সম্প্রতি, ভারতের সিকিমে মেঘ ভাঙ্গার দৃশ্য দাবিতে একটি ভিডিও ইন্টারনেটে প্রচার করা হচ্ছে।
উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত কিছু ভিডিও দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ভারতের সিকিমে মেঘ ভাঙ্গার দৃশ্য শীর্ষক দাবিটি সঠিক নয় বরং ভিডিওটি অস্ট্রিয়ার লেক মিলস্ট্যাটের উপর ঘটে যাওয়া মাইক্রোবার্স্ট এর দৃশ্য।
অনুসন্ধানের শুরুতে আলোচিত ভিডিওটির কিছু স্থিরচিত্র রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে ২০২০ সালের ২৭ অক্টোবর ‘Techno -Wonders’ নামক একটি ইউটিউব চ্যানেলে “Microburst at Lake Millstatt in #Austria” শীর্ষক শিরোনামে একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওটির সাথে আলোচিত ভিডিওটির মিল খুঁজে পাওয়া যায়।
উক্ত ভিডিওটির ক্যাপশনে থাকা বর্ণনা থেকে জানা যায়, এটি অ্যাড্রিয়াটিক (১,৯২৯ ফুট) থেকে ৫৮৮ মিটার উপরে, মধ্য পূর্ব আল্পসের গুর্কটাল আল্পস (নক পর্বতমালা) রেঞ্জের মধ্যে ড্রাভা উপত্যকার উত্তরে, স্পিটাল আন ডার ড্রউ শহরের কাছে অবস্থিত।
আরও অনুসন্ধান করে ২০১৮ সালের ১২ জুন ‘Peter Maier’ নামক একটি ইউটিউব চ্যানেলে “Tsunami from Heaven / Amazing Rainstorm Timelapse / Downburst / Microburst ” শীর্ষক শিরোনামে প্রচারিত মূল ভিডিওটি খুঁজে পাওয়া যায়।
উক্ত ভিডিওটির সূত্র ধরে কিওয়ার্ড সার্চের মাধ্যমে আন্তর্জাতিক সংবাদমাধ্যম INSIDER এর ওয়েবসাইটে ২০১৮ সালের ২১ জুন “This mountaineer captured a stunning timelapse of a ‘tsunami from heaven’ — and people are in awe” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়,পর্বতারোহী পিটার মায়ার অস্ট্রিয়ার লেক মিলস্ট্যাটে তার হোটেলের টেরেস থেকে এই টাইমল্যাপসটি ক্যাপচার করেছেন।
অর্থাৎ অস্ট্রিয়ায় ঘটে যাওয়া পুরাতন একটি মাইক্রোবার্স্ট এর দৃশ্যকে ভারতের সিকিম অঞ্চলের মেঘ ভাঙ্গার দৃশ্য দাবিতে প্রচার করা হচ্ছে।
মাইক্রোবার্স্ট কী?
মাইক্রোবার্স্ট একটি বজ্রঝড়ের মধ্যে দ্রুত ডুবে যাওয়া বাতাসের একটি প্লাম। এটি সাধারণত একই অঞ্চলে হয়ে থাকে যেখানে শিলাবৃষ্টি এবং ভারী বৃষ্টিপাত হয়। এটি শিলাবৃষ্টি এবং ভারী বৃষ্টির বোঝা যা বাতাসকে নীচের দিকে টেনে নিয়ে যায়। বিস্তারিত দেখুন এখানে।
মূলত, সিকিমে মেঘ ভাঙ্গার দৃশ্য দাবিতে সম্প্রতি ইন্টারনেটে একটি ভিডিও প্রচার করা হচ্ছে। তবে রিউমর স্ক্যানার অনুসন্ধানে দেখেছে, পর্বতারোহী পিটার মায়ার ২০১৮ সালে তার হোটেল টেরেস থেকে অস্ট্রিয়ার লেক মিলস্ট্যাটের উপর ঘটে যাওয়া মাইক্রোবার্স্ট এর দৃশ্যটি ধারণ করেন।
সুতরাং, অস্ট্রিয়ায় মাইক্রোবার্স্টের দৃশ্যকে ভারতের সিকিমের মেঘ ভাঙ্গার দৃশ্য দাবিতে ইন্টারনেটে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- Techno -Wonders: Microburst at Lake Millstatt in #Austria
- Peter Maier : Tsunami from Heaven / Amazing Rainstorm Timelapse / Downburst / Microburst
- INSIDER: This mountaineer captured a stunning timelapse of a ‘tsunami from heaven’ — and people are in awe
- National Weather Service : Microburst