সাংবাদিক রোজিনা ইসলামের জামিনের সংবাদটি ভুয়া

সম্প্রতি “জামিন পেলেন সাংবাদিক রোজিনা ইসলাম” শীর্ষক শিরোনামে একটি সংবাদ মূলধারার কিছু সংবাদমাধ্যমের অনলাইন সংস্করণে প্রকাশিত হয় এবং বিভিন্ন সূত্রের বরাতে দাবীটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

ভাইরাল কিছু পোস্টের আর্কাইভ দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায় বৃহস্পতিবার রোজিনা ইসলামের জামিন আবেদনের শুনানি হলেও জামিন হয়নি বরং রোববার আদেশের দিন নির্ধারণ করেছে আদালত।

বৃহস্পতিবার দুপুরে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে সাংবাদিক রোজিনা ইসলামের মামলার ভার্চুয়াল শুনানি করা হয়। সেখানে সরকার পক্ষ ও রোজিনা ইসলামের পক্ষের আইনজীবীরা তাদের বক্তব্য উপস্থাপন করেন এবং শুনানি শেষে বিচারক রবিবার জামিনের আদেশের দিন নির্ধারণ করেছেন। এ নিয়ে বিবিসি নিউজ বাংলা এবং ডয়চে ভেলে বাংলা এর প্রকাশিত প্রতিবেদন দেখুন এখানে এবং এখানে।

সরকারি আইনজীবী আব্দুল্লাহ আবু ও রোজিনা ইসলামের আইনজীবী এহসানুল হক সমাজী বিষয়টি সম্পর্কে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

প্রসঙ্গত, রাষ্ট্রীয় নথি চুরি এবং অনুমতি ছাড়া সেই নথির ছবি তোলার অভিযোগে স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক অফিশিয়াল সিক্রেটস অ্যাক্টের মামলায় প্রথম আলোর সাংবাদিক রোজিনা ইসলামকে গত সোমবার গ্রেফতার করা হয়।

অর্থাৎ, সাংবাদিক রোজিনা ইসলামের জামিন পাওয়ার দাবিটি সম্পূর্ণ গুজব।
[su_box title=”True or False” box_color=”#f30404″ radius=”0″]

  • Claim Review: জামিন পেলেন প্রথম আলোর সাংবাদিক রোজিনা ইসলাম
  • Claimed By: Facebook Posts, News Portal
  • Fact Check: False

[/su_box]

আরও পড়ুন

spot_img