বৃহস্পতিবার, মার্চ 28, 2024
spot_img

Fact Check: ছবিটি গত ফেব্রুয়ারি মাসের, খালেদা জিয়ার আমলের নয়

সম্প্রতি “খালেদা জিয়ার আমলে প্রেসক্লাবের ভিতরে ঢুকে সাংবাদিকদের বেধড়ক পিটিয়েছিল, এ কথা কি ভুলে গেছে?
তখন বিদেশে কেও নালিশ করেনি কেন?” শীর্ষক শিরোনামে একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

ভাইরাল হওয়া কিছু পোস্টের আর্কাইভ ভার্সন দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে।

ফ্যাক্টচেক

রিভার্স ইমেজ সার্চ পদ্ধতি ব্যবহার করে রিউমর স্ক্যানার টিম নিশ্চিত হয়েছে প্রদত্ত ছবিটি খালেদা জিয়ার নেতৃত্বের সময়ের নয় এবং ভিন্ন ঘটনার।

ছবিটি গত ১৩ই ফেব্রুয়ারি, ২০২১ সালে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ‘বীর উত্তম’ খেতাব বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ চলাকালীন সময়ে পুলিশ ও বিএনপির নেতা কর্মীদের সংঘর্ষের ঘটনার। এ নিয়ে New Age Bangladesh এর “125 injured, 18 held as police attack BNP rally in Dhaka” শিরোনামে প্রকাশিত প্রতিবেদন দেখুন এখানে।

মূলত গত ফেব্রুয়ারি মাসের সংঘর্ষের ঘটনার ছবিটিকেই খালেদা জিয়ার আমলে প্রেসক্লাবে সাংবাদিকদের পেটানোর ঘটনা দাবিতে প্রচার করা হচ্ছে। এছাড়াও প্রথম আলোর “বিএনপির সমাবেশ থেকে আটক ১৮, পুলিশের ৮ সদস্য আহত” শিরোনামে প্রতিবেদন দেখুন এখানে।

“পুলিশের হামলায় বিএনপির দেড় শতাধিক নেতাকর্মী আহত, গ্রেফতার ২১” শিরোনামে যুগান্তরের প্রকাশিত প্রতিবেদন দেখুন এখানে।

অর্থাৎ, খালেদা জিয়ার আমলে প্রেসক্লাবে ঢুকে সাংবাদিকদের বেধড়ক পিটানোর চিত্র দাবীতে প্রচারিত ছবিটি ভিন্ন ঘটনার এবং বিভ্রান্তিকর।

[su_box title=”True or False” box_color=”#f30404″ radius=”0″]

  • Claim Review: খালেদা জিয়ার আমলে প্রেসক্লাবে ঢুকে সাংবাদিকদের বেধড়ক পিটানোর কথা কি ভুলে গেছে
  • Claimed By: Facebook Posts
  • Fact Check: Misleading

[/su_box]

RS Team
RS Team
Rumor Scanner Fact-Check Team
- Advertisment -spot_img
spot_img
spot_img