঞ্জ ইন্টারচেঞ্জ প্রকল্পের ডিজাইনের ছবি দাবিতে সম্প্রতি একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। তবে রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যাচ্ছে, এটি চীনের বিনহাই ইন্টারচেঞ্জ নামের একটি এক্সপ্রেসওয়ের ছবি। অন্যদিকে, সিরাজগঞ্জ ইন্টারচেঞ্জের ডিজাইনের সাথেও এই ছবির কোনো মিল পাওয়া যায়নি।
সুতরাং, সিরাজগঞ্জ ইন্টারচেঞ্জের ডিজাইনের ছবি দাবিতে চীনের এক্সপ্রেসওয়ের ছবি ফেসবুকে প্রচার করা হয়েছে; যা সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- Getty Images: Asia’s Largest Maritime Transport Hub in Ningbo
- ADB: Report
- Rumor Scanner’s own analysis