সম্প্রতি, “লাইসেন্স বিহীন সরকার, এই মূহুর্তে বাংলা ছাড়” শীর্ষক শিরোনামে একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
ভাইরাল কিছু ফেসবুক পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, আলোচিত ছবিটি মূলত এডিটেড এবং একটি অনলাইন পত্রিকা থেকে মূল ছবিটি সংগ্রহ করে তা ডিজিটাল প্রযুক্তির সহায়তায় বিকৃত করা হয়েছে।
রিভার্স ইমেজ সার্চ পদ্ধতি ব্যবহার করে গত ৫ ডিসেম্বরে বিডিনিউজ২৪ পত্রিকার অনলাইন সংস্করণে “Bus owners accept 50% student discount in all metropolitan areas” শিরোনামে প্রকাশিত প্রতিবেদনে মূল ছবিটি খুঁজে পাওয়া যায়। মূল ছবিটিতে বাসে অর্ধেক ভাড়া পাসের দাবিতে আন্দোলনরত এক শিক্ষার্থীর হাতে “হাফ পাস ভিক্ষা না, আমাদের অধিকার” সম্বলিত হাতে লেখা একটি প্ল্যাকার্ড দেখা যায়।

মূলত, ছবিটিতে থাকা প্ল্যাকার্ডের এই লেখাকে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় বিকৃত করে “লাইসেন্স বিহীন সরকার, এই মূহুর্তে বাংলা ছাড়” লেখায় প্রতিস্থাপন করে সামাজিক যোগাযোগ মাধ্যমেই প্রচার করা হচ্ছে।
এছাড়াও, দ্যা ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস পত্রিকার অনলাইন সংস্করণে “Bus owners accept 50pc student discount in all metropolitan areas” শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদনে আসল ছবিটি খুঁজে পাওয়া যায়।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে শিক্ষার্থীদের জন্য বাসে হাফ ভাড়া গ্রহণ এবং নিরাপদ সড়কসহ বেশ কিছু দাবি নিয়ে সড়কে আন্দোলন করেছে শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের আন্দোলনের প্রেক্ষিতে মহানগর এলাকায় এবং সিটি সার্ভিস চালু আছে এমন শহরে অর্ধেক ভাড়া নেওয়া হবে বলে নিশ্চিত করেছে সরকার এবং বাস মালিক সমিতি।
অর্থাৎ, শিক্ষার্থীদের জন্য বাসে অর্ধেক ভাড়া বাস্তবায়নের দাবিতে সংঘটিত আন্দোলনের একটি ছবি বিকৃত করে “লাইসেন্স বিহীন সরকার এই মূহুর্তে বাংলা ছাড়” লিখে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে, যা সম্পূর্ণ ভুয়া।
[su_box title=”True or False” box_color=”#f30404″ radius=”0″]
- Claim Review: লাইসেন্স বিহীন সরকার এই মূহুর্তে বাংলা ছাড়
- Claimed By: Facebook Posts
- Fact Check: False
[/su_box]
তথ্যসূত্র
- Bdnews24: https://bdnews24.com/bangladesh/2021/12/05/bus-owners-accept-50-student-discount-in-all-metropolitan-areas / https://archive.ph/zKSA3
- The Financial Express: https://thefinancialexpress.com.bd/national/bus-owners-accept-50pc-student-discount-in-all-metropolitan-areas-1638692581
- Prothom Alo: https://www.prothomalo.com/bangladesh/%E0%A6%AF%E0%A7%87%E0%A6%96%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%87%E0%A6%87-%E0%A6%B8%E0%A6%BF%E0%A6%9F%E0%A6%BF-%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B8-%E0%A6%8F%E0%A6%96%E0%A6%A8-%E0%A6%B8%E0%A7%87%E0%A6%96%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%87%E0%A6%87-%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%AB-%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%B8