সম্প্রতি, “ফিলিস্তিনের বিজয় হবে ইনশাল্লাহ ইসরায়েলে নেতা নিয়াহুর উপর আল্লাহর বড় গজব এসেছে” শীর্ষক শিরোনামে একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে(আর্কাইভ) এখানে(আর্কাইভ), এখানে(আর্কাইভ)

একই দাবিতে টিকটকে প্রচারিত ভিডিও দেখুন এখানে(আর্কাইভ), এখানে(আর্কাইভ)
যা দাবি করা হচ্ছে
টিকটকে প্রচারিত ভিডিওগুলোতে দাবি করা হচ্ছে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর শরীর প্যারালাইজড বা পক্ষাঘাতগ্রস্ত হয়েছেন।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু প্যারালাইজড বা পক্ষাঘাতগ্রস্ত হননি বরং রবার্ট লারা নামের এক করোনা আক্রান্ত রোগীর ছবিকে এডিট করে আলোচিত দাবিতে প্রচার করা হচ্ছে।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু আসলেই পক্ষাঘাতগ্রস্ত বা প্যারালাইজড হয়েছেন কিনা তাযাচাইয়ে অনুসন্ধানের শুরুতে গুগলে প্রাসঙ্গিক কি ওয়ার্ড সার্চের মাধ্যমে আন্তর্জাতিক সংবাদমাধ্যম কিংবা নির্ভরযোগ্য কোনও সূত্রে এমন দাবির কোনো সত্যতা খুঁজে পাওয়া যায়নি।
পরবর্তীতে, কি ওয়ার্ড সার্চের মাধ্যমে CBS Evening News এর ইউটিউব চ্যানেলে ২০২৩ সালের ১৭ নভেম্বর “Netanyahu on a potential cease-fire, Al-Shifa hospital raid” শীর্ষক শিরোনামে প্রকাশিত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর একটি ভিডিও সাক্ষাৎকার খুঁজে পায় রিউমর স্ক্যানার টিম।
উক্ত ভিডিওতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে চলমান হামাস-ইসরায়েল যুদ্ধের বিষয়ে সাক্ষাৎকার প্রদান করতে দেখা যায়।

অর্থাৎ, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু শারীরিকভাবে সুস্থ আছেন।
এছাড়া, আলোচিত ছবিটি রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে, ২০২০ সালের ৭ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম WWL-TV এর ওয়েবসাইটে “After 85 days on a ventilator and 4 weeks in a coma, man survives battle with coronavirus” শীর্ষক শিরোনামের একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।
উক্ত প্রতিবেদনে সংযুক্ত ভিডিওতে প্রদর্শিত মুমূর্ষু ব্যক্তির ছবির সাথে আলোচিত ছবিটির সাদৃশ্য খুঁজে পাওয়া যায়।

উক্ত প্রতিবেদন থেকে জানা যায়, ছবির ব্যক্তির নাম রবার্ট লারা। ২০২০ সালে করোনা আক্রান্ত হয়ে চার সপ্তাহ কোমায় ছিলেন তিনি।
পাশাপাশি, যুক্তরাষ্ট্রের তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান Verify এর ওয়েবসাইটে ২০২০ সালের ৭ সেপ্টেম্বর “JP Man recovering from medical coma after battling COVID-19” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পায় রিউমর স্ক্যানার টিম।

উক্ত প্রতিবেদন থেকেও নিশ্চিত হওয়া যায় যে আলোচিত ছবিটি ২০২০ সালে করোনা আক্রান্ত হয়ে কোমায় চলে যাওয়া রবার্ট লারা’র।
মূলত, ২০২০ সালে রবার্ট লারা নামের জনৈক মার্কিন নাগরিক করোনা আক্রান্ত হয়ে চার সপ্তাহ কোমায় ছিলেন। তার করোনা আক্রান্ত সময়ের একটি ছবিকে ডিজিটাল প্রযুক্তির সাহায্যে এডিট করে তার মুখমণ্ডলের স্থলে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর মুখচ্ছবি বসিয়ে নেতানিয়াহু পক্ষাঘাতগ্রস্ত বা প্যারালাইজড হয়েছেন দাবিতে ইন্টারনেটে প্রচার করা হচ্ছে।
উল্লেখ্য, পূর্বেও ইন্টারনেটে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে জড়িয়ে মিথ্যা তথ্য ছড়িয়ে পড়লে সে বিষয়ে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করে রিউমর স্ক্যানার।
সুতরাং, ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু প্যারালাইজ বা পক্ষাঘাতগ্রস্ত হওয়ার দাবিটি সঠিক নয় এবং উক্ত দাবিতে ইন্টারনেটে প্রচারিত ছবিটি এডিটেড বা বিকৃত।