গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র ও আফ্রিকার কয়েকটি দেশে ছড়িয়ে পড়েছে উচ্চমাত্রার সংক্রামক রোগ এমপক্স (মাঙ্কিপক্স) । এমপক্সের এই প্রাদুর্ভাবকে জরুরি জনস্বাস্থ্য অবস্থা ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। সংক্রামক রোগ এমপক্স নিয়ে বাংলাদেশে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।
এরই প্রেক্ষিতে, বাংলাদেশে প্রথমবারের মতো ঢাকার এভারকেয়ার হাসপাতালে এমপক্স (মাঙ্কিপক্স) ধরা পড়েছে শীর্ষক একটি দাবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এখানে (আর্কাইভ)।
ফ্যাক্ট
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ঢাকার এভারকেয়ার হাসপাতালে এমপক্স ধরা পড়ার দাবিটি মিথ্যা। বরং, কোনো তথ্য প্রমাণ ছাড়াই আলোচিত দাবিটি প্রচার করা হয়েছে।
দাবির সত্যতা যাচাইয়ে বাংলাদেশে কোথাও এমপক্স (মাঙ্কিপক্স) শনাক্ত হয়েছে কিনা জানতে কি-ওয়ার্ড সার্চ করে মূলধারার কোনো গণমাধ্যমে আলোচিত দাবির সপক্ষে কোনো সংবাদ পাওয়া যায়নি।
পরবর্তীতে আরও নিশ্চিত হতে ঢাকার এভারকেয়ার হাসপাতালে যোগাযোগ করা হলে হাসপাতাল কর্তৃপক্ষ রিউমর স্ক্যানারকে জানান, এভারকেয়ার হসপিটাল ঢাকায় এখন পর্যন্ত কোনো মাঙ্কিপক্স আক্রান্ত পাওয়া যায়নি। প্রচারিত দাবিটি ফেইক। আমরা ইমার্জেন্সি বিভাগেও যোগাযোগ করেছি। এরকম কোনোকিছু এখনও রেকর্ড হয়নি।
এছাড়া, এক ফেসবুক পোস্টে এভারকেয়ার হাসপাতালে কর্মরত একজন ডাক্তারও বিষয়টি গুজব বলে জানিয়েছেন।
অর্থাৎ, এটা নিশ্চিত যে এভারকেয়ার হাসপাতালে এই প্রতিবেদন প্রকাশ হওয়ার আগ পর্যন্ত কোনো মাঙ্কিপক্স আক্রান্ত রোগী রেকর্ড হয়নি।
সুতরাং, বাংলাদেশে প্রথমবারের মতো ঢাকার এভারকেয়ার হাসপাতালে এমপক্স (মাঙ্কিপক্স) শনাক্ত হয়েছে শীর্ষক দাবিটি সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- প্রথম আলো: এমপক্স নিয়ে দেশে সতর্কতা জারি, নজরদারি প্রবেশপথে
- Statement: Customer Care Service, Evercare Hospital Dhaka
- Shadrukh Kabir Shad: facebook Post
- Rumor Scanner’s Own Analysis