এটি নরসিংদীর মাধবদী বাজার গরুর হাটের ছবি নয়

সম্প্রতি, ১৯৫৪ সালে নরসিংদীর মাধবদী বাজার গরুর হাটের ছবি দাবিতে একটি ছবি ইন্টারনেটে প্রচার করা হয়েছে।

মাধবদী বাজার

ফেসবুকে উক্ত দাবিতে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আলোচিত ছবিটি নরসিংদীর মাধবদী বাজার গরুর হাটের নয় বরং এটি ভারতের কলকাতায় অবস্থিত আলিপুরের রাস্তার ছবি।

ছবিটির সত্যতা জানতে রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে, জ্ঞানের বিশ্বকোষ উইকিপিডিয়ার শাখা উইকিমিডিয়া কমনস এর ওয়েবসাইটে ২০২২ সালের ২৪ মে “File:Native bazaar at Alipore, near Calcutta (c. 1868).jpg“ শীর্ষক শিরোনামে প্রকাশিত শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি ছবি (আর্কাইভ) খুঁজে পাওয়া যায়।

উক্ত ছবির সাথে নরসিংদীর মাধবদী বাজার গরুর হাটের ছবি দাবিতে প্রচারিত ছবির হুবহু মিল খুঁজে পাওয়া যায়।

Image Comparison: Rumor Scanner

ছবির বিস্তারিত বিবরণী থেকে জানা যায়, ছবিটি উনিশ শতকের দিকে ভারতের কলকাতার আলিপুরের রাস্তার ছবি।

এছাড়া, ছবি স্টক বিষয়ক ওয়েবসাইট অ্যালামিতে “Vintage 19th century photograph: Street in Alipore, Calcutta, Kolkata, India” শীর্ষক শিরোনামে প্রকাশিত একই ছবি (আর্কাইভ) খুঁজে পাওয়া যায়।

এছাড়া, নরসিংদীর মাধবদী বাজার গরুর হাট সম্পর্কে কি-ওয়ার্ড সার্চ করে গুগল ম্যাপে স্থানটি খুঁজে পাওয়া যায়। সেখানে ব্যবহারকারীদের আপলোডকৃত একাধিক ছবি পর্যালোচনা করেও আলোচ্য ছবির স্থানের সাথে কোনো মিল পাওয়া যায়নি।

মূলত, ছবি স্টক সংক্রান্ত বিভিন্ন ওয়েবসাইটে উনিশ শতকের দিকে ভারতের কলকাতার আলিপুরের একটি রাস্তার ছবি অনেক আগে থেকেই বিদ্যমান। সম্প্রতি, সেই ছবিটিকেই নরসিংদীর মাধবদী বাজার গরুর হাটের ছবি দাবিতে ইন্টারনেটে প্রচার করা হয়েছে।

সুতরাং, নরসিংদীর মাধবদী বাজার গরুর হাটের ছবি দাবিতে ভারতের কলকাতার আলিপুরের একটি রাস্তার ছবি ইন্টারনেটে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img