বাংলাদেশে সাম্প্রতিক রাজনৈতিক পটপরিবর্তনের পর তথা আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে দেশের বিভিন্ন স্থানে গণপিটুনি ও হত্যার ঘটনা ঘটেছে। সম্প্রতি এরই মধ্যে শিক্ষার্থীরা এক ব্যক্তিকে চার হাত-পা ধরে শূন্যে ঝুলিয়ে রেখে পিটিয়েছে দাবিতে একটি ভিডিও ইন্টারনেটে প্রচার করা হয়েছে।
উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন- এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি বাংলাদেশের শিক্ষার্থী কর্তৃক কাউকে নির্যাতনের দৃশ্যের নয় বরং, এটি ভারতের ভিন্ন ঘটনার। যা অন্তত ২০১৫ সাল থেকে ইন্টারনেটে পাওয়া যাচ্ছে।
অনুসন্ধানে, ২০১৫ সালের ২০ ফেব্রুয়ারী ‘Ensonhaber’ এর ওয়েবসাইটে ‘Hindistan’da tecavüzcünün cezasını halk verdi’ শীর্ষক শিরোনামে প্রকাশিত প্রতিবেদনের ফিচার ইমেজের সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির দৃশ্যের মিল পাওয়া যায়। প্রতিবেদনটিতে এটি ভারতে ধর্ষণের দায়ে শাস্তির ঘটনা বলে উল্লেখ করা হয়েছে।
এছাড়াও, ভিডিও শেয়ারিং প্লাটফর্ম ‘DAILYMOTION’- এ ২০১৫ সালে ২৫ সেপ্টেম্বর ‘Cheating man gets a public caning.’ শীর্ষক ক্যাপশনে আপলোডকৃত ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর একটি অংশের সাদৃশ্য পাওয়া যায়।
অর্থাৎ, এটা নিশ্চিত যে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর সাথে বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পটপরিবর্তনের ফলে গণপিটুনির ঘটনার সাথে কোনো সম্পর্ক নেই।
সুতরাং, বাংলাদেশে শিক্ষার্থীরা একজন ব্যক্তিকে হাত-পা টেনে ধরে শূন্যে ঝুলিয়ে পিটিয়েছে দাবিতে একটি ভিডিও ইন্টারনেটে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।
তথ্যসূত্র
- DAILYMOTION: Cheating man gets a public caning.
- Ensonhaber: Hindistan’da tecavüzcünün cezasını halk verdi
- Rumor Scanner’s Own Analysis