প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্ত্রীদের পদত্যাগের নির্দেশ দিয়েছেন শীর্ষক দাবিটি মিথ্যা

সম্প্রতি, মন্ত্রীদের পদত্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী– শীর্ষক দাবিতে একটি ভিডিও ইন্টারনেটে প্রচার করা হয়েছে। 

ভিডিওটিতে ইন্ডিপেন্ডেন্ট টিভির একটি লাইভ প্রচারে উপস্থাপনকে বলতে শোনা যায়, মন্ত্রীদের পদত্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ বিষয়ে আমাদের একটু সবশেষে তথ্য জানাবেন। লাইভে যুক্ত সাংবাদিক বলেন, আজ সকালে মন্ত্রীপরিষদের সভা হয়েছে। সেই সভায় মন্ত্রীদের যে অনানুষ্ঠানিক আলোচনা থাকে তার মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমান মন্ত্রী পরিষদের যারা মন্ত্রী আছেন এদেরকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। খুব শিগগিরই তারা পদত্যাগ করবেন এবং ওবায়দুল কাদের আজ কিছুক্ষণ আগে গণভবনের ঢুকার সময় আমাদের সঙ্গে দেখা হয়েছে। তিনি আমাদের ডেকে বলেছেন তিনি আমাদের কিছু ইনফরমেশন দিতে চান। অনানুষ্ঠানিক ব্রিফ করে তিনি আমাদের জানিয়েছেন। পরবর্তীতে একজনকে বক্তব্য দিতে শোনা যায়। এরপর অন্য একজন উপস্থাপক নিজের মনগড়া কিছু কথা বলেন। তারপর আরও কয়েকজনের বক্তব্য শোনা যায়। সবশেষে আবারও উপস্থাপক নিজের মনগড়া কথা বলেন৷ 

মন্ত্রীদের পদত্যাগের

টিকটকে প্রচারিত ভিডিও পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

ইউটিউবে প্রচারিত ভিডিও পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

ফেসবুকে প্রচারিত ভিডিও পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)। 

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্ত্রীদের পদত্যাগের কোনো নির্দেশ দেননি এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনেরও কোনো সিদ্ধান্ত হয়নি বরং চারবছর আগে প্রধানমন্ত্রী টেকনোক্র্যাট মন্ত্রীদের পদত্যাগের নির্দেশের ভিডিওকে এডিট করে সাম্প্রতিক দাবিতে প্রচার করা হচ্ছে। 

তথ্য যাচাই 

সম্প্রতি মন্ত্রীদের পদত্যাগের কোনো নির্দেশ প্রধানমন্ত্রী দিয়েছেন কি না এই বিষয়ে অনুসন্ধানে কি-ওয়ার্ড সার্চ করে গণমাধ্যম ও বিশ্বস্ত সামাজিক মাধ্যমে কোনো তথ্য পাওয়া যায়নি।

তবে, বিবিসি বাংলায় ২০১৮ সালের ৬ নভেম্বর “নির্বাচন তফসিল ঘোষণার আগে শেখ হাসিনার নির্দেশের পর টেকনোক্র্যাট মন্ত্রীদের পদত্যাগ” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। 

প্রতিবেদন থেকে জানা যায়, বাংলাদেশে সাধারণ নির্বাচনের তফসিল ঘোষণার আগে টেকনোক্র্যাট কোটায় নিয়োগ পাওয়া মন্ত্রীদের পদত্যাগের জন্য প্রধানমন্ত্রী নির্দেশ দেবার পর তারা পদত্যাগ করেছেন। প্রধানমন্ত্রীর নির্দেশে চারজন টেকনোক্র্যাট মন্ত্রী আজ (২০১৮ সালের ৬ নভেম্বর) মন্ত্রীপরিষদ বিভাগে তাদের পদত্যাগপত্র জমা দেন।

একই তারিখে ভয়েস অব আমেরিকায় “টেকনোক্র্যাট মন্ত্রীদের পদত্যাগ করার নির্দেশ” শীর্ষক শিরোনামে আরেকটি প্রতিবেদন পাওয়া যায়। 

এই প্রতিবেদন থেকে জানা যায়, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর মন্ত্রীসভার টেকনোক্র্যাট মন্ত্রীদের পদত্যাগ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (৬ নভেম্বর) মন্ত্রীসভার এক বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই নির্দেশ দিয়েছেন বলে সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের সাংবাদিকদের জানিয়েছেন। মন্ত্রীসভায় বর্তমানে ৪ জন টেকনোক্র্যাট মন্ত্রী রয়েছেন এবং তাঁরা হলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ইয়াফেস ওসমান, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার, ধর্ম মন্ত্রী মতিউর রহমান এবং প্রবাসীকল্যাণ মন্ত্রী নূরুল ইসলাম।

একই তথ্যে আরও সংবাদ প্রকাশ করে মূলধারার গণমাধ্যমগুলোও। 

অর্থাৎ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণের ভোটে নির্বাচিত মন্ত্রীদের নয় বরং ২০১৮ সালের ৬ নভেম্বর মন্ত্রী পরিষদের টেকনোক্র্যাট চার মন্ত্রীকে পদত্যাগের নির্দেশ দিয়েছিলেন।

ভিডিও যাচাই

অনুসন্ধানের শুরুতে আলোচিত ভিডিওটিতে ইন্ডিপেনডেন্ট টিভির লোগো দেখা যায়।লোগোর সূত্র ধরে ইন্ডিপেন্ডেন্ট টিভির ইউটিউব চ্যানেলে ২০১৮ সালের ৬ নভেম্বর প্রকাশিত মূল ভিডিওটি খুঁজে পাওয়া যায়।

Screenshot: Independent Tv

২ মিনিট ১৪ সেকেন্ডের ভিডিওটি পর্যবেক্ষণ করে দেখা যায়, আলোচিত ভিডিওটির সাথে হুবহু মিল রয়েছে এবং এই ভিডিওটিতে যেখানে “টেকনোক্র্যাট মন্ত্রীদের” কথা উল্লেখ করা হয়েছে সেই দৃশ্যটি ডিজিটাল প্রযুক্তির সহায়তায় এডিট করে বাদ দিয়ে আলোচিত ভিডিওটি তৈরি করা হয়েছে। 

টেকনোক্র্যাট মন্ত্রী কারা?

সরাসরি জনগণের ভোটে নির্বাচিত নয় এবং সংসদ সদস্য না হয়েও যারা মন্ত্রী বা প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করে থাকেন তাদেরকে টেকনোক্র্যাট মন্ত্রী বলা হয়। বিশেষ বিবেচনায় সরকারের মন্ত্রিপরিষদে দায়িত্ব পালন করেন তারা। 

মূলত, ২০১৮ সালের ৬ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণের তৎকালীন মন্ত্রী পরিষদের টেকনোক্র্যাট চার মন্ত্রীকে পদত্যাগের নির্দেশ দিয়েছিলেন। সেই প্রেক্ষিতে একটি লাইভ সম্প্রচার করে দেশের বেসরকারি টেলিভিশন ইন্ডিপেন্ডেন্ট টিভি। পরবর্তীতে, মন্ত্রীদের পদত্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী- শীর্ষক দাবিতে উক্ত ভিডিওটি এডিট করে ইন্টারনেটে প্রচার করা হয়। এছাড়া, সম্প্রতি প্রধানমন্ত্রী মন্ত্রীদের পদত্যাগের নির্দেশ দেননি এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের কোনো সিদ্ধান্তও হয়নি। 

সুতরাং, ২০১৮ সালে টেকনোক্র্যাট চার মন্ত্রীকে প্রধানমন্ত্রী কর্তৃক পদত্যাগের নির্দেশ দেওয়ার ভিডিওকে সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্ত্রীদের পদত্যাগের নির্দেশ দিয়েছেন দাবিতে প্রচার করা হচ্ছে; যা মিথ্যা।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img