‘নিরাপদ মীনা রাজু কনডম’ দাবিতে প্রচারিত জন্মনিয়ন্ত্রণ সামগ্রীর প্যাকেটের ছবিটি সম্পাদিত

সম্প্রতি, জাতিসংঘ জরুরি শিশু তহবিল (ইউনিসেফ) এর সহায়তায় নির্মিত সামাজিক বৈষম্যের বিরুদ্ধে সচেতনতা তৈরি ও শিশুদের জন্য শিক্ষামূলক কার্টুন চরিত্র মীনা, রাজু এবং মীনার সবচেয়ে কাছের বন্ধু ও তার পোষা টিয়া মিঠুর ছবি ব্যবহার করে তৈরি করা একটি জন্মনিয়ন্ত্রণ সামগ্রীর প্যাকেটের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘নিরাপদ মীনা রাজু কনডম’ দাবিতে প্রচার করা হয়েছে।

মীনা রাজু কনডম

সাম্প্রতিক সময়ে উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন- এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ

উক্ত দাবিতে ২০২১ সালের ফেসবুক পোস্ট দেখুন- এখানে (আর্কাইভ)।

উক্ত দাবিতে ২০২৩ সালের ফেসবুক পোস্ট দেখুন- এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ‘নিরাপদ মীনা রাজু কনডম’ দাবিতে প্রচারিত জন্মনিয়ন্ত্রণ সামগ্রীর প্যাকেটের ছবিটি আসল নয়। বরং, ডিজিটাল প্রযুক্তির সাহায্যে ‘নিরাপদ কনডম’ নামের জন্মনিয়ন্ত্রণ সামগ্রীর মূল প্যাকেটের ছবি ও লেখা সম্পাদনা করে মীনা-রাজুর নাম ও ছবি সংযুক্ত করে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।

অনুসন্ধানের শুরুতে আলোচিত দাবিতে প্রচার করা জন্মনিয়ন্ত্রণ সামগ্রীর প্যাকেটের ছবিটি পর্যবেক্ষণ করে রিউমর স্ক্যানার। পর্যবেক্ষণে, প্যাকেটের ছবিতে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের লোগোর পাশাপাশি কার্টুন চরিত্র মীনা, রাজু এবং মীনার বন্ধু ও তার পোষা টিয়া মিঠুর ছবি চিরাচরিত ভঙ্গিতে দেখতে পাওয়া যায়। 

তবে আলোচিত জন্মনিয়ন্ত্রণ সামগ্রীর প্যাকেটের ছবিতে কিছু অসামঞ্জস্যতা চোখে পড়ে। প্রথমত প্যাকেটের ছবিতে কনডম লেখার ঠিক ওপরে মীনা রাজু লেখাটির ফন্ট ডিজাইনে অসামঞ্জস্যতা রয়েছে। দ্বিতীয়ত, মীনা ও রাজুর ছবির ওপর  ‘*গন্ধিযুক্ত’ লেখাটির মধ্যে ফন্ট কালারের অসামঞ্জত্য চোখে পড়ে।

Indicated by Rumor Scanner

পরবর্তীতে, আলোচিত জন্মনিয়ন্ত্রণ সামগ্রীর প্যাকেটের ছবিটি রিভার্স ইমেজ সার্চ করে জনপ্রিয় অনলাইন সংবাদ মাধ্যম ‘জাগোনিউজ২৪.কম’ এর ওয়েবসাইটে গত ৩০ মার্চ ‘চাঁপাইনবাবগঞ্জে তীব্র হচ্ছে জন্মনিয়ন্ত্রণ সামগ্রীর সংকট’ শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদনে ফিচারে সংযুক্ত একটি ছবির সাথে আলোচিত জন্মনিয়ন্ত্রণ সামগ্রীর প্যাকেটের ছবির সাথে সাদৃশ্য লক্ষ্য করা যায়।

Comparison: Rumor Scanner

পরবর্তীতে, চাঁপাইনবাবগঞ্জ পরিবার পরিকল্পনা অফিসের ওয়েবসাইটে ও অনলাইন নিউজ পোর্টাল সারাবাংলা ডট নেট এর একটি প্রতিবেদনে ‘নিরাপদ কনডম’ এর প্যাকেটের ছবি পাওয়া যায়।  

পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আইইএম ইউনিটের ‘IEM DGFP’ নামের ইউটিউব চ্যানেলে ২০২০ সালের ২৩ সেপ্টম্বর ‘TVC Nirapod Condome – নিরাপদ কনডম, প্রচারেঃ আইইএম ইউনিট, পরিবার পরিকল্পনা অধিদপ্তর’ শীর্ষক শিরোনামে আপলোড করা ‘নিরাপদ কনডম’ এর একটি বিজ্ঞাপন পাাওয়া যায়।

Screenshot: IEM DGFP

এছাড়া, ‘Awesome BD’ নামের ইউটিউব চ্যানেলে ২০১৯ সালের ২১ জুন ‘নতুন নিরাপদ জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি (সুগন্ধিযুক্ত)। Safe Birth Control Method (Perfume)’ শিরোনামে আপলোডকৃত ভিডিওতেও ‘নিরাপদ কনডম’ এর প্যাকেটের একই ছবি দেখতে পাওয়া যায়।

Screenshot: Awesome BD

ভিডিওটির বিবরণীতে উল্লেখ করা হয়, ‘নিরাপদ জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি (সুগন্ধিযুক্ত)কনডম। এটি একটি নতুন পণ্য যা বাংলাদেশের সকল স্বাস্থ্য কেন্দ্র যেমন কমিউনিটি ক্লিনিক, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং মা ও শিশু স্বাস্থ্য কেন্দ্রে বিনামূল্যে প্রদান করা হয়।’

অর্থাৎ, ‘নিরাপদ কনডম’ নামে জন্মনিয়ন্ত্রণ সামগ্রীর প্যাকেটের ছবি ডিজিটাল প্রযুক্তির সাহায্যে সম্পাদনা করে ‘নিরাপদ’ ও ‘কনডম’ শব্দদ্বয়ের মাঝে ‘মীনা রাজু’ লেখাটি যুক্ত করা হয়েছে। এবং “পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সম্পত্তি” বিক্রয়ের জন্য নয় লেখাটির নিচের মীনা,রাজু এবং মীনার বন্ধু ও তার পোষা টিয়া মিঠুর ছবি যুক্ত করা হয়েছে । এছাড়াও, আলোচিত দাবিতে প্রচারিত প্যাকেটের রঙ এডিট বা সম্পাদনা করে হালকা গাড় করা হয়েছে।

মূলত, ইউনিসেফ এর সহায়তায় নির্মিত সামাজিক বৈষম্যের বিরুদ্ধে সচেতনতা তৈরি ও শিশুদের জন্য শিক্ষামূলক কার্টুন চরিত্র মীনা, রাজু এবং মীনার সবচেয়ে কাছের বন্ধু ও তার পোষা টিয়া মিঠুর চিরাচরিত ভঙ্গিতে থাকা ছবি ‍যুক্ত ‘নিরাপদ মীনা রাজু কনডম’ একটি জন্মনিয়ন্ত্রণ সামগ্রীর প্যাকেটের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। তবে, রিউমর স্ক্যনার টিমের অনুসন্ধানে জানা যায়, আলোচিত দাবিতে প্রচারিত জন্মনিয়ন্ত্রণ সামগ্রীর প্যাকেটের ছবিটি আসল নয়। প্রকৃতপক্ষে, ‘নিরাপদ কনডম’ নামে জন্মনিয়ন্ত্রণ সামগ্রীর প্যাকেটের ছবি ডিজিটাল প্রযুক্তির সাহায্যে সম্পাদনা করে আলোচিত দাবিতে প্রচার করা প্রচার করা হয়েছে।

সুতরাং, ‘নিরাপদ মীনা রাজু কনডম’ দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত জন্মনিয়ন্ত্রণ সামগ্রীর প্যাকেটের ছবিটি এডিটেড বা সম্পাদিত।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img