সম্প্রতি, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাষা শহীদ আব্দুস সালাম হলে থেকে ‘জয়বাংলা’ খচিত রামদা সহ বিপুল অস্ত্র উদ্ধারের তিনটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, সম্প্রতি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের হল থেকে কোনো অস্ত্র উদ্ধার করা হয়নি বরং পুরোনো ছবিকে সাম্প্রতিক দাবিতে ফেসবুকে প্রচার করা হয়েছে।
অনুসন্ধানের শুরুতে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে গণমাধ্যম এবং বিশ্বস্ত সূত্রে সাম্প্রতিক সময়ে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের হল থেকে কোনো অস্ত্র উদ্ধারের তথ্য পাওয়া যায়নি।
পরবর্তীতে আলোচিত ছবিগুলোর বিষয়ে অনুসন্ধান করে রিউমর স্ক্যানার টিম।
ছবি যাচাই-১
অনুসন্ধানের শুরুতে রিভার্স ইমেজ সার্চ করে বিডিনিউজ ২৪ এর ওয়েবসাইটে ২০১৯ সালের ২ সেপ্টেম্বর “নোয়াখালী প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের হল থেকে অস্ত্র উদ্ধার” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদনে আলোচিত ছবিটি খুঁজে পাওয়া যায়।
উক্ত ভিডিওটির সাথে আলোচিত ছবিটির হুবহু মিল রয়েছে।

উক্ত প্রতিবেদন থেকে জানা যায়, ২০১৯ সালের ২ সেপ্টেম্বর নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভাষা শহীদ আবদুস সালাম হলে একটি অভিযান চালানো হয়। অভিযানে ছাত্রাবাসটি থেকে বিপুল সংখ্যক দেশি অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ সময় সেখানে মদ-গাঁজাও পাওয়া যায়।
সেসময় একই দাবি আরও কিছু গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন দেখুন একুশে টিভি, যায়যায়দিন, ঢাকা টাইমস।
ছবি যাচাই-২
রিভার্স ইমেজ সার্চ করে দ্য ডেইলি স্টারের ওয়েবসাইটে ২০১৯ সালের ১১ অক্টোবর “TERROR RISING” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদনে আলোচিত ছবিটি খুঁজে পাওয়া যায়।
উক্ত ছবিটির সাথে আলোচিত ছবিটির হুবহু মিল রয়েছে।

উক্ত প্রতিবেদনে থাকা ছবিটির ক্যাপশন থেকে জানা যায়, এই ছবিটি ২০১৯ সালের ২ সেপ্টেম্বর নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভাষা শহীদ আবদুস সালাম হলে অভিযান চালিয়ে পাওয়া অস্ত্রের ছবি।
অর্থাৎ, ছবিটি সাম্প্রতিক সময়ের নয় বরং ২০১৯ সালের৷
ছবি যাচাই-৩
রিভার্স ইমেজ সার্চ করে এই ছবিটির মূল উৎস পাওয়া না গেলেও ছবিটি ২০২১ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার হতে দেখা যায়। (আর্কাইভ)
উক্ত পোস্টে থাকা ছবিটির সাথে আলোচিত ছবিটির হুবহু মিল রয়েছে।

ফেসবুকে করা পোস্টের ক্যাপশনেও ছবিটি নোয়াখালী নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে উদ্ধারকৃত অস্ত্র বলে দাবি করা হয়।
ছবিটি কোন স্থানের তা নিশ্চিত হওয়া না গেলেও এটি নিশ্চিত যে এই ছবিটিও সাম্প্রতিক সময়ের নয়।
মূলত, সম্প্রতি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাষা শহীদ আব্দুস সালাম হলে থেকে ‘জয়বাংলা’ খচিত রামদা সহ বিপুল অস্ত্র উদ্ধারের তিনটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। দাবি করা হচ্ছে, সম্প্রতি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে অস্ত্রগুলো উদ্ধার করা হয়েছে। তবে রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, সাম্প্রতিক সময়ে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাষা শহীদ আবদুস সালাম হল থেকে কোনো অস্ত্র উদ্ধার করা হয়নি। আলোচিত দাবির সাথে যে তিনটি ছবি প্রচার করা হচ্ছে তার মধ্যে দুইটি ছবি একই বিশ্ববিদ্যালয়ে ২০১৯ সালে পুলিশের এক অভিযানে হল থেকে অস্ত্র উদ্ধারের সময়। অপর একটি ছবি উক্ত বিশ্ববিদ্যালয়ের কিনা তা নিশ্চিত না হলে এটিও ২০২১ সাল থেকে ফেসবুকে পাওয়া যাচ্ছে।
সুতরাং, ২০১৯ সালের সেপ্টেম্বর মাসে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাষা শহীদ আবদুস সালাম হলে পুলিশের এক অভিযানে উদ্ধারকৃত অস্ত্রের ছবিকে সাম্প্রতিক দাবিতে প্রচার করা হচ্ছে; যা বিভ্রান্তিকর।
তথ্যসূত্র
- Bdnews24- নোয়াখালী প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের হল থেকে অস্ত্র উদ্ধার
- Daily Star- TERROR RISING
- Facebook Post
- Rumor Scanner’s Own Analysis