১৯৭১ সালে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ছবি দাবিতে একটি ছবি সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। ছবিতে কয়েকজন সৈন্য মিলে এক নারীকে হেনস্তা করতে দেখা যাচ্ছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আইর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আলোচিত ছবিটি ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের নয় বরং এটি আলজেরিয়ার স্বাধীনতা যু্দ্ধের সময় ফরাসি সৈন্যদের দ্বারা একজন আলজেরিয়ান নারীকে যৌন নির্যাতনের ছবি।
ছবিটির সত্যতা জানতে রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে, জ্ঞানের বিশ্বকোষ উইকিপিডিয়ার শাখা উইকিমিডিয়া কমনস এর ওয়েবসাইটে “File:Algerian woman sexually abused by the French army.jpg“ শীর্ষক শিরোনামে প্রকাশিত শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি ছবি (আর্কাইভ) খুঁজে পাওয়া যায়।
উক্ত ছবির সাথে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময়ের ছবি দাবিতে প্রচারিত ছবির হুবহু মিল খুঁজে পাওয়া যায।

ছবির বিস্তারিত বিবরণী থেকে জানা যায়, ১৯৫৪ থেকে ১৯৬০ সালের দিকে আলজেরিয়ার স্বাধীনতা যু্দ্ধের সময় ফরাসি সৈন্য কর্তৃক আলজেরিয়ান একজন নারীকে যৌন নির্যাতনের সময় এই ছবি তোলা হয়েছিল।
আলজেরিয়া ভিত্তিক গণমাধ্যম Algeria Times এর ওয়েবসাইটে ২০১৩ সালের ১৮ ফেব্রুয়ারি “جرائم الاستعمار الفرنسي التي لا تغتفر” শীর্ষক শিরোনামে প্রকাশিত প্রতিবেদন থেকেও একই তথ্য জানা যায়।
সুতরাং, আলজেরিয়ার স্বাধীনতা যু্দ্ধের সময় ফরাসি সৈন্য কর্তৃক আলজেরিয়ান নারীকে যৌন নির্যাতনের ছবিকে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময়ের দৃশ্য দাবিতে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।
তথ্যসূত্র
- Wikimedia Commons – File:Algerian woman sexually abused by the French army.jpg
- Algeria Times – “جرائم الاستعمار الفرنسي التي لا تغتفر