২০২৬ সালের এইচএসসির পাঠ্যসূচি প্রসঙ্গে প্রচারিত এই বিজ্ঞপ্তিটি সম্পাদিত

সম্প্রতি, ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড, বাংলাদেশ কর্তৃক প্রণীত ২০২৫ সালের সংক্ষিপ্ত সিলেবাসে অনুষ্ঠিত হবে দাবিতে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা এর চেয়ারম্যান প্রফেসর তপন কুমার সরকার এর স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তির ছবি ইন্টারনেটে প্রচার করা হচ্ছে। 

ফেসবুকে প্রচারিত কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ২০২৬ সালের এইচএসসি পরীক্ষা ২০২৫ সালের সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী অনুষ্ঠিত হবে শীর্ষক দাবিতে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির নামে প্রচারিত বিজ্ঞপ্তিটি আসল নয় বরং ২০২৪ সালের এইচএসসি পরীক্ষার পাঠ্যসূচী সংক্রান্ত বিজ্ঞপ্তিটি ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে সম্পাদনা করে উক্ত দাবির বিজ্ঞপ্তির ছবিটি তৈরি করা হয়েছে। 

অনুসন্ধানের শুরুতে আলোচিত দাবিতে প্রচারিত বিজ্ঞপ্তিটি পর্যবেক্ষণ করে রিউমর স্ক্যানার টিম। 

বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির নামে প্রকাশিত বিজ্ঞপ্তিটি প্রকাশের তারিখ হিসেবে ১২ নভেম্বর ২০২৪ এর কথা উল্লেখ করা হয়েছে। বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির অফিস হিসেবে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা এর কথা বলা হয়েছে।

পরবর্তীতে উক্ত বিজ্ঞপ্তিতে উল্লিখিত তথ্যের  সূত্র ধরে অনুসন্ধানে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা এর ওয়েবসাইটের ‘এইএসসি কর্নার’ এ গিয়ে ১২ নভেম্বর ২০২৪ এ প্রকাশিত কোনো বিজ্ঞপ্তি খুঁজে পাওয়া যায়নি।

তবে অনুসন্ধানে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা এর ওয়েবসাইটে ২০২৩ সালের ১৮ ডিসেম্বর “২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার পাঠ্যসূচি প্রসঙ্গে” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি বিজ্ঞপ্তি খুঁজে পাওয়া যায়।

বিজ্ঞপ্তিটির সাথে আলোচিত দাবিতে প্রচারিত বিজ্ঞপ্তিটির তুলনা করে দেখা যায়, দুইটি বিজ্ঞপ্তিরই স্মারক নং একই।

Press Release Comparison: Rumor Scanner

অর্থাৎ, আলোচিত দাবিতে প্রচারিত বিজ্ঞপ্তিটি ২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার পাঠ্যসূচির বিজ্ঞপ্তিটি সম্পাদনা করে তৈরি করা হয়েছে।

আলোচিত বিজ্ঞপ্তির বিষয়ে গত ১৪ নভেম্বর বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা এর চেয়ারম্যান প্রফেসর তপন কুমার সরকার স্বাক্ষরিত এক জরুরী বিজ্ঞপ্তিতে জানানো হয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার পাঠ্যসূচি সম্পর্কিত প্রচারিত পত্রটি ঢাকা শিক্ষা বোর্ড থেকে ইস্যুকৃত নয়। ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার পুর্নবিন্যাসকৃত পাঠ্যসূচি সম্পর্কে কোন সিদ্ধান্ত হয়নি। সংশ্লিষ্ট সকলকে এ ধরনের অপপ্রচার থেকে সতর্ক থাকার জন্য বিজ্ঞপ্তিতে অনুরোধ করা হয়।

সুতরাং, ২০২৬ সালের এইচএসসি পরীক্ষা ২০২৫ সালের সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী অনুষ্ঠিত হবে দাবিতে একটি বিজ্ঞপ্তির ছবি ফেসবুকে প্রচার করা হচ্ছে; যা বিকৃত বা এডিটেড।

তথ্যসূত্র

  • Board of Intermediate and Secondary Education, Dhaka – HSC Corner
  • Board of Intermediate and Secondary Education, Dhaka – Press Release
  • Board of Intermediate and Secondary Education, Dhaka – Press Release

আরও পড়ুন

spot_img