ড. আসিফ নজরুল ও আজমেরী হক বাঁধনের এই ছবিটি সম্পাদিত

সম্প্রতি, অন্তর্বর্তীকালীন সরকারের আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল এর সাথে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হতে দেখেছে রিউমর স্ক্যানার।

উক্ত দাবিতে প্রচারিত পোস্ট দেখুন- এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আসিফ নজরুলের সাথে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ঘনিষ্ঠ মুহূর্তের এই ছবিটি বাস্তব বা আসল নয় বরং, প্রযুক্তির মাধ্যমে সালমান মুক্তাদির ও দিশা ইসলাম যুগলের ছবিতে আসিফ নজরুল ও বাঁধনের মুখমণ্ডল প্রতিস্থাপন করে আলোচিত ছবিটি তৈরি করা হয়েছে।

আলোচিত ছবিটির বিষয়ে অনুসন্ধানে ড. আসিফ নজরুলের ফেসবুক পেজ ও অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ফেসবুক পেজ পর্যবেক্ষণ করে কথিত ছবিটি খুঁজে পাওয়া যায়নি।

পরবর্তীতে, ছবিটি রিভার্স সার্চ করে ইউটিউবার ও অভিনেতা সালমান মুক্তাদিরের ফেসবুক পেজে ২০২৩ সালের ০৫ সেপ্টেম্বর আপলোডকৃত সালমান মুক্তাদির ও তার স্ত্রী দিশা ইসলামের একটি ছবির সাথে আলোচিত দাবিতে প্রচারিত ছবির সাদৃশ্য লক্ষ্য করা যায়। উক্ত ছবিতে থাকা সালমান মুক্তাদির ও দিশা ইসলামের মুখমণ্ডলের অংশ ব্যতীত ছবির ব্যাকগ্রাউন্ড এর সাথে আলোচিত ছবিটির মিল পাওয়া যায়। 

Comparison: Rumor Scanner

অর্থাৎ, সালমান মুক্তাদির ও দিশা ইসলামের এই ছবির ফ্রেম সামান্য ক্রপ করে এবং প্রযুক্তির সাহায্যে আসিফ নজরুল ও অভিনেত্রী আজমেরী হক বাঁধনের মুখমণ্ডল প্রতিস্থাপন করে আলোচিত ছবিটি তৈরি করা হয়েছে।

উল্লেখ্য, ছবি বিকৃতির জন্য ফেস সোয়াপিং (Face Swapping) নামে পরিচিত একটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি রয়েছে। এই প্রযুক্তির মাধ্যমে অত্যন্ত নিখুঁতভাবে একজন ব্যক্তির মুখমণ্ডল অন্য কারও শরীরের সঙ্গে প্রতিস্থাপন করা সম্ভব হয়। এটি এতটাই সূক্ষ্মভাবে করা যায় যে সাধারণ মানুষের পক্ষে আসল এবং বিকৃত ছবির মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব হয়ে দাঁড়ায়। বর্তমানে বিভিন্ন অ্যাপ এবং সফটওয়্যারের সাহায্যে খুব সহজেই এমন ভুয়া ছবি তৈরি করা সম্ভব।

অনুসন্ধানের স্বার্থে রিউমর স্ক্যানার বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম এবং এআই প্রযুক্তি ব্যবহার করে সালমান মুক্তাদির ও দিশা ইসলাম এর আসল ছবির ওপর আসিফ নজরুল ও অভিনেত্রী আজমেরী হক বাঁধনের মুখমণ্ডল প্রতিস্থাপনের চেষ্টা করেছে। এতে বিকৃত ছবির মতোই অনুরূপ ফলাফল পাওয়া গেছে।

সুতরাং, প্রযুক্তির সহায়তায় সালমান মুক্তাদির ও দিশা ইসলামের আসল ছবির ওপর আসিফ নজরুল ও অভিনেত্রী আজমেরী হক বাঁধনের মুখমণ্ডল বসিয়ে আলোচিত ছবিটি প্রচার করা হয়েছে; যা এডিটেড বা সম্পাদিত।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img