পুরোনো বিরোধের জেরে গত কয়েকদিন ধরে তাবলিগ জামাতের মাওলানা সাদ ও জুবায়েরপন্থিদের মধ্যে ফের উত্তেজনা বিরাজ করছে। গত ০৫ নভেম্বর ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে ‘ওলামা-মাশায়েখদের ইসলামি মহাসম্মেলন’ এর আয়োজন করেন তাবলিগ জামাতের প্রয়াত মাওলানা জুবায়েরুল হাসানের অনুসারীরা। এই সমাবেশ থেকে গাজীপুরের টঙ্গীতে ইজতেমার মাঠ ও ঢাকার কাকরাইল মসজিদে তাবলিগ জামাতের মাওলানা সাদপন্থিদের আর ঢুকতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দেওয়া হয়। এরই মধ্যে গতকাল ১৬ ই নভেম্বর রাজধানীর কাকরাইল মসজিদে জুমার নামাজ আদায় করেন তাবলিগ জামাতের মাওলানা সাদ কান্ধলভীর অনুসারীরা। উক্ত ঘটনার প্রেক্ষিতে তাবলিগ জামাতের সাদ ও জোবায়ের দু’গ্রুপের সংঘর্ষ দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও প্রচার হতে দেখেছে রিউমর স্ক্যানার।
উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত ভিডিও দেখুন- এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, তাবলিগ জামাতের সাদ ও জোবায়ের দু’গ্রুপের সংঘর্ষ দাবিতে প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয় বরং, এটি ২০১৮ সালের ০১ ডিসেম্বর টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে তাবলিগ জামাতের বিবদমান দু’পক্ষের সংঘর্ষের ভিডিও।
অনুসন্ধানে ‘Masum Sakir Ahmad’ নামক ফেসবুক প্রোফাইলে ২০১৮ সালের ০১ ডিসেম্বর ‘তাবলিগ জামাতের দুই গ্রুপের তুমুল সংঘর্ষ, যা দেখে ভয় পেয়েছি… আল্লাহ হেফাজতকারী।’ শীর্ষক ক্যাপশনে প্রচারিত একটি ভিডিও পাওয়া যায়। ভিডিওটির একটি অংশের ফ্রেমের সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিও’র সাদৃশ্য লক্ষ্য করা যায়।
উক্ত সূত্র ধরে প্রাসঙ্গিক কি ওয়ার্ড সার্চের মাধ্যমে ‘Jamuna TV’ এর ইউটিউভ চ্যানেলে ২০১৮ সালের ০২ ডিসেম্বর ‘তাবলিগ জামাতের দু’পক্ষের বিরোধ থেকে রক্তক্ষয়ী সংঘর্ষ | Jamuna Tv’ শীর্ষক শিরোনামে একটি ভিডিও প্রতিবেদন পাওয়া যায়। ভিডিও প্রতিবেদনটিরও একটি অংশের ফুটেজের সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির স্থানের সাদৃশ্য খুঁজে পাওয়া যায়।
ভিডিও প্রতিবেদনটি থেকে জানা যায়, ২০১৮ সালের ০১ ডিসেম্বর তাবলিগ জামাতের দু’পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত হয়েছে দু’শতাধিক। জোড় ইজতেমার জন্য সাদপন্থিদের মাঠ দখল এবং তাদের প্রতিহত করতে জুবায়ের পন্থিদের আক্রমণাত্মক অবস্থান থেকেই সংঘর্ষ বাধে।
সুতরাং, ২০১৮ সালের তাবলিগ জামাতের সাদ ও জোবায়েরপন্থী দু’গ্রুপের সংঘর্ষের ভিডিওকে সাম্প্রতিক সংঘর্ষের ভিডিও দাবিতে প্রচার করা হয়েছে: যা বিভ্রান্তিকর।
তথ্যসূত্র
- Masum Sakir Ahmad: Facebook video
- Jamuna TV: তাবলিগ জামাতের দু’পক্ষের বিরোধ থেকে রক্তক্ষয়ী সংঘর্ষ | Jamuna Tv
- Rumor Scanner’s Own Analysis
হালনাগাদ/ Update
২২ নভেম্বর, ২০২৪ : এই প্রতিবেদন প্রকাশ পরবর্তী সময়ে একই দাবি সম্বলিত ফেসবুক পোস্ট আমাদের নজরে আসার প্রেক্ষিতে উক্ত পোস্টকে প্রতিবেদনে দাবি হিসেবে যুক্ত করা হলো।