সম্প্রতি, অভিনেতা আরশ খান নিজের প্রমিস রেখে প্রেমিকাকে এক হাজার কোটি টাকার দেনমোহরে বিয়ে করলেন দাবিতে আংটি পরানো মুহূর্তের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।
যা দবি করা হচ্ছে,
‘প্রমিস করেছিলেন যখন এশিয়া মহাদেশের সবচেয়ে বড় সুপারস্টার হতে পারবেন তখনই প্রেমিকাকে বিয়ে করবেন।
কথা দিয়ে কথা রেখেছেন আরশ খান। আজকে তিনি সুপারস্টার, সিনেমা ব্লকবাস্টার হওয়ার জন্য যার নামটায় এখন যথেষ্ট তারপরও তারমাঝে কোন অহংকার নেই।
প্রেমিকাকে ভুলেও যাননি। নিজের প্রমিস রেখে প্রেমিকাকে এক হাজার কোটি টাকার দেনমোহরে বিয়ে করলেন আরশ খান।’
উক্ত দবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন- এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আংটি পরানো মুহূর্তের এই ছবিটি অভিনেতা আরশ খানের বিয়ের নয় বরং, এটি আরশ খান অভীনিত ‘পাগলপুর’ নামক একটি নাটকের দৃশ্য যা আলোচিত দাবিতে প্রচার করা হচ্ছে।
অনুসন্ধানে ‘LUMINO PICTURES’ নামক ইউটিউবে গত ০৫ সেপ্টেম্বর ‘Pagolpur | পাগলপুর | Arosh Khan | Tasnuva Tisha | Adif Hasan | New Bangla Natok 2024’ শীর্ষক শিরোনামে প্রকাশিত ‘পাগলপুর’ নাটকের শুরুর অংশের সাথে আলোচিত দৃশ্যটির মিল লক্ষ্য করা যায়।
অর্থাৎ, এটি একটি নাটকের দৃশ্য। নাটকের এই দৃশ্যকে আরশ খানের বিয়ে দাবিতে প্রচার করা হয়েছে।
পাশাপাশি প্রাসঙ্গিক কি ওয়ার্ড সার্চ করে গণমাধ্যম বা অন্য কোনো বিশ্বস্ত সূত্রে সাম্প্রতিক সময়ে অভিনেতা আরশ খানের এমন কোনো বিয়ের তথ্য পাওয়া যায়নি।
সুতরাং, আরশ খান অভিনীত ‘পাগলপুর’ নাটকের অভিনয়ের দৃশ্যকে আরশ খানের বিয়ে ছবি দাবিতে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।
তথ্যসূত্র
- LUMINO PICTURES: Pagolpur | পাগলপুর | Arosh Khan | Tasnuva Tisha | Adif Hasan | New Bangla Natok 2024
- Rumor Scanner’s Own Analysis