সম্প্রতি, ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস ইসরায়েলের জাহাজ আটক করেছে দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হচ্ছে।
উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি হামাস কর্তৃক ইসরায়েলের জাহাজ জব্দ করার কোনো ঘটনার নয় বরং ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ইসরায়েলি ধনকুবের আব্রাহাম আনজারের মালাকানাধীন জাহাজ জব্দ করার দৃশ্য উক্ত দাবিতে প্রচার করা হয়েছে।
ভিডিওটির সত্যতা যাচাইয়ের জন্য রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ সংস্থা Reuters এর ইউটিউব চ্যানেলে গত ২১ নভেম্বর “Houthis release video showing Red Sea ship hijacking” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি ভিডিও পাওয়া যায়।
উক্ত ভিডিওর সাথে আলোচিত ভিডিওটির মিল খুঁজে পাওয়া যায়।
ভিডিওটির বিস্তারিত বিবরণী থেকে জানা যায়, ইরান-সমর্থিত গোষ্ঠী ইয়েমেনের হুথি বিদ্রোহীরা লোহিত সাগরে একটি পণ্যবাহী জাহাজ জব্দ করার একটি ভিডিও প্রকাশ করেছে। হুথি বিদ্রোহীরা দাবি করছে যে জাহাজটির সাথে ইসরায়েলের সম্পর্ক রয়েছে। তবে ইসরায়েল জানায়, জব্দ করা জাহাজটি ব্রিটিশ মালিকানাধীন এবং জাপানিদের দ্বারা পরিচালিত।
কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম Al Jazeera এর ওয়েবসাইটে গত ১৯ নভেম্বর “Yemen’s Houthi rebels seize cargo ship in Red Sea” শীর্ষক শিরোনামে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, পাবলিক শিপিং ডাটাবেসে উক্ত জাহাজের মালিকানার বিস্তারিত বিবরণীতে জাহাজের মালিকানার তথ্যে ইসরায়েলি ধনকুবের এবং রে কার ক্যারিয়ার লিমিটেড কোম্পানির প্রতিষ্ঠাতা আব্রাহাম আনজার এর নাম পাওয়া যায়।
এছাড়া, ইসরায়েলের সংবাদ মাধ্যম Times of Israel এ গত ২১ নভেম্বরে “Iran-backed Yemen rebels’ attack on Israel-linked ship raises risks in vital Red Sea” শীর্ষক শিরোনামে প্রকাশিত প্রতিবেদন থেকেও জব্দ হওয়া জাহাজে আব্রাহাম আনজার এর অংশীদার থাকার তথ্য পাওয়া যায়।
মূলত, গত ১৯ নভেম্বর ইয়েমেনের হুথি বিদ্রোহীরা ইসরায়েলের ধনকুবের আব্রাহাম আনজারের মালিকানাধীন একটি কার্গো জাহাজ জব্দ করে। এই ঘটনা নিয়ে স্থানীয় এবং আন্তর্জাতিক গণমাধ্যমে সংবাদ এবং ভিডিও প্রচারিত হয়। সম্প্রতি এই ভিডিওকে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস কর্তৃক ইসরায়েলের জাহাজ জব্দ করার দৃশ্য দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হচ্ছে।
উল্লেখ্য, চলমান ফিলিস্তিন ও ইসরায়েলের সংঘাত ইস্যুতে একাধিক ভুল তথ্য ছড়িয়ে পড়ার প্রেক্ষিতে ইতোমধ্যে একাধিক ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে রিউমর স্ক্যানার৷
সুতরাং, ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ইসরায়েলি নাগরিকের একটি কার্গো জাহাজ জব্দ করার ভিডিও হামাস ইসরায়েলের জাহাজ জব্দ করেছে দাবিতে ফেসবুকে প্রচার করা হচ্ছে; যা বিভ্রান্তিকর।