সিরিয়ার ইরানের কনস্যুলেট ভবনে ইসরায়েলের হামলায় শীর্ষস্থানীয় কমান্ডার নিহত হওয়ার পর থেকেই ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধের হুমকি দিয়ে আসছিল ইরান। গত ১৩ এপ্রিল ইসরায়েলকে লক্ষ্য করে বেশ কয়েকটি ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার মধ্যে দিয়ে সেই হুমকি বাস্তবে রূপ নিয়েছে। এরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও প্রচার করে দাবি করা হচ্ছে, ইরানের হামলার ভয়ে ইসরায়েলিরা দেশ ছাড়ছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি ইরানের ভয়ে ইসরায়েলিদের দেশ ছাড়ার নয় বরং ২০১৮ সালে রোমের একটি মেট্রো স্টেশনে এস্কেলেটরের নিয়ন্ত্রন হারিয়ে সিড়ি ভেঙ্গে যাওয়ার ঘটনায় লোকজনের নিচের দিকে পড়ে যাওয়ার সময়কার ভিডিওকেই আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।
আলোচিত ভিডিওটির বিষয়ে অনুসন্ধানে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি’র ওয়েবসাইটে ২০১৮ সালের ২৮ অক্টোবর “Russian fans injured as Rome metro escalator gives way” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। উক্ত প্রতিবেদনে যুক্ত ভিডিওটির সাথে আলোচিত ভিডিওটির মিল খুঁজে পাওয়া যায়।

উক্ত প্রতিবেদন থেকে জানা যায়, রোমের একটি মেট্রো স্টেশনে এস্কেলেটর নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় সিড়ি ভেঙ্গে লোকজন নিচের দিকে গড়িয়ে ২০ জনেরও অধিক আহত হয়েছে। আহতদের মধ্যে অনেকেই রাশিয়ান ফুটবল দল সিএসকেএ মস্কোর ভক্ত।
অর্থাৎ ভিডিওটি ইসরায়েলিদের দেশ ছাড়ার নয়।
মূলত, ২০১৮ সালে রোমের একটি মেট্রো স্টেশনের এস্কেলেটর নিয়ন্ত্রণ হারিয়ে সিড়ি ভেঙ্গে যায়। যার ফলে এতে থাকা লোকজন নিচের দিকে পড়তে থাকে। উক্ত ঘটনার একটি ভিডিও সম্প্রতি ইরান কর্তৃক ইসরায়েলে হামলার ঘটনায় ‘ইরানের ভয়ে ইসরায়েলিরা দেশ ছাড়ছে’ দাবিতে ইন্টারনেটে প্রচার করা হয়েছে।
সুতরাং, ইরানের ভয়ে ইসরায়েলিদের দেশ ছাড়ার দাবিতে ইন্টারনেটে পুরোনো ও ভিন্ন ঘটনার ভিডিও প্রচার করা হচ্ছে ; যা সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- BBC : Russian fans injured as Rome metro escalator gives way
- Rumor Scanner Own Analysis