বৌদ্ধ ধর্ম নয়, ২০১৮ সালে হিন্দু ধর্ম গ্রহণ করেছে ভারতের এই পরিবার 

চলতি বছরের গত ২৫ মার্চ শর্ট ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটকে “আজকের নিউজ পুরো পরিবার ইসলাম থেকে বৌদ্ধধর্ম গ্রহণ করেছে” শীর্ষক শিরোনামে একটি ভিডিও প্রচার করা হয়েছে। 

বৌদ্ধ ধর্ম

টিকটকে প্রচারিত ভিডিওটি দেখুন এখানে (আর্কাইভ)। 

এই প্রতিবেদন প্রকাশ অবধি উক্ত ভিডিওটি ১ লক্ষ ৬৩ হাজারও অধিক বার দেখা হয়েছে। প্রায় সাড়ে ৪ হাজার পৃথক অ্যাকাউন্ট থেকে ভিডিওটিতে প্রতিক্রিয়া জানানো হয়েছে।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, উল্লিখিত পরিবারটি সম্প্রতি ইসলাম ধর্ম ত্যাগ করে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেনি, বরং ২০১৮ সালে তারা হিন্দু ধর্ম গ্রহণ করেছে।

অনুসন্ধানের শুরুতে প্রচারিত ছবিটি রিভার্স ইমেজ সার্চ করে “’Ghar Wapsi’: What is the situation of a family that converted from Islam to Hinduism?- Ground Report” (ভাষান্তরিত) শিরোনামে বিবিসি তেলেগু এর একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। উক্ত প্রতিবেদনটি পর্যবেক্ষণ করে  এতে সেখানে হুবহু একই ছবি খুঁজে পাওয়া যায়। 

Comparison: Rumor Scanner 

বিবিসি তেলেগুর বরাতে জানা যায়, ঘটনাটি ভারতের উত্তর প্রদেশের বাগপতের। ২০১৮ সালে এক পরিবারের ১৩ জন ইসলাম ধর্ম ছেড়ে হিন্দু ধর্ম গ্রহণ করেছিল৷ 

পরবর্তীতে এই প্রতিবেদনের সূত্রে কি-ওয়ার্ড সার্চ করে একই বিষয়ে বিবিসি বাংলায় প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। এই প্রতিবেদনটি থেকে উক্ত ঘটনা সম্পর্কে বিস্তারিত জানা যায়।

প্রতিবেদনটি থেকে জানা যায়, ২০১৮ সালে ভারতের উত্তর প্রদেশের বাগপত জেলায় আখতার আলির পরিবার ইসলাম ধর্ম ত্যাগ করে হিন্দু ধর্ম গ্রহণ করে। আখতার আলির ছোট ছেলের মৃত্যুর পর তাদের ধর্মীয় সম্প্রদায়ের অসহযোগিতার অভিযোগে এই সিদ্ধান্ত নেন তারা। তবে তাদের এই পরিবর্তন দীর্ঘস্থায়ী হয়নি। ধর্মান্তরিত হওয়ার পর নানান প্রতিকূলতার কারণে পরিবারের অধিকাংশ সদস্য ইসলাম ধর্মে ফিরে আসেন। কেবল দিলের সিং (আগের নাম দিলশাদ) ও তার পরিবার হিন্দু ধর্মে অটল থাকেন।

এছাড়া সম্প্রতি দিলের সিংয়ের পরিবার হিন্দু ধর্ম ছেড়ে বৌদ্ধ ধর্ম গ্রহণ করার তথ্য বিশ্বস্ত কোনো সূত্রে পাওয়া যায়নি। 

মূলত, মুসলিম সমাজের প্রতি নিজেদের অসন্তুষ্টির কারণে ভারতের এক পরিবারের ১৩ জন সদস্য ২০১৮ সালে ইসলাম ধর্ম ত্যাগ করে হিন্দু ধর্ম গ্রহণ করে। ধর্মান্তরিত হওয়ার পর নানা বৈরী অভিজ্ঞতার কারণে একজন ব্যক্তি ও তার ৫ জন সন্তান ছাড়া সবাই আবারও ইসলাম ধর্মে ফিরে আসেন৷ আর, হিন্দু ধর্মে বহাল থাকা ঐ ব্যক্তি ও তার ৫ সন্তানের ছবি প্রচার করে দাবি করা হয়েছে, পুরো পরিবারের সবাই ইসলাম ধর্ম ত্যাগ করে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছে। 

সুতরাং, ২০১৮ সালে ইসলাম ধর্ম ছেড়ে হিন্দু ধর্ম গ্রহণ করা এক পরিবারের ছবি যুক্ত করে তারা সম্প্রতি বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছেন দাবি করা হচ্ছে; যা মিথ্যা। 

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img