সম্প্রতি ‘সিলেট বাসীর বর্তমান অবস্থা‘ শীর্ষক দাবিতে একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

ফেসবুকে প্রচারিত এমন কিছু ছবি দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে। আর্কাইভ ভার্সন দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, সিলেট বাসীর বর্তমান অবস্থা দাবিতে প্রচারিত ছবিটি সিলেটের চলমান বন্যা পরিস্থিতির নয় বরং ছবিটি পাকিস্তানের পর্যটন স্থান লাহোর ক্যানেলের।
রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে, নেপাল ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল ‘POKHARA TOURISM NEWS‘ এ ২০১৭ সালের ১৪ আগস্ট “हालसम्म बाढीपहिरोबाट ६६ जनाको मृत्यु २८ घाइते र ५३ जना बेपत्ता” গুগল অনুবাদ-(‘এ পর্যন্ত ৬৬ জন নিহত, ২৮ জন আহত ও ৫৩ জন নিখোঁজ হয়েছেন’) শীর্ষক শিরোনামে প্রচারিত প্রতিবেদনে একই ছবিটি খুঁজে পাওয়া যায়। উক্ত প্রতিবেদনে ছবিটিকে নেপালের বন্যার ছবি বলে দাবি করা হয়।

এছাড়া, ভারত ভিত্তিক অনলাইন পোর্টাল ‘THE MOURNING CHRONICLE’CHRONICLE‘ এ ২০১৭ সালের ১৮ আগস্ট “Bihar Flood: Devastation continues” শীর্ষক শিরোনামে প্রচারিত প্রতিবেদনেও একই ছবিটি খুঁজে পাওয়া যায়। সেখানেও ছবিকে নেপালের বন্যার ছবি দাবি করা হয়।
তাছাড়া, ‘Global Giving’ নামের একটি এনজিওর ওয়েবসাইটেও আলোচিত ছবিটিকে নেপালের বন্যা ছবি দাবি করা হয়।
পাশাপাশি, মায়ানমারের আরাকানে রোহিঙ্গাদের দুর্দশার চিত্র দাবিতে ২০১৭ সালে একাধিক টুইট ও ফেসবুক পোস্টে প্রচারিত একই ছবিটি খুঁজে পাওয়া যায়। এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে।
পরবর্তীতে, উক্ত ছবিটিকে ২০১৭ সালের আরাকানের বন্যার ছবি দাবি করে বেশ কয়েকটি অনলাইন পোর্টালে প্রকাশিত সংবাদ খুঁজে পাওয়া যায়। এমন কিছু প্রতিবেদন দেখুন এখানে, এখানে এবং এখানে।
তবে, সেসময় উক্ত ছবিকে মায়ানমারের আরাকানে রোহিঙ্গাদের দুর্দশার চিত্র দাবিতে প্রচারিত সংবাদকে মিথ্যা হিসেবে শনাক্ত করে ফ্যাক্টচেক রিপোর্ট প্রকাশ করেছিলো তুরস্কের ফ্যাক্টচেকিং সাইট ‘Teyit’। ‘Teyit’ বিস্তারিত বিশ্লেষণ করে দেখিয়েছে এটি পাকিস্তানের জনপ্রিয় পর্যটন স্থান লাহোর ক্যানেলের ছবি।
পরবর্তীতে ভ্রমণ ভিত্তিক ওয়েবসাইট ট্রিপ এডভাইজরের ওয়েবসাইটে লাহোর ক্যানেল এর সাথে আলোচিত ছবিটির মিল খুঁজে পাওয়া যায়।
উল্লেখ্য, লাহোর ক্যানেল হলো পাকিস্তানের লাহোর শহরে অবস্থিত একটি জলপথ। এটি পর্যটন স্থল হিসেবে পাকিস্তানে বহুল পরিচিত। উক্ত জলপথে এসে পর্যটকরা নিজেদেরকে শীতল করেন। ইন্টারনেট হতে প্রাপ্ত উক্ত স্থানের বেশ কিছু ছবির সঙ্গে আলোচিত ছবিটির মিল রয়েছে।
ফটো স্টক ওয়েবসাইট ‘getty images‘ থেকে পাওয়া লাহোর ক্যানেলের ছবি।

মধ্যপ্রাচ্য ভিত্তিক গণমাধ্যম ‘arabnews‘ এ লাহোর ক্যানেল নিয়ে প্রকাশিত প্রতিবেদনে সংযুক্ত লাহোর ক্যানেলের ছবি।

মূলত, লাহোর ক্যানেল পাকিস্তানের একটি জনপ্রিয় পর্যটন স্থান। ইন্টারনেট থেকে উক্ত স্থানের একটি পুরোনো ছবি সংগ্রহ করে সিলেটে চলমান বন্যা পরিস্থিতির দৃশ্য দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক প্রচার করা হচ্ছে।
প্রসঙ্গত, ভারতের মেঘালয়ের চেরাপুঞ্জিতে ভারী বর্ষণের কারণে গত বৃহস্পতিবার (১৬ জুন) রাত থেকে ১২ ঘন্টাতেই সুনামগঞ্জে চার ফুট পানি বেড়ে যায়। ফলে বন্যার ভয়াবহতায় দিশেহারা হয়ে পড়ে সুনামগঞ্জের মানুষ। সুনামগঞ্জ ছাড়াও টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে সিলেটের কোম্পানিগঞ্জ, গোয়াইনঘাট, জৈন্তাপুর, বিশ্বনাথ, কানাইঘাটসহ সিলেট সদরের ৮০ শতাংশ এবং সুনামগঞ্জের ৯০ শতাংশ এলাকা প্লাবিত হয়েছে।
আরো পড়ুনঃ সিলেটে ডাকাতির দাবিতে প্রচারিত সিসিটিভি ফুটেজটি মিথ্যা
এদিকে সিলেটের বন্যা পরিস্থিতির সবশেষ পাওয়া তথ্য মতে, সোমবার (২০ জুন) সকালেও সেখানে ঝুম বৃষ্টি হয়েছে। গতকাল রোববার দিনে কম বৃষ্টি হলেও আজ বৃষ্টি হওয়ায় বন্যা পরিস্থিতি অপরিবর্তিত আছে। তবে গতকালের তুলনায় আজ সিলেটে নদ-নদীর পানি কমেছে। সোমবার সকাল নয়টার পানি উন্নয়ন বোর্ডের সবশেষ তথ্যমতে, সিলেটে সুরমা নদীর পয়েন্টে পানি এখনো বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সুরমা নদীর সিলেট পয়েন্টে বিপৎসীমা ১০ দশমিক ৮০। সেখানে এখন পানি ১১ দশমিক ৩৫।
সুতরাং, পাকিস্তানের একটি পর্যটন স্থানের পুরোনো দৃশ্যকে সিলেটে চলমান ভয়াবহ বন্যা পরিস্থিতির ছবি দাবিতে ফেসবুকে প্রচারিত হচ্ছে; যা সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
Trip Advisor- The Lahore Canal – All You Need to Know BEFORE You Go
POKHARA TOURISM NEWS- https://pokharatourismnews.com/archives/728
THE MOURNING CHRONICLE- Bihar Flood: Devastation continues – The Morning Chronicle
Global Giving- https://www.globalgiving.org/projects/rebuild-the-home-and-livelihood-of-100-flood-victims/
Getty Images: 252 Lahore Canal Photos and Premium High Res Pictures – Getty Images
Arab News: Lahorites beat the heat on ‘canal beach’ | Arab News
BBC Bangla: বন্যা: সিলেট, সুনামগঞ্জে ভয়াবহ পরিস্থিতিতে লাখ লাখ মানুষ, বিচ্ছিন্ন সুনামগঞ্জ – BBC News বাংলা
Banglanews24: সিলেট-সুনামগঞ্জে বন্যা পরিস্থিতি মোকাবিলায় নৌবাহিনী