সম্প্রতি, প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় একটি মেয়েকে তুলে নিয়ে গেছে দাবিতে একটি ভিডিও প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যনার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় একটি মেয়েকে তুলে নিয়ে গেছে দাবিতে প্রচারিত ভিডিওটি সত্য কোনো ঘটনার নয় বরং, স্ক্রিপ্টেড বা অভিনীত ভিডিওকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।
এই বিষয়ে অনুসন্ধানে সম্ভাব্য প্রথম পোস্ট হিসেবে গত ২১ জানুয়ারি ‘হাসির আড্ডা 2’ নামক ফেসবুক পেজ থেকে করা পোস্টটি পাওয়া যায়।

ভিডিওটি মন্তব্য ঘর পর্যবেক্ষণ করে ভিডিওটি স্ক্রিপ্টেড বলে প্রতীয়মান হয়।

উক্ত ফেসবুক পেজটি পর্যবেক্ষণ করে দেখা যায়, পেজটি থেকে নিয়মিত স্ক্রিপ্টেড ভিডিও প্রচার করা হয়।
এছাড়া, ফেসবুক পেজ ‘হাসির আড্ডা 2’ ’-এর “অ্যাবাউট” বিভাগে দেখা যায়, পেজটির লোকেশন হিসেবে গাজীপুর উল্লেখ রয়েছে। পেজটির ইন্ট্রোতে লেখা রয়েছে-
“আমাদের ভিডিওগুলা কেউ সিরিয়াস ভাবে নেবেন না এটা শুধুমাত্র বিনোদনের জন্য ধন্যবাদ pageফলো দিয়ে পাশে থাকবেন। আপনাদের বিনোদন দেয়ার জন্য আমরা অনেক কষ্ট করতেছি”

পেজটির “ট্রান্সপারেন্সি” বিভাগ যাচাই করে দেখা গেছে, পেজটি ২০২২ সালের ২ জুন ‘Funny বাংলার মেজো ভাই’ নামে তৈরি করা হয়। এরপর ২০২৩ সালের ৮ মার্চ পেজটির নাম পরিবর্তন করে রাখা হয় ‘Chatir bajar Funny binodon’ । তবে, একই বছরের ২৩ মার্চ ‘হাসির আড্ডা ২’ এবং ২৯ জুলাই ‘হাসির আড্ডা 2’ রাখা হয়।

সুতরাং, স্ক্রিপ্টেড ভিডিওকে সত্য দাবিতে প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় একটি মেয়েকে তুলে নিয়ে গেছে দাবিতে প্রচার করা হচ্ছে; যা বিভ্রান্তিকর।
তথ্যসূত্র
- হাসির আড্ডা 2: Facebook Page Video
- Facebook Page: হাসির আড্ডা 2
- Rumor Scanner’s Own Analysis



 
                                    


