গত ১৯ নভেম্বর আইসিসি ক্রিকেট বিশ্বকাপের (পুরুষ) ফাইনাল ম্যাচে ভারত বনাম অস্ট্রেলিয়া দল মুখোমুখি হয়। এরই প্রেক্ষিতে “সেদিন ১৪২ কোটি মানুষের হয়ে ১১টা ছেলে লড়ছে। হনুমান চল্লিশায় প্রার্থনা জানাচ্ছে ভারতীয় দর্শক” শীর্ষক দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
একই ভিডিওটি গত ১৪ অক্টোবর আইসিসি ক্রিকেট বিশ্বকাপে (পুরুষ) ভারত বনাম পাকিস্তানের ম্যাচেও হনুমান চল্লিশায় ভারতীয় দর্শকদের প্রার্থনা জানানোর দাবিতে ইউটিউবে প্রচার করা যায় হয়। ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আইসিসি ক্রিকেট বিশ্বকাপের (পুরুষ) – ২০২৩ এর ফাইনাল ম্যাচে ভারত বনাম অস্ট্রেলিয়া ম্যাচে কিংবা এর আগে ভারত বনাম পাকিস্তান ম্যাচের সময় ভারতীয় দর্শক হনুমান চল্লিশায় প্রার্থনা জানানোর দাবিতে প্রচারিত ভিডিওটি এডিটেড। প্রকৃতপক্ষে, গত ১৪ অক্টোবরে বিশ্বকাপে ভারত বনাম পাকিস্তান ম্যাচে ভারতীয় সংগীত শিল্পী দর্শন রাওয়াল সংগীত পরিবেশনের সময় ধারণকৃত এই ভিডিওতে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় ভিডিওর আসল ব্যাকগ্রাউন্ড সাউন্ড ডিজিটাল প্রযুক্তির সহায়তায় বাদ দিয়ে তাতে হনুমান চল্লিশায় প্রার্থনা জানানোর ভিন্ন একটি ভিডিওর অডিও যুক্ত করে প্রচার করা হয়েছে।
ভিডিও যাচাই
ভিডিওটির সত্যতা যাচাইয়ের জন্য আলোচিত ভিডিওর কিছু কি-ফ্রেম রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে Sadashiv52815 শীর্ষক ইউটিউব চ্যানেলে গত ১৬ অক্টোবরে “Darshan Raval at Narendra Modi Stadium” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়।
উক্ত ভিডিওর সাথে উক্ত আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর দৃশ্যের হুবহু মিল খুঁজে পাওয়া যায়।

ভিডিওর শিরোনামে থাকা তথ্য থেকে জানা যায় গত ১৪ অক্টোবরে আইসিসি ক্রিকেট বিশ্বকাপে (পুরুষ) ভারত বনাম পাকিস্তান ম্যাচে ভারতীয় সংগীত শিল্পী দর্শন রাওয়াল সংগীত পরিবেশন করেন।
পরবর্তীতে অনুসন্ধানে গত ১৫ অক্টোবরে দর্শন রাওয়ালের ভেরিফাইড ফেসবুক পেজে প্রকাশিত ভিডিও থেকে আইসিসি ক্রিকেট বিশ্বকাপে (পুরুষ) – ২০২৩ এ গত ১৪ অক্টোবরে ভারত বনাম পাকিস্তান ম্যাচে সংগীত পরিবেশন করার তথ্য খুঁজে পাওয়া যায়।

অডিও যাচাই
প্রাসিঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে jaipur.waley_ নামক ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে গত ৩ জুনে প্রকাশিত ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর ব্যাকগ্রাউন্ড সাউন্ডের মিল খুঁজে পাওয়া যায়।

ভিডিও থেকে জানা যায়, সেদিন ভারতীয় হিন্দু ধর্মাবলম্বীরা তাদের ধর্মীয় অনুষ্ঠানে হনুমান চল্লিশায় প্রার্থনা করছিলেন।
অর্থাৎ, আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটি আসল নয়।
মূলত, গত ১৪ অক্টোবরে আইসিসি ক্রিকেট বিশ্বকাপে (পুরুষ) – ২০২৩ ভারত বনাম পাকিস্তান ম্যাচে ভারতীয় সংগীত শিল্পী দর্শন রাওয়াল সংগীত পরিবেশন করেন। সেই মূহুর্তে দর্শকসারি থেকে ধারণকৃত একটি ভিডিও ইন্টারনেটে প্রচারিত হয়। তবে সম্প্রতি সেই ভিডিও ডাউনলোড করে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় ভিডিওর ব্যাকগ্রাউন্ড সাউন্ড বাদ দিয়ে তাতে ভারতীয় হিন্দু ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুষ্ঠান হনুমান চল্লিশায় প্রার্থনা করার সময়ে ধারণকৃত ভিন্ন ভিডিওর অডিও যুক্ত করে প্রচার করা হয়েছে।
সুতরাং, বিশ্বকাপ ফাইনালে ভারতীয় দর্শকরা হনুমান চল্লিশায় প্রার্থনা জানাচ্ছে দাবিতে ইন্টারনেটে প্রচারিত ভিডিওটি এডিটেড বা বিকৃত।
তথ্যসূত্র
- Sadashiv52815 – Darshan Raval at Narendra Modi Stadium
- jaipur.waley_ – Instagram Post