হরতালের সমর্থনে নয়, ভিন্ন কারণে পঞ্চগড়ে রেলস্টেশন অবরোধ করেছিল এলাকাবাসী 

সম্প্রতি আওয়ামী লীগ সমর্থিত অনলাইন প্লাটফর্ম এ টিম কর্তৃক আজ ১৮ জানুয়ারি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পদত্যাগসহ বেশকিছু দাবিতে হরতাল আহ্বান করা হয়েছে। এরই প্রেক্ষিতেপঞ্চগড়ের আটোয়ারী উপজেলার কিসমত রেলস্টেশনে হরতাল পালন হচ্ছে’ শীর্ষক ক্যাপশনে একটি ভিডিও ইন্টারনেটে বিভিন্ন মাধ্যমে প্রচার করা হচ্ছে।

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক 

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আওয়ামী লীগের ডাকা হরতালের সমর্থন জানিয়ে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার কিসমত রেলস্টেশন অবরোধ করা হয়নি বরং, পঞ্চগড়ে আটোয়ারী-বোদা কিসমত রেলস্টেশনে দ্রুতযান এক্সপ্রেস চালু রাখার দাবিতে আজ (১৮ জানুয়ারি) সকালে দুই ঘন্টা  অবরোধ করে রেখেছিল এলাকাবাসী।

অনুসন্ধানে ঢাকা পোস্টের ওয়েবসাইটে আজ (১৮ জানুয়ারি) “পঞ্চগড়ে ট্রেন চালু রাখার দাবিতে স্টেশন অবরোধ” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। উক্ত প্রতিবেদনে থাকা ছবির সাথে আলোচিত ভিডিওর মিল রয়েছে। 

Comparison By Rumor Scanner 

উক্ত প্রতিবেদন থেকে জানা যায়, আজ (১৮ জানুয়ারি) সকালে স্থানীয় এলাকাবাসী পঞ্চগড়ে আটোয়ারী-বোদা কিসমত রেলস্টেশনে দ্রুতযান এক্সপ্রেস চালু রাখার দাবিতে স্টেশনটি দুই ঘন্টা অবরোধ করেছিল। পরবর্তীতে প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেন তারা।

প্রতিবেদন থেকে জানা যায়, স্টেশন মাস্টার বজলুর রহমান বলেন, এই স্টেশনে দ্রুতযান এক্সপ্রেসটি ট্রেনটির দুই মিনিট বিরতি ছিল। এটা সরকার প্রত্যাহার করায় স্থানীয় বাসিন্দারা সকালে যাত্রাবিরতির দাবিতে স্টেশন অবরোধ করেন। পরে ইউএনও, পুলিশ এসে বিষয়টি নিয়ে কথা বলেছেন। প্রশাসনের আশ্বাসে তারা অবরোধ তুলে নেন। ট্রেনটির টিকিট খুবই কম বিক্রি হচ্ছে এই স্টেশনে।

একই তথ্যে সংবাদ প্রকাশ করেছে দৈনিক ইত্তেফাকশেয়ার বিজ

অর্থাৎ, পঞ্চগড়ে আটোয়ারী-বোদা কিসমত রেলস্টেশনে দ্রুতযান এক্সপ্রেস চালু রাখার দাবিতে কিসমত রেলস্টেশনরটি অবরোধ করেছিল স্থানীয় এলাকাবাসী। 

সুতরাং, দ্রুতযান এক্সপ্রেস চালু রাখার দাবিতে কিসমত রেলস্টেশন অবরোধ করে রাখার দৃশ্যকে আওয়ামী লীগের ডাকা হরতালের সমর্থনে অবরোধ করার ঘটনা দাবিতে প্রচার করা হচ্ছে; যা বিভ্রান্তিকর। 

তথ্যসূত্র 

আরও পড়ুন

spot_img