গাজা ও লেবাননে ইসরায়েলের হামলার জবাবে ১ অক্টোবর ইসরায়েলে বিভিন্ন সামরিক লক্ষ্যবস্তুতে ১৮০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এরই প্রেক্ষিতে, ‘হাজার হাজার ইসরায়েলি তেল আবিব থেকে পালিয়ে ইউরোপে তাদের বাড়িতে ফিরে যাচ্ছে’ শীর্ষক দাবিতে বিমানবন্দরে অপেক্ষারত মানুষের ভিড়ের একটি ভিডিও সামাজিক মাধ্যমে প্রচার করা হয়েছে।
ভিডিওর ক্যাপশনে যা দাবি করা হচ্ছে,
’হাজার হাজার ইসরায়েলি তেল আবিব থেকে পালিয়ে ইউরোপে তাদের বাড়িতে ফিরে যাচ্ছে। যারা নেতানিয়াহুর আশ্বাসে কয়েকবছর আগেই তাদের ঘরবাড়ি ছেড়ে ফিলিস্তিনিদের ঘর দখল করে থাকতে এসেছিল, তারা আবার পরিস্থিতি খারাপ দেখে পালাচ্ছে।’
উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন- এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, হাজার হাজার ইসরায়েলি তেল আবিব থেকে পালিয়ে ইউরোপে তাদের বাড়িতে ফিরে যাচ্ছে দাবিতে প্রচারিত ভিডিওটি ইসরায়েলের কোনো বিমানবন্দরের নয়। বরং, এটি গ্রীসের রাজধানী এথেন্স বিমানবন্দরের।
অনুসন্ধানের শুরুতে আলোচিত ভিডিওটি পর্যবেক্ষণ করে রিউমর স্ক্যানার। পর্যবেক্ষণে ভিডিওটিতে ‘Athens’ লেখা দেখতে পাওয়া যায়। এথেন্স গ্রিসের রাজধানী। এই সূত্র ধরে কি-ওয়ার্ড সার্চ করে ‘Yahoo News UK’ এর ওয়েবসাইটে গত ০৩ অক্টোবর Greece holidays at risk due to ‘brutal’ change ‘set to begin in two weeks’ শীর্ষক শিরোনামে প্রকাশিত প্রতিবেদনের ফিচার ইমেজের সাথে আলোচিত দাবিতে প্রচারিত স্থানের সাদৃশ্য লক্ষ্য করা যায়।
পরবর্তীতে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে ‘Mehr News Agency’ এর ওয়েবসাইটে গত ৩০ সেপ্টেম্বর ‘VIDEO: Israeli passengers wander off at Athens airport’ শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি ভিডিও পাওয়া যায়। এই ভিডিওর স্থানের সাথেও আলোচিত ভিডিওর স্থানের মিল রয়েছে। ভিডিওটির ক্যাপশন থেকে জানা যায়, নিরাপত্তা পরিস্থিতির কারণে তেল আবিবগামী ফ্লাইট বাতিল হওয়ায় এথেন্স বিমানবন্দরে আটকা পড়েছেন কয়েক ডজন ইসরায়েলি যাত্রী। এই ভিডিওটিতেও একই স্থানের ‘Athens’ লেখাটি দেখতে পাওয়া যায়।
অর্থাৎ, এটা নিশ্চিত যে আলেচিত দাবিতে প্রচারিত ভিডিওটি ইসরায়েলের কোনো বিমানবন্দরের নয়। তবে, আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটি কোন সময়ের তা নিশ্চিতভাবে জানা যায়নি।
সুতরাং, গ্রিসের এথেন্স বিমানবন্দরের ভিডিওকে ইসরায়েলের বিমানবন্দরের ভিডিও বলে হাজার হাজার ইসরায়েলি তেল আবিব থেকে পালিয়ে ইউরোপে তাদের বাড়িতে ফিরে যাচ্ছে দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।
তথ্যসূত্র
- Yahoo News UK: Greece holidays at risk due to ‘brutal’ change ‘set to begin in two weeks’
- Mehr News Agency: VIDEO: Israeli passengers wander off at Athens airport
- Rumor Scanner’s Own Analysis