সম্প্রতি, “দুর্লভ একটি ছবি! হলিউড তারকাদের সাথে এক ফ্রেমে মিঠুন চক্রবর্তী!” শীর্ষক শিরোনামে একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।
ছবিতে দেখা যাচ্ছে, হলিউড চলচ্চিত্র ডেডপুল ও ওলভারনি’র সুট পরিহিত কিছু ব্যক্তিদ্বয়ের মধ্যে টালিউড অভিনেতা মিঠুন চক্রবর্তী রয়েছেন।

উক্ত ছবি প্রচার করে ফেসবুকের একটি পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ওপার বাংলা থেকে প্রচারিত কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, হলিউড তারকাদের সাথে এই ছবিতে মিঠুন চক্রবর্তী ছিলেন না বরং ডিজিটাল প্রযুক্তির সহায়তায় এই ছবিতে মিঠুনের ভিন্ন একটি ছবি যুক্ত করে প্রচার করা হচ্ছে।
এ বিষয়ে অনুসন্ধানে যুক্তরাজ্য ভিত্তিক গণমাধ্যম Daily Mail এর ওয়েবসাইটে ২০২৩ সালের ১৭ জুলাই “Ryan Reynolds and Hugh Jackman are joined by lookalike stunt doubles as Wolverine returns for brutal Deadpool 3 fight scene in front of a toppled 20th Century Fox sign” শীর্ষক শিরোনামে প্রকাশিত প্রতিবেদন (আর্কাইভ) খুঁজে পাওয়া যায়।
প্রতিবেদনে থাকা একটি ছবির সাথে আলোচিত দাবিতে প্রচারিত ছবির আনুষঙ্গিক মিল থাকলেও ছবিতে মিঠুনের উপস্থিতি দেখা যায়নি।

প্রতিবেদন থেকে জানা যায়, ছবিটি ডেডপুল-৩ নামক হলিউড চলচ্চিত্রের সেট’র ফাইটিং দৃশ্য থেকে তোলা। এসময় রায়ান রেনল্ডস এবং হাগ জ্যাকম্যান সহ তাদের স্টান্টম্যানদের সাথে কথা বলছিলেন।
পরবর্তীতে মিঠুন চক্রবর্তীর ছবিটির বিষয়ে অনুসন্ধানে ভারতীয় পোর্টাল Postoast.com এর ওয়েবসাইটে ২০২১ সালের ২০ এপ্রিল “17 Photos That Prove Mithun Chakraborty Fashion Sense Was Way Ahead Of Its Time” শীর্ষক শিরোনামে প্রকাশিত প্রতিবেদন (আর্কাইভ) খুঁজে পাওয়া যায়। এই প্রতিবেদনে টালিউড অভিনেতা মিঠুন চক্রবর্তীর ফ্যাশন সম্পর্কিত পোশাকের কিছু ছবি প্রকাশ করা হয়।
প্রতিবেদনের একটি ছবির সাথে আলোচিত দাবিতে প্রচারিত ছবিতে থাকা মিঠুনের ছবিটির মিল খুঁজে পাওয়া যায়।

এছাড়া, ডেডপুল-৩ চলচ্চিত্রের অভিনয় তালিকায় মিঠুন চক্রবর্তী থাকার সত্যতা পাওয়া যায়নি।
মূলত, ডেডপুল-৩ নামক একটি হলিউড চলচ্চিত্রের সেটের ফাইটিং দৃশ্যে চলচ্চিত্রটির অভিনেতা রায়ান রেনল্ডস এবং হাগ জ্যাকম্যান-সহ তাদের স্টান্টম্যানদের সাথে কথা বলছিলেন। সেসময়ের শুটিংয়ের একটি ছবিতে টালিউড অভিনেতা মিঠুন চক্রবর্তী থাকার দাবিতে একটি ছবি ইন্টারনেটে প্রচারিত হয়েছে। তবে রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, মিঠুন চক্রবর্তীর একটি পুরোনো ছবি ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনা করে ডেডপুল-৩ সিনেমার শুটিংয়ের দৃশ্যের ছবিতে যুক্ত করা হয়েছে।
সুতরাং, ডেডপুল-৩ নামক হলিউড চলচ্চিত্রের শুটিংয়ের দৃশ্যে টালিউড অভিনেতা মিঠুন চক্রবর্তীর ছবি যুক্ত করে বাস্তব দাবিতে প্রচার করা হয়েছে; যা এডিটেড বা বিকৃত।
তথ্যসূত্র
- Daily Mail – Ryan Reynolds and Hugh Jackman are joined by lookalike stunt doubles as Wolverine returns for brutal Deadpool 3 fight scene in front of a toppled 20th Century Fox sign
- Postost.com – 17 Photos That Prove Mithun Chakraborty Fashion Sense Was Way Ahead Of Its Time
- Rumor Scanner’s own analysis