জামায়াত-শিবির সদস্যদের আটকের ছবি দাবিতে যুবদল নেতাদের আটকের ছবি প্রচার

সম্প্রতি, লালমনিরহাটের কালীগঞ্জ ভোটমারী এলাকা থেকে জামায়াত-শিবিরের সন্ত্রাসী বাহিনীকে রগ কাটার সরঞ্জাম সহ গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী শীর্ষক দাবিতে একটি ছবি সামাজিক সামাজিক মাধ্যমে প্রচার হতে দেখেছে রিউমর স্ক্যানার।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আলোচিত দাবিতে প্রচারিত ছবিটি জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের কোনো সদস্যের নয়। বরং, আটককৃতরা হলেন, লালমনিরহাটের জেলা যুবদলের সদ্য বিলুপ্ত কমিটির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আহসান শহীদ সরওয়ারর্দী ও একই এলাকার যুবদল কর্মী গোলাম রব্বানী।

এ বিষয়ে অনুসন্ধানে অনলাইন সংবাদমাধ্যম বিডিনিউজ২৪ এর ওয়েবসাইটে গত ৮ ফেব্রুয়ারি ‘লালমনিরহাটে যুবদলের ২ নেতা গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার’ শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। প্রতিবেদনে থাকা ছবির সাথে আলোচিত দাবিতে প্রচারিত ছবির মিল পাওয়া যায়।

Comparison: Rumor Scanner

প্রতিবেদনে বলা হয়, লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় যুবদলের দুই নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। এ সময় তাদের একটি কক্ষ থেকে বেশকিছু দেশিয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

আটক আহসান শহীদ সরওয়ারর্দী (৩৫) উপজেলার ভোটমারী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের প্রয়াত আতাউর রহমানের ছেলে এবং জেলা যুবদলের সদ্য বিলুপ্ত কমিটির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক।

অপর আটক গোলাম রব্বানী (৩০) উপজেলার উত্তর মুসরত মদাতী এলাকার আজিজুল হকের ছেলে। তিনি একই এলাকার যুবদল কর্মী।

এছাড়া, অন্যান্য সংবাদমাধ্যমের এ সংক্রান্ত সংবাদ থেকেও একই তথ্য পাওয়া যায়। এসব প্রতিবেদনে আটককৃত ব্যক্তিদের সাথে জামায়াত বা শিবিরের কোনো সংশ্লিষ্টতার তথ্য উল্লেখ পাওয়া যায়নি।

সুতরাং, লালমনিরহাটের কালীগঞ্জে অস্ত্র ও মাদকসহ যুবদলের দুই নেতা আটকের ছবিকে জামায়াত-শিবির দাবিতে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img