আবেদ আলীকে নিয়ে ডেইলি স্টারের নামে প্রচারিত সংবাদটি ভুয়া

সম্প্রতি, আলোচিত প্রশ্নফাঁস কাণ্ডে অভিযুক্ত বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) এর সাবেক গাড়িচালক সৈয়দ আবেদ আলীকে নিয়ে ব্র্যাক বিশ্ববিদ্যালয়কে জড়িয়ে ‘ড্রাইবার আবেদ আলীই কি তবে ব্র্যাকের প্রতিষ্ঠাতা? প্রশ্ন ফাঁসের টাকায়ই কি তবে দেশের শীর্ষ স্থানে ব্র্যাক?’ শীর্ষক শিরোনামে ডেইলি স্টার বাংলা ভার্সনের সংবাদ দাবিতে একটি স্ক্রিনশটের ছবি সামাজিক মাধ্যমে প্রচার করা হয়েছে।

আবেদ আলীকে

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন- এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আলোচিত প্রশ্নফাঁস কাণ্ডে অভিযুক্ত সৈয়দ আবেদ আলীকে নিয়ে ব্র্যাক বিশ্ববিদ্যালয়কে জড়িয়ে ডেইলি স্টার বাংলা ভার্সনে এমন কোনো সংবাদ প্রকাশিত হয়নি বরং, প্রযুক্তির সাহায্যে ডেইলি স্টার বাংলা এর সংবাদের আদলে আলোচিত সংবাদের স্ক্রিনশটটি তৈরি করা হয়েছে।

অনুসন্ধানের শুরুতে আলোচিত দাবির সত্যতা যাচাইয়ে ‘The Daily Star বাংলা’ ওয়েবসাইট পর্যবেক্ষণ করে উক্ত দাবির সপক্ষে কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি। তবে ‘The Daily Star বাংলা’ বাংলা এর ফেসবুক পেজে গত ১০ জুলাই আলোচিত সংবাদের ছবিটিকে ভুয়া বলে জানানো হয়। উক্ত পোস্টে বলা হয়, ‘ডেইলি স্টার বাংলা নামে ছড়ানো এই ছবি – সংবাদ ভুয়া। এই ধরনের সংবাদ দ্য ডেইলি স্টার কখনো প্রকাশ করেনি। ব্রিভ্রান্তি এডাতে আমাদের ওয়েবসাইট ও সোশ্যাল মিডিয়া পেজের সঙ্গে থাকুন।’ 

পরবর্তীতে উক্ত সংবাদের স্ক্রিনশটটির উৎপত্তি খোঁজার লক্ষ্যে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে ‘Rumour Spreader’ নামের ফেসবুক পেজে গত ১০ জুলাই দুপুর ১২টা ০২ মিনিটে ‘Driver Abed Ali, Embroiled in ‘Question Out’ Scandal, Associated with BRAC University’s Name Change to ‘Abed University’: Is Illicit Funding the Cause?’ শীর্ষক ক্যাপশনে প্রচারিত আলোচিত স্ক্রিনশটের ছবি সম্বলিত সম্ভাব্য প্রথম পোস্টটি পাওয়া যায়।

Screenshot: ‘Rumour Spreader’ Facebook Page

উল্লেখ্য, ‘The Daily Star বাংলা’ এর ওয়েবসাইটে ২০২৩ সালের ১১ই জুলাই ‘স্যার ফজলে হাসান আবেদের নামে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তনের প্রস্তাব’ শীর্ষক শিরোনামে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, ২০২৩ সালের জুলাই মাসে ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদের নামে ব্র্যাক ইউনিভার্সিটির নামকরণের প্রস্তাব দেয় বিশ্ববিদ্যালয়টির কর্তৃপক্ষ। তারা বলেছে, বিশ্ববিদ্যালয়টির নাম হবে ‘স্যার ফজলে হাসান আবেদ ইউনিভার্সিটি’ এবং সংক্ষেপে ‘আবেদ ইউনিভার্সিটি’।

সুতরাং,  ‘ড্রাইবার আবেদ আলীই কি তবে ব্র্যাকের প্রতিষ্ঠাতা? প্রশ্ন ফাঁসের টাকায়ই কি তবে দেশের শীর্ষ স্থানে ব্র্যাক?’ শীর্ষক শিরোনামে ডেইলি স্টার বাংলা ভার্সনের সংবাদের ছবি দাবিতে প্রচারিত স্ক্রিনশটটি সম্পূর্ণ ভুয়া ও বানোয়াট।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img