সম্প্রতি “ত্রাণ নিয়ে এসেছি’ বলে ডাকে। ‘কিছু খাবার এসেছে’ আশা নিয়ে দরজা খুলে দেখে ডাকাত!!সিলেটের অবস্থা” শিরোনামে সিসিটিভি ক্যামেরার একটি স্থিরচিত্র সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে। পোস্টগুলোর আর্কাইভ ভার্সন দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে।
ফ্যাক্টচ্যাক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, আলোচিত সিসিটিভি ফুটেজের স্থিরচিত্রটি সিলেটের কোনো ডাকাতির ঘটনার নয় বরং এটি ২০১৬ সালে ভারতের মুম্বাইয়ে ডাকাতি হওয়ার সময় ধারণকৃত সিসিটিভি ফুটেজের স্থিরচিত্র।
রিভার্স সার্চের মাধ্যমে, ভারতীয় গণমাধ্যম NDTV এর অফিশিয়াল ইউটিউব চ্যানেলে ২০১৬ সালের ০৮ ফেব্রুয়ারি “’Chaddi Baniyan’ gang members arrested in Mumbai” শিরোনামে প্রকাশিত একটি ভিডিও প্রতিবেদন পাওয়া যায়। উক্ত ভিডিও প্রতিবেদনে প্রচারিত সিসিটিভি ফুটেজের একটি দৃশ্যের সাথে আলোচিত স্থিরচিত্রের হুবহু মিল পাওয়া যায়।
ভিডিওটির বিস্তারিত বিবরণীতে লেখা রয়েছে, “শহরতলির বোরিভালিতে এক বয়স্ক দম্পতিকে ডাকাতি করার পরে কুখ্যাত ‘Chaddi Baniyan”’ গ্যাংয়ের চার সন্দেহভাজন সদস্যকে পুলিশ গ্রেপ্তার করেছে।” (অনুবাদিত)

পরবর্তীতে কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে, ভারতীয় সংবাদমাধ্যম The Indian Express এর ওয়েবসাইটে ২০১৬ সালের ০৯ ফেব্রুয়ারি “Mumbai: 4 ‘Chaddi Banyan’ gang members arrested” শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।
উক্ত ঘটনা নিয়ে Times of India, India Today সহ একাধিক ভারতীয় গণমাধ্যমে সে সময়ে প্রকাশিত প্রতিবেদন পাওয়া যায়।
আরো পড়ুনঃ সিলেটে বন্যার পানিতে কুমির আসার দাবিতে প্রচারিত ভিডিওটি পুরোনো
মূলত, ২০১৬ সালে ভারতের মুম্বাই শহরে বসবাসরত প্রবীণ দম্পতির বাসায় ‘Chaddi Gang’ নামের ডাকাত সদস্যরা ডাকাতি করে। ডাকাত দলের ঐ বাসায় প্রবেশের সময় সিসিটিভি ক্যামেরায় ধারণকৃত একটি দৃশ্যের স্থিরচিত্রকে সাম্প্রতিক সময়ে সিলেটের বন্যা পরিস্থিতে ডাকাতির দৃশ্য দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে।
প্রসঙ্গত, সিলেট বিভাগে ভয়াবহ বন্যা পরিস্থিতির কারণে নিচু বাসাবাড়িগুলো ছেড়ে অনেকেই বহুতল ভবনে আশ্রয় নিয়েছেন। বিদ্যুৎ কেন্দ্রগুলো ডুবে যাওয়ায় বন্য কবলিত এলাকায় বিদ্যুৎও নেই। ফলে অন্ধকারে ডুবে থাকা শহরের বিভিন্ন ঘরবাড়িতে চুরি হওয়ার আশঙ্কা করেছেন অনেকে। মূলত এই ভীতির ফলেই ডাকাতি হওয়ার আশঙ্কা ফেসবুকে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। ফেসবুকে এসব পোস্ট দেখে ক্রমাগত জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করতে থাকেন অনেকে। ফলে পুলিশও টহল বাড়ায়। তবে বিভিন্ন এলাকা ঘুরে পুলিশ ডাকাতির প্রমাণ পায়নি। যারা মাইকিং করেছেন, তারাও নিজ চোখে এমন কোনো ঘটনা দেখেননি, অন্যের মাধ্যমে জেনেছেন। পুলিশ কর্মকর্তারা বলছেন, যেহেতু এ ধরনের দুর্যোগে অনেকেই দুষ্কৃতির সুযোগ নিতে পারে, তাই সতর্ক থাকা উচিত। তবে শতভাগ নিশ্চিত না হয়ে ডাকাতির খবর না ছড়ানোর অনুরোধ করেছেন তারা।
সুতরাং, ২০১৬ সালে ভারতে ডাকাতির ঘটনায় ধারণকৃত একটি সিসিটিভি ফুটেজের স্থিরচিত্রকে সম্প্রতি সিলেটের বন্যা পরিস্থিতে ডাকাতির দৃশ্য দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- NDTV: ‘Chaddi Baniyan’ gang members arrested in Mumbai
- The Indian Express: Mumbai: 4 ‘Chaddi Banyan’ gang members arrested | Cities News,The Indian Express
- Times of India: Night-long siege, shootout as suspected ‘chaddi-baniyan’ gang breaks into Borivali house | Mumbai News – Times of India
- India Today: ‘Chaddi Baniyan’ gang members held in Mumbai – India News
- Ittefaq: সিলেট ও সুনামগঞ্জে ‘ডাকাত আতঙ্ক’