বাংলাদেশে সাম্প্রতিক কোটা সংস্কার আন্দোলনের পথ ধরে সেনাবাহিনীর হস্তক্ষেপে পদত্যাগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিদায় নিয়েছে তার সরকার। ভেঙে দেওয়া হয়েছে ১২তম জাতীয় সংসদ। এরই প্রেক্ষিতে ইন্টারনেটে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ধারণকৃত একটি বাহিনীর পোশাক পরিহিত কিছু ব্যক্তির একাধিক ভিডিও প্রচার করে দাবি করা হচ্ছে, ভারতীয় বাহিনী বাংলাদেশ ছেড়ে যাচ্ছে।

ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ভিডিওতে দেখানো ব্যক্তিরা ভারতীয় কোনো বাহিনীর সদস্য নয় বরং এরা বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্বে থাকা আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্য। এ বিষয়ে অনুসন্ধানে গণমাধ্যম সূত্রে ভারতীয় কোনো বাহিনী বাংলাদেশে অবস্থান বা দেশ ছেড়ে যাওয়ার খবর পাওয়া যায়নি। পরবর্তী অনুসন্ধানে এপিবিএনের ফেসবুক পেজে থাকা একাধিক পোস্টে বাহিনীটির পোশাকের সাথে আলোচিত ভিডিওগুলোতে থাকা ব্যক্তিদের পরিহিত পোশাকের মিল পাওয়া যায়।

তাছাড়া, অনলাইন সংবাদমাধ্যম বাংলা আউটলুকের সাংবাদিক মু্ক্তাদির রশীদ রোমিও জানাচ্ছেন, এরা মূলত এপিবিএন সদস্য।
সুতরাং, শাহজালাল বিমানবন্দরের এপিবিএন সদস্যদের ভারতীয় বাহিনী দাবিতে প্রচার করা হয়েছে; যা সম্পূর্ণ মিথ্যা।
বিঃদ্রঃ দেশের চলমান উদ্ভূত পরিস্থিতি বিবেচনায় প্রথাগত পদ্ধতির পরিবর্তে দ্রুততম সময়ে সংক্ষিপ্ত আকারে ফ্যাক্টচেক প্রকাশের উদ্যোগ হিসেবে এই ফ্যাক্টচেকটি প্রকাশিত হলো।
তথ্যসূত্র
- Muktadir Romeo: X Post
- Rumor Scanner’s own analysis