ফিলিস্তিনি শিশুদের হত্যা করে ইসরায়েলিদের আনন্দ-উল্লাসের ভিডিওটি পুরোনো ও ভিন্ন ঘটনার 

সম্প্রতি ‘ফিলিস্তিনি শিশুদের জন্য গাজা একটি সমাধিক্ষেত্রতে পরিণত হয়ে উঠেছে। আর এজন্য ইসরায়েলিরা আনন্দ-উল্লাসে গান গেয়ে নাচানাচি করছে।‘ শীর্ষক শিরোনামে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে। 

শিশুদের হত্যা

ফেসবুকে প্রচারিত এমন কিছু ভিডিও পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)। 

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, ফিলিস্তিনি শিশুদের হত্যার ঘটনায় ইসরায়েলিদের আনন্দ-উল্লাস ও নাচানাচি করার দাবিতে প্রচারিত ভিডিওটি পুরানো। প্রকৃতপক্ষে ২০১৪ সালের ভিন্ন ঘটনার একটি ভিডিওকে আলোচিত দাবিতে প্রচার করা হচ্ছে। 

দাবিটি নিয়ে অনুসন্ধানে রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে  Disregarding Gaza নামক একটি ইউটিউব চ্যানেলে ২০১৫ সালের ১৬ মার্চ ‘Disregarding Gaza (আর্কাইভ)’ শীর্ষক শিরোনামে প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। 

Screenshot: Disregarding Gaza

এই ভিডিওটির সূত্রে সাম্প্রতিক দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওয়ের অংশটি নিয়ে অনুসন্ধান করে। 

৯ মিনিট ২৯ সেকেন্ডের পুরো ভিডিওটির ২ মিনিট ৪০ সেকেন্ড অংশে উপস্থাপিকা বর্ণনা করছিলেন, তিনি ইসরায়েলের একজন আরব মুসলিম পুরুষ ও ইহুদি থেকে ইসলামে ধর্মান্তরিত একজন নারীর বিয়েতে উপস্থিত হয়েছেন। তবে এই বিয়েটি ঘিরে লেহাভা নামে একটি কট্টর ডানপন্থী ইহুদি গোষ্ঠীর প্রতিবাদ করছে।

ভিডিওটিতে বর্ণনাসহ দেখানো এই অংশের সাথে ফিলিস্তিনের শিশুদের হত্যার ঘটনায় ইসরায়েলিদের আনন্দ-উল্লাস ও নাচানাচি করার দাবিতে প্রচারিত ভিডিওটির ৩ মিনিট ৩৬ সেকেন্ড থেকে প্রচারিত অংশের হুবহু মিল খুঁজে পাওয়া যায়।

Video Collage: Rumor Scanner 

প্রসঙ্গত, লেহাভা হচ্ছে একটি কট্টর ডানপন্থী ইহুদি আধিপত্যবাদী গোষ্ঠী, যারা ইহুদি এবং আরবদের মধ্যে আত্তীকরণের কঠোরভাবে বিরোধিতা করে।

পরবর্তীতে লেহাভা বিষয়ে অনুসন্ধানে কি-ওয়ার্ড অনুসন্ধানে বিবিসিতে ২০১৪ সালের ১৮ আগস্ট “Arrests at protests against Israeli mixed wedding” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। 

প্রতিবেদনটি থেকে জানা যায়, ইসলাম ধর্ম গ্রহণকারী ইহুদি বংশোদ্ভূত নারী এবং ইসরায়েলে একজন আরব মুসলিম পুরুষের বিয়ে নিয়ে আরব মুসলমান এবং ইহুদিদের আন্তঃবিবাহের বিরোধিতাকারী কট্টর ডানপন্থী ইহুদি লেহাভা গোষ্ঠীর সমর্থকেরা বিক্ষোভ মিছিল করে।

অর্থাৎ, আলোচিত ভিডিওটি ফিলিস্তিনের শিশুদের হত্যার ঘটনায় ইসরায়েলিদের আনন্দ-উল্লাস ও নাচানাচির নয়। বরং এটি আরব মুসলিম ও ইহুদি থেকে ধর্মান্তরিত মুসলিম নারীর বিয়ের প্রতিবাদে লেহাভা নামক একটি কট্টর ডানপন্থী ইহুদি গোষ্ঠীর বিক্ষোভ মিছিলের। 

মূলত, গত ০৭ অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস ইসরায়েলে ‘অপারেশন আল-আকসা ফ্লাড’ নামে হামলা করলে ফিলিস্তিন-ইসরায়েলের মধ্যে দীর্ঘদিন ধরে চলা সংঘাত নতুন মাত্রা পায়৷এরই প্রেক্ষাপটে সম্প্রতি ফিলিস্তিনের শিশুদের হত্যার ঘটনায় ইসরায়েলিদের আনন্দ-উল্লাস ও নাচানাচি করার দাবিতে একটি ভিডিও ইন্টারনেটে প্রচার করা হচ্ছে। তবে রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, আলোচিত ভিডিওটি ২০১৪ সালে আরব মুসলিম ও ইহুদী ধর্ম থেকে ধর্মান্তরিত একজন নারীর মধ্যে বিয়ে নিয়ে লেহাভা নামক একটি কট্টর ডানপন্থী গোষ্ঠীর বিক্ষোভ মিছিলের। 

উল্লেখ্য, চলমান ফিলিস্তিন ও ইসরায়েলের সংঘাত ইস্যুতে একাধিক ভুল তথ্য ছড়িয়ে পড়ার প্রেক্ষিতে ইতোমধ্যে একাধিক ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে রিউমর স্ক্যানার৷

সুতরাং, আরব মুসলিম ও ইহুদি থেকে ধর্মান্তরিত মুসলিম নারীর বিয়ের প্রতিবাদে একটি বিক্ষোভের পুরানো ভিডিওকে ফিলিস্তিনের শিশুদের হত্যা করে ইসরায়েলিদের আনন্দ উল্লাসের দাবিতে প্রচার করা হচ্ছে; যা মিথ্যা।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img