তামিম ইকবালকে জাতীয় দলের অধিনায়ক ঘোষণা করেননি পাপন

সম্প্রতি, সাকিব পুড়লো তামিমকে অধিনায়ক করে জাতীয় দলে, বিপিএল ফাইনালের পরে তামিমকে নিয়ে যে ঘোষণা দিলেন পাপন- শীর্ষক ক্যাপশনে একটি ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে। 

অধিনায়ক

টিকটকে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

ইউটিউবে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, বিপিএল ফাইনালের পর তামিম ইকবালকে জাতীয় দলের অধিনায়ক ঘোষণা করেননি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নাজমুল হাসান পাপন বরং সদ্য অনুষ্ঠিত বিপিএলে তামিম ইকবালের পারফরম্যান্স নিয়ে পাপনের দেওয়া বক্তব্যকে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনা করে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে। 

অনুসন্ধানের শুরুতে আলোচিত ভিডিওটি পর্যবেক্ষণ করে দেখা যায়, শুরুতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মন্ত্রী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপনকে বক্তব্য দিতে দেখা যায়। 

পরবর্তীতে কয়েকটি ভিডিও ফুটেজ এবং ছবি যুক্ত করে উপস্থাপককে কথা বলতে শোনা যায়। তিনি বলেন, “বিপিএলের ট্রফি জিতে উচিত জবাব দিলেন তামিম ইকবাল। অধিনায়ক হয়ে জাতীয় দলে ফিরছেন তামিম ইকবাল। সাকিবের আর রাজত্ব চলবে না৷ তামিমই হবে দলের অধিনায়ক। বিপিএলের ফাইনালের পরে একি বললেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মন্ত্রী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন। দর্শক গতকাল ফাইনালের মধ্য দিয়ে শেষ হয়েছে এবারের বিপিএল। আর এই বিপিএলে বাজিমাত ব্যাটিং তাণ্ডব করেছেন তামিম ইকবাল। যেমন করেছেন ব্যাটিং তেমনি অধিনায়কত্বে দারুণভাবে দলকে শুরু থেকে শেষ পর্যন্ত এনে চ্যাম্পিয়ন করেই ছাড়লেন। তিন বুড়োর ভ্যাল্কি দেখলো ক্রিকেট বিশ্ব। মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম ও তামিম ইকবাল এই বাংলাদেশের পঞ্চপাণ্ডবের তিনপাণ্ডব ফরচুন বরিশালের হয়ে খেলে দলকে চ্যাম্পিয়ন করলেন৷ গতকাল ফাইনালে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে দুর্দান্ত এক জয় তুলে নিয়েছে তামিম ইকবালের ফরচুন বরিশাল। যেখানে কুমিল্লা ভিক্টোরিয়ান্স আগে বের করে ১৫৪ রান করেছিল। ১৫৫ রানের টার্গেটে ব্যাটিং করতে নেমে শুরু থেকেই তামিম ইকবাল মারমুখী ব্যাটিংয়ে দলকে জয়ের পথটা সহজ করে দেন৷ এরপরে কায়েল মায়ার্স অবিশ্বাস্য ব্যাটিং তাণ্ডব হাঁকিয়েছেন। দুর্দান্ত ব্যাটিংয়ে ফরচুন বরিশাল এক ওভার ও ৬ উইকেট হাতে রেখেই দুর্দান্ত ভাবে জিতে চ্যাম্পিয়ন হয়েছে। আর চ্যাম্পিয়ন হয়েই তামিম দিয়েছেন উচিত জবাব। কেননা গত ভারত বিশ্বকাপে তামিম ইকবালকে নানান বিতর্কে ফেলে বাদ রেখেছিল বাংলাদেশের বোর্ড ম্যানেজমেন্টরা। তবে তার জবাব তামিম দিয়েছেন ব্যাট হাতে মারকুটে ব্যাটিং করে৷ এবারের বিপিএলে টুর্নামেন্ট সেরা খেলোয়াড় হয়েছেন বরিশালের দলপতি তামিম ইকবাল। ট্রফি জিতার পাশাপাশি তিনি হয়েছেন সর্বোচ্চ রান সংগ্রাহকও। ১৫ ম্যাচে ১২৭.১৩ স্ট্রাইক রেটে ৪৯২ রান করেছেন তামিম, যা সবার উপরে। ফাইনালে তার ব্যাচ থেকে এসেছিল গুরুত্বপূর্ণ ৩৯ রান। তামিম প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট হয়ে পেয়েছেন ১০ লক্ষ টাকা। আর টুর্নামেন্টে সর্বোচ্চ রান সংগ্রাহক হয়ে পেয়েছেন ৫ লক্ষ টাকা৷ এবারের বিপিএলে তামিমের মারকুটে ব্যাটিংয়ে অভাব নাজমুল হাসান পাপন৷ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বস নাজমুল হাসান পাপন জানিয়ে দিয়েছেন অচিরেই তামিমের সঙ্গে বৈঠক বসবেন। বৈঠকে বসে আবারও তামিমকে দলের অধিনায়ক হিসেবে যোগ করাবেন তিনি৷” 

পরবর্তীতে এবিষয়ে অনুসন্ধানে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে গণমাধ্যমে এসংক্রান্ত কোনো তথ্য পাওয়া যায়নি। 

এরপর নাজমুল হাসান পাপনের বক্তব্যের ক্লিপটির বিষয়ে অনুসন্ধান করে রিউমর স্ক্যানার টিম। 

অনুসন্ধানে ইনডিপেনডেন্ট টিভি’র ইউটিউব চ্যানেলে গত ২ মার্চ “বিপিএলে দেশি ক্রিকেটারদের পারফরম্যান্সে খুশি বিসিবি সভাপতি” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। 

উক্ত ভিডিওটির একটি অংশের সাথে আলোচিত ভিডিওটিতে থাকা নাজমুল হাসান পাপনের বক্তব্যের হুবহু মিল রয়েছে। 

Video Comparison: Rumor Scanner

উক্ত ভিডিওটি পর্যবেক্ষণ করে জানা যায়, বিপিএলে তামিম ইকবালের ভালো পারফরম্যান্সের কারণে তামিম ইকবালকে  জাতীয় দলে নেওয়া প্রসঙ্গে পাপন বলেন, জালাল ভাই এবং আমাদের সিরাজ ভাই এই দুইজন আগে তামিমকে ডেকে নিয়ে একটু বসুক। তারপর আমি ওর সাথে বসবো। কারণ, এখন আমি এভেইলেবল। এমন তো নয় যে আমি দেশের বাইরে চলে যাচ্ছি। সো আমার ধারণা খুব শীগ্রই আবার যদি দেখি যে উনারা পারছে না তাহলে আমি আগে বসবো। 

একই বক্তব্য নিয়ে সংবাদ প্রকাশ করেছে ATN News. 

অর্থাৎ, এখন অবধি তামিম ইকবালকে পুনরায় জাতীয় দলের অধিনায়ক করার কোনো সিদ্ধান্ত হয়নি। 

মূলত, গত বছরের আগস্ট মাসে জাতীয় দলের অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দেন তামিম ইকবাল। এরপর থেকেই জাতীয় দলের বাইরে আছেন তিনি। সম্প্রতি, বিপিএলে ফরচুন বরিশালের অধিনায়কত্ব গ্রহণ করে দারুণ পারফরম্যান্স করে দলকে করেছেন চ্যাম্পিয়ন। এরইমধ্যে আবারও তামিম ইকবালকে জাতীয় দলের অধিনায়ক ঘোষণার সিদ্ধান্ত হয়েছে দাবিতে একটি তথ্য ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে। তবে রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, আলোচিত দাবিটি মিথ্যা। প্রকৃতপক্ষে, বিপিএলে দারুণ পারফরম্যান্স করে দলকে চ্যাম্পিয়ন করার পর যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মন্ত্রী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন সামনে তামিম ইকবালকে জাতীয় দলে ভিড়ানোর জন্য আলোচনায় বসবেন বলে বক্তব্য দেন। সেই বক্তব্যকে এডিট করে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে। 

সুতরাং, তামিম ইকবালকে জাতীয় দলের অধিনায়ক ঘোষণা করার তথ্যটি সম্পূর্ণ মিথ্যা। 

তথ্যসূত্র

RS Team
Rumor Scanner Fact-Check Team
- Advertisment -spot_img
spot_img
spot_img