ভাইরাল ছবিগুলো মুহাম্মদ (সা.) এর ঘরের আসবাবপত্রের বাস্তব দৃশ্যের নয় 

সম্প্রতি, “মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর ঘরের আসবাবপত্র” শীর্ষক দাবিতে দুইটি ছবি ইন্টারনেটে ভাইরাল হয়েছে।

উক্ত দাবিতে চলতি বছর (২০২৪) ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।   

২০২৩ ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)। 

২০২১ সালে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)। 

একই দাবিতে চলতি বছর (২০২৪) টিকটকে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)। 

২০২৩ সালে টিকটকে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)। 

২০২২ সালে টিকটকে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)। 

একই দাবিতে ২০২৩ সালে ইউটিউবে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)। 

২০২২ সালে ইউটিউবে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)। 

২০২১ সালে ইউটিউবে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)। 

২০১৯ সালে ইউটিউবে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)। 

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, হয়রত মুহাম্মদ (সা.) এর ঘরের আসবাবপত্রের দৃশ্য দাবিতে ভাইরাল হওয়া ছবিগুলো মুহাম্মদ (সা.) এর ঘরের আসল দৃশ্যের নয় বরং এগুলো হাদিসের বর্ণনার ভিত্তিতে থ্রি ডি অ্যানিমেশনের মাধ্যমে তৈরি হযরত মুহাম্মদ (সা.) এর ঘরের আসবাবপত্রের আদলে তৈরি শিল্পকর্ম।

ভাইরাল ছবিগুলোর বিষয়ে অনুসন্ধানের শুরুতে কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে যুক্তরাষ্ট্রের ‘Devlet-i-Ailyye-Turkiya’ নামক একটি ইউটিউব চ্যানেলে ২০১৪ সালের ৭ সেপ্টেম্বর “[3D] The Inside of The Prophet Muhammad’s House and His Belongings (Replica)” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। এই ভিডিওতে দেখানো মুহাম্মদ (সা.) এর ঘরের আসবাবপত্রের দৃশ্যের সাথে আলোচিত ছবিগুলোর মিল খুঁজে পাওয়া যায়। 

Image Comparison : Rumor Scanner 
Image Comparison : Rumor Scanner

ভিডিওটির বিস্তারিত বর্ণনা থেকে জানা যায়, এটি  হাদিসের উপর ভিত্তি করে নির্মিত মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর ঘরের আসবাবপত্রের প্রতিরূপ। সৌদি আরবের জেদ্দায় এর প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

পরবর্তীতে ‘The thinking Muslim’ নামক ইসলামিক ব্লগ সাইটে ২০১৫ সালের ২৮ জুন “Inside of the Prophet Muhammad’s (pbuh) House and His Belongings (3D Replica)” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। আলোচিত ছবির সাথে এই প্রতিবেদনে থাকা ছবির ছবিরও মিল খুঁজে পাওয়া যায়। 

Screenshot : The Thinking Muslim’s Website 

উক্ত প্রতিবেদনেও আলোচিত ছবিটিকে হাসিদের বর্ণনার ওপর ভিত্তি করে তৈরি করা হযরত মুহাম্মদ (সা.) এর ঘরের একটি প্রতিরূপ বলে দাবি করা হয়। 

এছাড়া, অনলাইন সংবাদমাধ্যম পিএনএসনিউজ২৪ এবং ঢাকা মেইল এর ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন (,) থেকেও আলোচিত ছবি সম্পর্কে একই তথ্য খুঁজে পাওয়া যায়। 

অর্থাৎ, মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর ঘরের আসবাবপত্রের ছবি দাবিতে প্রচারিত ভাইরাল ছবিগুলো মুহাম্মদ (সা.) এর ঘরের আসবাবপত্রের বাস্তব ছবি নয়।

মূলত, মহানবী হযরত মুহাম্মদ (সা.) কেমন বাসায় কিভাবে থাকতেন তা ধর্মপ্রাণ মুসলমানদের জানাতে হাদিসের বর্ণনার ভিত্তিতে সৌদি আরবের জেদ্দায় এক শিল্পী থ্রি ডি অ্যানিমেশনের মাধ্যমে হযরত মুহাম্মদ (সা.) এর ঘরের আসবাবপত্রের বাস্তবধর্মী প্রতিরূপ তৈরি করেন। উক্ত প্রতিরূপে ছবিকে বিগত কয়েক বছর ধরেই রাসূল (সা.) এর ঘরের আসবাবপত্রের ছবি দাবিতে ইন্টারনেটে প্রচার করা হচ্ছে। 

সুতরাং, হাদিসের বর্ণনার ভিত্তিতে থ্রি ডি অ্যানিমেশনের মাধ্যমে তৈরি মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর ঘরের আসবাবপত্রের প্রতিরূপকে মুহাম্মদ (সা.) এর ঘরের আসবাবপত্রের বাস্তব দৃশ্য দাবিতে ইন্টারনেটে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ বিভ্রান্তিকর।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img