নায়িকা পরীমনি দ্বিতীয় সন্তানের জন্ম দেননি 

সম্প্রতি, ‘দ্বিতীয় ছেলে সন্তানের জন্ম দিলেন আলোচিত নায়িকা পরীমনি’ শীর্ষক শিরোনামে নায়িকা পরীমনির কোলে এক শিশুর ছবি সম্বলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়েছে।

সন্তানের জন্ম

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের বিভিন্ন পেজ, গ্রুপ এবং অ্যাকাউন্ট থেকে উক্ত দাবিটি ফটোকার্ড এবং টেক্সট আকারে প্রচারিত হয়েছে।

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আলোচিত নায়িকা পরীমনির কোলে থাকা এই শিশুটি তার নিজের সন্তান নয় এবং তিনি নতুন সন্তানও জন্ম দেননি বরং সাহির মুহাম্মদ পূর্ন নামের এই শিশুটি শায়লা শালু এবং সামির রহমান নামের এক দম্পতির সন্তান। 

অনুসন্ধানের শুরুতে আলোচিত নায়িকা পরীমনি’র ভেরিফাইড ফেসবুক পেজ পর্যবেক্ষণ করে রিউমর স্ক্যানার টিম। সেখানে গত ০২ ডিসেম্বর আলোচিত ফটোকার্ডগুলোতে ব্যবহৃত পরীমনি’র কোলে শিশুর ছবিটি নিয়ে প্রকাশিত একটি পোস্ট খুঁজে পাওয়া যায়।

Screenshot: Facebook

উক্ত পোস্টটি পর্যবেক্ষণ করে যায়, সেখানে পরীমনি শায়লা শালু এবং সামির রহমান নামের এক দম্পতির নাম উল্লেখ করে তাদেরকে অভিনন্দন জানিয়েছেন। তবে উক্ত দম্পতির পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

অর্থাৎ, পরীমনি’র কোলে থাকা এই শিশুটির নাম সাহির মুহাম্মদ পূর্ন এবং এই শিশুটি পরীমনির নিজের সন্তান নয়। 

এছাড়াও, মূলধারার গণমাধ্যম কিংবা সংশ্লিষ্ট অন্যকোনো নির্ভরযোগ্য সূত্রে এখন পর্যন্ত আলোচিত নায়িকা পরীমনি’র দ্বিতীয় কোনো সন্তান জন্ম হওয়ার তথ্যের সত্যতা খুঁজে পাওয়া যায়নি।

মূলত, গত ০২ ডিসেম্বর আলোচিত নায়িকা পরীমনি শায়লা শালু এবং সামির রহমান নামের এক দম্পতির সন্তান জন্ম হওয়ায় তাদেরকে অভিনন্দন জানিয়ে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে সাহির মুহাম্মদ পূর্ন নামের উক্ত দম্পতির শিশুটিকে কোলে নিয়ে বাড়ির নতুন সদস্য দাবিতে একটি ছবি পোস্ট করেন। পরবর্তীতে উক্ত ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পরীমনি দ্বিতীয় ছেলে সন্তান জন্ম দিয়েছেন দাবিতে ছড়িয়ে পড়ে। প্রকৃতপক্ষে সম্প্রতি পরীমনি নতুন কোনো সন্তানের জন্ম দেননি। ২০২২ সালে জন্মগ্রহণ করা তার একমাত্র ছেলে সন্তানের নাম রাজ্য।

প্রসঙ্গত, ২০২২ সালের ১০ আগস্ট এক পুত্র সন্তানের মা হন আলোচিত নায়িকা পরীমনি। এই সন্তানের নাম রাখা হয় রাজ্য। এর আগে ২০২১ সালের ১৭ই অক্টোবর আলোচিত অভিনেতা শরীফুল রাজের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিনি। তবে চলতি বছরের ১৮ সেপ্টেম্বর স্বামী রাজকে ডিভোর্সের নোটিশ পাঠান পরীমনি।

উল্লেখ্য, পূর্বেও পরীমনি’র বিষয়ে ভুয়া তথ্য প্রচারের প্রেক্ষিতে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে রিউমর স্ক্যানার।

সুতরাং, আলোচিত নায়িকা পরীমনি দ্বিতীয় ছেলে সন্তানের জন্ম দিয়েছেন দাবিতে প্রচারিত তথ্যটি মিথ্যা।

তথ্যসূত্র

  • Pori Moni Facebook: Post
  • Rumor Scanner’s Own Analysis
RS Team
Rumor Scanner Fact-Check Team
- Advertisment -spot_img
spot_img
spot_img